৫.৯ ইঞ্চি স্ক্রিন ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে আসছে ‘এইচটিসি ওয়ান ম্যাক্স’!

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এইচটিসি ঘোষণা করল তাদের নতুন এন্ড্রয়েড স্মার্টফোন। ৫.৯ ইঞ্চি (১৯২০x১০৮০, ৩৭৩ পিপিআই) স্ক্রিন নিয়ে চলতি মাসেই বাজারে আসবে “এইচটিসি ওয়ান ম্যাক্স” ব্র্যান্ডনেমের এই হ্যান্ডসেটটি। সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হিসেবে এতে থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফলে, কিছুদিন আগে অ্যাপল আইফোন 5S’এ আঙ্গুলের ছাপ দিয়ে মোবাইল লক/আনলক করার যে সুবিধাটি যুক্ত হয়েছে, এইচটিসি ওয়ানের এই উত্তরসূরি মডেলেও আপনি সেরকম ফিচার পাবেন।

নতুন ওয়ান সিরিজ ফোনটিতে আরও থাকবে ১.৭ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন এস৬০০ প্রসেসর, কোয়ালকম এড্রিনো ৩২০ জিপিইউ, ১৬/৩২/৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট, ২জিবি র‍্যাম,  ৪ মেগাপিক্সেল আল্ট্রাপিক্সেল ব্যাক ক্যামেরা,  ২.১ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ব্লুটুথ, এনএফসি, এলটিই, ৩৩০০ এমএএইচ ব্যাটারি প্রভৃতি।

এইচটিসি ওয়ান ম্যাক্স চলবে এন্ড্রয়েড ৪.৩ অপারেটিং সিস্টেমে। তবে ম্যানুফ্যাকচারার কোম্পানিটির কাস্টমাইজড ‘সেন্স ৫.৫’ স্কিনে আপনি কিছুটা বৈচিত্রের খোঁজ পাবেন।

ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের অবস্থান সেটটির পেছনের দিকে ক্যামেরা লেন্সের ঠিক নিচে, যা আপনার তর্জনীর ছাপ নিয়ে সহজেই আইডেন্টিটি ভেরিফাই করতে পারবে।

অ্যাপল আইফোন ৫এসের আগে, ২০১১ সালে মটোরোলা তাদের এট্রিক্স মডেলের হ্যান্ডেসেটের সাথে এ ধরনের একটি স্ক্যানার জুড়ে দিয়েছিল। কিন্তু সেটি আশাব্যঞ্জক পারফর্মেন্স দিতে না পারায় পরবর্তীতে ফিচারটি ত্যাগ করেছিল মটোরোলা। দেখা যাক এখন কী হয়।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *