পোকো মোবাইল এর দাম ২০২৪

পোকোফোন এফ১ দিয়ে শাওমির সাব-ব্র‍্যান্ড হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে স্বাধীন স্মার্টফোন ব্র‍্যান্ড হিসেবে পোকো বেশ পরিচিত। আমাদের দেশের বাজারে তরুণদের মাঝে বেশ জনপ্রিয় ব্র‍্যান্ড, পোকো মোবাইল বা পোকো ফোন।

সাশ্রয়ী মূল্যে ভালো প্রসেসরযুক্ত ফোন বাজারে আনার মাধ্যমে দেশের গেমারদের পছন্দের স্মার্টফোন ব্র‍্যান্ডে পরিণত হয়েছে পোকো। রেডমি ফোনের রিব্র‍্যান্ডেড ফোনের রুপে বাজারে আসে অনেক পোকো স্মার্টফোন। কিন্তু অপারেটিং সিস্টেমে কোনো ধরনের বিজ্ঞাপন না থাকায় পোকোর ডিভাইসগুলো বেশ সমাদৃত।

পোকো ব্র‍্যান্ডের স্মার্টফোনগুলো মূলত গেমিং কেন্দ্রিক ডিভাইস হয়ে থাকে। গেমারদের কথা ভেবে তৈরী হওয়ায় বেশিরভাগ পোকো ডিভাইসে প্রসেসরকে প্রধান প্রাধান্য দিতে দেখা যায়।

আমাদের পোস্ট থেকে জেনে নিতে পারবেন বাংলাদেশের বাজারে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে এমন বেশ কিছু পোকো মোবাইল এর দাম।

পোকো এফ৪ জিটি – Poco F4 GT

গত বছর পোকো এফ৪ মডেলটি প্রচণ্ড জনপ্রিয়তা পাওয়ায় এই মডেলের একটি স্পেশাল ভ্যারিয়েন্ট বাজারে ছাড়ে শাওমি। গেমারদের দিকে ফোকাস করে এই মডেলের নাম দেয়া হয়েছে পোকো এফ৪ জিটি। স্বাভাবিকভাবেই গেমিং কেন্দ্রিক ফোন বলে এর পারফর্মেন্স ফ্ল্যাগশিপ লেভেলের। এতে ব্যবহার করা হয়েছে এক বছরের পুরনো স্ন্যাপড্রাগনের ৮ জেন ১ চিপ। এটি অত্যন্ত শক্তিশালী একটি চিপ এবং যে কোন রকমের গেম বা কাজ এর মাধ্যমে করা যাবে। ফোনের ডিসপ্লেটিও ৬.৬৭ ইঞ্চির বড় অ্যামোলেড ১২০ হার্টজের ফ্ল্যাগশিপ লেভেলের। এতে পাওয়া যাবে ৮ জিবি এলপিডিডিআর৫ লেটেস্ট প্রযুক্তির র‍্যাম ও ইউএফএস ৩.১ ১২৮ জিবি স্টোরেজ। এছাড়া লিকুইড কুলিং থাকায় ফোনটিতে লম্বা সময় গেম খেলা যাবে।

ক্যামেরা সেকশনে আছে ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা বাজেট ফোনের ক্যামেরার মতই ছবি তোলে। এছাড়া সামনেও আছে ২০ মেগাপিক্সেলের ভালো মানের একটি সেলফি ক্যামেরা।

Poco F4 GT

ফোনের চার্জিংয়ের ক্ষেত্রেও পাওয়া যাবে ভালো সব সুবিধা। ৪৭০০ মিলিএম্প ব্যাটারি লম্বা সময় এতে গেম খেলার নিশ্চয়তা দেয়। আর ১২০ হার্টজের ফাস্ট চার্জিং থাকায় মাত্র ১৭ মিনিটে ফোনটি পুরো চার্জ করে ফেলা যায়। সব মিলিয়ে গেমারদের জন্য অসাধারন একটি ফোন এটি।

পোকো এফ৪ জিটি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬৭ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮ জেন ১
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ক্যামেরা (৬৪ + ৮ + ২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ২০ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৮ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাটারিঃ ৪৭০০ মিলিএম্প

পোকো এফ৪ জিটি মোবাইল এর দামঃ

  • ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজঃ ৫০,০০০ টাকা (আনঅফিসিয়াল)

পোকো এফ৫ – Poco F5

Poco F5

পোকোর এফ সিরিজ সবসময়ই জনপ্রিয় ফ্ল্যাগশিপ কিলার ফোন হিসেবে। অর্থাৎ মধ্যম বাজেটেই ফ্ল্যাগশিপ বিভিন্ন স্পেক ও ফিচার দেয় এই ফোনগুলো। পোকো এফ৫ মডেলটিও তার ব্যতিক্রম নয়।

ফোনের সামনেই থাকছে ৬.৬৭ ইঞ্চির একটি ফ্ল্যাগশিপ অ্যামোলেড ডিসপ্লে। ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর১০+ ইত্যাদি বিভিন্ন আধুনিক ফিচারও পাওয়া যাবে এই ডিসপ্লেতে। তবে এখানে পুরোপুরি ফ্ল্যাগশিপ প্রসেসর দেয়া হয় নি, ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭+ জেন ২ চিপ। তবে এই চিপের পারফর্মেন্স সহজেই ফ্ল্যাগশিপ চিপগুলোর সাথে পাল্লা দিতে পারে। ফলে যে কোন ধরনের ভারী কাজ বা গেম খেলা যাবে এই ফোনে।

ফোনের পিছনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। এটি মোটামুটি বাজেট ফোনের মানের ছবি তুলতে পারে। এছাড়া ব্যাটারি ব্যাকাপও বেশ ভালো ফোনটির। ৫০০০ মিলিএম্প ব্যাটারি ও ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে এই ফোনে। সব মিলিয়ে ফোনটি বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ পারফর্মেন্স দিচ্ছে।

পোকো এফ৫ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬৭ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৭+ জেন ২
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ক্যামেরা (৬৪ + ৮ + ২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৮ জিবি
  • স্টোরেজঃ ২৫৬ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

পোকো এফ৫ মোবাইল এর দামঃ

  • ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজঃ ৪০,৫০০ টাকা (আনঅফিসিয়াল)

পোকো এম৪ প্রো ৫জি – Poco M4 Pro 5G

Poco M4 Pro 5G

ফোনটি কয়েক বছর আগে বাজারে এলেও এটি এখনও সমানভাবে জনপ্রিয়। কেননা ফোনটির মূল্য আগের থেকে অনেক কমে এসেছে। এই দামে খুব ভালো পারফর্মেন্স ও ফিচার দিচ্ছে ফোনটি।

ফোনটির মূল আকর্ষণ এর ভালো পারফর্মেন্স। ৬.৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লের এই ফোনে পাবেন ৯০ হার্টজের হাই রিফ্রেশ রেট সুবিধা। ফোনটির পারফর্মেন্স দিতে আছে মিডিয়াটেকের ডাইমেন্সিটি ৮১০ ৫জি চিপ। এটি বাজেটের মধ্যে খুবই ভালো একটি প্রসেসর এবং তাই ফোনটি সব কাজ দ্রুতগতিতে করতে পারে। এমনকি কিছুটা গেমিংও করা যাবে এই ফোনে।

ফোনের পিছনে থাকছে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ। ক্যামেরাটি বাজেট ফোন হিসেবে ভালো ছবি তুলতে সক্ষম। সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটি ব্যাটারি ব্যাকাপের দিক থেকেও বেশ ভালো। ৫০০০ মিলিএম্প ব্যাটারি ও ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং থাকায় ব্যাকাপ নিয়েও কোন চিন্তা থাকছে না। এছাড়া সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল সিম ৫জি, স্টেরিও স্পিকার ইত্যাদি বেশ কিছু ভালো ভালো ফিচারও পাওয়া যাবে এই ফোনে। কাজেই কম দামে ভালো পারফর্মেন্স চাইলে এই ফোনটি রাখতে পারেন পছন্দের তালিকায়।

পোকো এম৪ প্রো ৫জি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেন্সিটি ৮১০ ৫জি
  • ব্যাক ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (৫০ + ৮ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৮ জিবি
  • স্টোরেজঃ ২৫৬ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

পোকো এম৪ প্রো ৫জি মোবাইল এর দামঃ

  • ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজঃ ১৯,০০০ টাকা (আনঅফিসিয়াল)
  • ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজঃ ২২,০০০ টাকা (আনঅফিসিয়াল)

পোকো এম৫ – Poco M5

Poco M5

গত বছর এই ফোনটি বাজারে আসবার সাথে সাথেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ক্রেতাদের কাছে। মূলত মধ্যম বাজেটে ভালো পারফর্মেন্স দেয় বলেই এই ফোনটি সবার প্রিয় হয়ে উঠেছে। যারা বাজেটের মধ্যে পারফর্মেন্স কেন্দ্রিক ফোন চাচ্ছেন তাদের জন্য এটি খুবই ভালো একটি পছন্দ হতে পারে।

৬.৫৮ ইঞ্চির একটি ৯০ হার্টজ এলসিডি প্যানেল রয়েছে ফোনের সামনে। আর পারফর্মেন্স দিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি৯৯ প্রসেসর। বাজেটের মধ্যে এটি বেশ শক্তিশালী একটি প্রসেসর। গেমিং ও ভারী কাজ সহজেই করা যাবে এই প্রসেসরের সাহায্যে। সেই সাথে পাবেন ৪ জিবি পর্যন্ত র‍্যাম।

ফোনের ক্যামেরা সেকশনে পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। আর সামনে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পিছনের ক্যামেরা থেকে বেশ ভালো সব ছবি পাওয়া যায়। এছাড়া ৫০০০ মিলিএম্প ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, গরিলা গ্লাসের প্রোটেকশন ইত্যাদিও রয়েছে এই ফোনে।

পোকো এম৫ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৮ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৯৯
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ক্যামেরা (৫০ + ২ + ২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

পোকো এম৫ মোবাইল এর দামঃ

  • ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজঃ ১৫,৮০০ টাকা (আনঅফিসিয়াল)

পোকো এক্স৫ ৫জি – Poco X5 5G

Poco X5 5G

মধ্যম বাজেটেই এই ফোনটি অসাধারন সব ফিচার দিচ্ছে বলে খুব দ্রুতই ক্রেতাদের মনে জায়গা করে নিয়েছে এই ফোনটি। সম্প্রতি বাজারে আসা এই ফোনটি আধুনিক বিভিন্ন ফিচারে পরিপূর্ণ।

ফোনের সামনেই থাকছে ৬.৬৭ ইঞ্চির একটি বড় ১২০ হার্টজের সুপার অ্যামোলেড প্যানেল। এটি দেখলে যে কোন ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লেই মনে হবে। এছাড়া পারফর্মেন্সের জন্য দেয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি চিপ। এই চিপটি অনেক শক্তিশালী এবং গেমস ও ভারী কাজগুলো সহজেই সামলাতে পারে। এছার ৬ জিবি র‍্যাম থাকায় মাল্টি টাস্কিংয়ের ক্ষেত্রেও এটি ভালো।

ফোনের পিছনের ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা বেশ ভালো সব ছবি তুলতে পারে। এছাড়া সামনেও পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৫০০০ মিলিএম্পের বিশাল ব্যাটারি থাকায় ফোনটি সহজেই একদিন ব্যাকাপ দিতে পারে। তাছাড়া ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারও রয়েছে। স্টেরিও স্পিকার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল সিম ৫জি ইত্যাদি সব মিলিয়ে এই ফোনটি তাই পরিপূর্ণ একটি প্যাকেজ হয়ে উঠেছে। ডিজাইনের দিক থেকেও ফোনটি বেশ সুন্দর। তাই সহজেই এই ফোনটিকে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন।

পোকো এক্স৫ ৫জি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬৭ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ক্যামেরা (৪৮ + ৮ + ২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৬ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

পোকো এক্স৫ ৫জি মোবাইল এর দামঃ

  • ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজঃ ২২,৫০০ টাকা (আনঅফিসিয়াল)

পোকো সি৫৫ এর দাম – Poco C55 Price in Bangladesh

এ বছর বাজেট রেঞ্জে পোকোর নতুন ফোন পোকো সি৫৫। মূলত কম বাজেটেই ভালো স্পিড ও পারফর্মেন্স দিচ্ছে এই ফোনটি। ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি৮৫ প্রসেসর। এই বাজেটে এই ১২ ন্যানোমিটারের এই প্রসেসর বেশ ভালো পারফর্মেন্স দিতে সক্ষম। টুকটাক গেমিং বা কাজে এটি আপনাকে ভালো অভিজ্ঞতা দিতে পারবে। ফোনটির সামনে পাবেন ৬.৭১ ইঞ্চির বড় একটি এলসিডি ডিসপ্লে। হাই রিফ্রেশ রেট ডিসপ্লে না হলেও গেমিংয়ে সুবিধা দেবে এর ১২০ হার্টজের টাচ স্যামপ্লিং রেট। ক্যামেরার দিকেও দৃষ্টি রেখেছে পোকো। পিছনে আছে ডুয়াল ক্যামেরা সেটআপ যার মূল লেন্সটি ৫০ মেগাপিক্সেলের ছবি তুলতে পারে। সামনে আছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া ফোনে আলাদা করে আইপি৫২ রেটিং রয়েছে। ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারি এই ফোনটিকে দীর্ঘ সময় ব্যাকাপ দিতে পারবে। তবে ফাস্ট চার্জ সুবিধা পাবেন না এখানে। ফোনটি ৪ ও ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।

Poco C55

পোকো সি৫৫ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৭১ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
  • ব্যাক ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (৫০ + ০.০৮ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪/৬ জিবি
  • স্টোরেজঃ ৬৪/১২৮ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

পোকো সি৫৫ মোবাইল এর দামঃ

  • ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজঃ ১৩,৯৯৯ টাকা (আনঅফিসিয়াল)
  • ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজঃ ১৮,৯৯৯ টাকা

পোকো এক্স৪ প্রো এর দাম – Poco X4 Pro Price in Bangladesh

Poco X4 Pro

আগের বছরে বাজারে আসা মধ্যম বাজেটের এই ফোনটি এখনও তার জনপ্রিয়তা ধরে রেখেছে। পোকোর অন্যতম সেরা মিড বাজেট ফোন এটি। সবদিক থেকেই দারুণভাবে ভারসাম্যপূর্ণ এই ফোনটি ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে। এতে আছে স্ন্যাপড্র্যাগন ৬৯৫ ৫জি চিপসেট যা বেশ ভালো পারফর্মেন্স দিতে সক্ষম। এটি খুব ফাস্ট এবং সকল কাজ অনায়াসেই সামলে নেয়। ডিসপ্লে সেকশনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড প্যানেল যা অসাধারন ভিউয়িং এক্সপেরিয়েন্স দেবে। ক্যামেরার ক্ষেত্রেও পিছিয়ে নেই এই ফোনটি। পিছনে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। মূল লেন্সটি ৬৪ মেগাপিক্সেলে শার্প ও ক্লিয়ার ছবি তুলতে সক্ষম। এছাড়া ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সও আছে ফোনে। ফোনের চারদিকে করনিং গরিলা গ্লাস ৫ এর প্রোটেকশন আছে। পেয়ে যাবেন হেডফোন জ্যাক। এছাড়া ফোনকে ব্যাকাপ দিতে আছে ৫০০০ মিলিএম্পের বিশাল ব্যাটারি। ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও দেয়া হয়েছে এখানে। সব মিলিয়েই বাজেটের মধ্যে সেরা একটি ফোন এটি।

পোকো এক্স৪ প্রো এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬৭ ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ক্যামেরা (৬৪ + ৮ + ২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৬ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

পোকো এক্স৪ প্রো মোবাইল এর দামঃ

  • ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজঃ ২২,৮০০ টাকা (আনঅফিসিয়াল)

পোকো এক্স৫ প্রো এর দাম – Poco X5 Pro Price in Bangladesh

Poco X5 Pro

আগের বছরের পোকো এক্স৪ প্রো ফোনটির নতুন মডেল এটি। আগের বছরের মতোই এই ফোনটিও মধ্যম বাজেটে ভারসাম্যপূর্ণ স্পেক বজায় রেখেছে। তবে বেশ কিছু জায়গায় ভালো আপগ্রেড নিয়ে বাজারে এসেছে পোকো এক্স৫ প্রো। নতুন চিপসেট ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। স্ন্যাপড্রাগনের ৭৭৮ ৫জি প্রসেসরটি আগের বছরের প্রসেসর থেকেও বেশ শক্তিশালী। গেমিং বা ভারী কাজ সামলাতে পারদর্শী এই চিপ। ফলে ভালো গতির সাথে সব ধরণের কাজই করা যাবে এই ফোনে। আগের বছরের মতোই আছে ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল। উন্নত হয়েছে ফোনের মূল ক্যামেরা। আগের মতো ট্রিপল ক্যামেরা সেটআপ হলেও মূল ক্যামেরা ১০৮ মেগাপিক্সেলের। বেশ শার্প ও ক্লিয়ার ছবি তুলতে পারবেন এই ক্যামেরা দিয়ে। তবে পরিবর্তন আসে নি ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরায়। একই রয়েছে ব্যাটারি সেকশনটিও। ৫০০০ মিলিএম্পের বিশাল ব্যাটারি ও ৬৭ ওয়াটের সুপার ফাস্ট চার্জ থাকায় চিন্তামুক্ত থাকা যাবে ব্যাকাপ নিয়ে। মধ্যম বাজেটে এ বছরের সেরা ফোন বলা যায় একে।

পোকো এক্স৫ প্রো এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬৭ ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮ ৫জি 
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ক্যামেরা (১০৮ + ৮ + ২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৬/৮ জিবি
  • স্টোরেজঃ ১২৮/২৫৬ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

পোকো এক্স৫ প্রো মোবাইল এর দামঃ

  • ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজঃ ৩০,৬০০ টাকা (আনঅফিসিয়াল)
  • ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজঃ ৩৬,৭০০ টাকা (আনঅফিসিয়াল)

পোকো এফ৪ এর দাম – Poco F4 Price in Bangladesh

Poco F4

বাজারে বর্তমানে পোকোর সবথেকে জনপ্রিয় ফোন পোকো এফ৪। মধ্যম বাজেটেই বেশ কিছু ফ্ল্যাগশিপ সুবিধা দিয়ে ক্রেতাদের নজর কেড়েছে এই ফোনটি। ফোনটির সামনে রয়েছে প্রিমিয়াম গ্রেডের একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে। এইচডিআর১০+, ডলবি ভিশনসহ বেশ কিছু ফ্ল্যাগশিপ ফিচার পাবেন এখানে। ফলে কন্টেন্ট দেখার ক্ষেত্রে এই ডিসপ্লে দেবে সেরা অভিজ্ঞতা। শুধু ডিসপ্লেতেই নয় পারফর্মেন্স ও গতির দিক থেকেও এটি অসাধারন। কেননা এতে আছে কিছুটা পুরনো কিন্তু ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট। এটি এখনও অন্যতম সেরা একটি মোবাইল প্রসেসর যেটি দিয়ে যে কোন কাজ ও গেম খেলা যায় অনায়াসেই। ক্যামেরা সেকশনে পিছনে পাবেন ৬৪ মেগাপিক্সেলের লেন্সসহ ট্রিপল ক্যামেরা সেটআপ। দিনের আলোতে বেশ ভালো সব ছবি তোলা সম্ভব এই ফোনে। এছাড়াও আছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৪৫০০ মিলিএম্প ব্যাটারি দীর্ঘ ব্যাকাপ নিশ্চিত করেছে এই ফোনে। এছাড়াও আছে ৬৭ ওয়াটের সুপার ফাস্ট চার্জ দেয়ার সুবিধা। গরিলা গ্লাস ৫ প্রোটেকশন, আইপি৫৩ প্রোটেকশন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি বেশ কিছু বাড়তি সুবিধাও পাবেন এই ফোনে।

পোকো এফ৪ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬৭ ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ক্যামেরা (৬৪ + ৮ + ২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ২০ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৬ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাটারিঃ ৪৫০০ মিলিএম্প

পোকো এফ৪ মোবাইল এর দামঃ

  • ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজঃ ৩৫,০০০ টাকা (আনঅফিসিয়াল)

পোকো সি৩১ – Poco C31

পোকো সি৩১ ফোন এলো কম দাম নিয়ে

একই দামের অন্যান্য ফোন বিচারে পোকো সি৩১ ফোনটি সবদিক দিয়ে পিছিয়ে থাকবে। ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ এর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে এন্ট্রি লেভেল চিপসেট, হেলিও জি৩৫। ফোনটিতে ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি থাকলেও ১০ওয়াট এর চার্জার এর কারণে আবারো এক ধাপ পিছিয়ে থাকবে। মোট কথায় এই দামে এর চেয়ে অন্য ভালো ফোন পেয়ে যাবেন।

একনজরে পোকো সি৩১ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫৩ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫ 
  • র‍্যামঃ ৩জিবি / ৪জিবি 
  • স্টোরেজঃ ৩২জিবি / ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

পোকো সি৩১ ফোনটির দাম

  • ৩জিবি র‍্যাম + ৩২জিবি স্টোরেজঃ ৯,৯৯৯টাকা
  • ৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ১১,৮০০টাকা

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

পোকো এম২ রিলোডেড এর দাম – Poco M2 Reloaded Price in Bangladesh

পোকো ফোনের দাম - Poco M2 Reloaded

পোকো এম২ রিলোডেড ফোনটি মূলত হুবহু রেডমি ৯ ফোনটি। এই দুইটি ফোনের মধ্যে একমাত্র পার্থক্য হলো পোকো এম২ রিলোডেড ফোনটি চলে পোকো এর তৈরী বিজ্ঞাপনহীন মিইউআই তে, আর রেডমি ৯ চলে সাধারণ মিইউআই তে। ফোন দুইটির দাম ও একই।

পোকো এম২ রিলোডেড এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৩ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

পোকো এম২ রিলোডেড মোবাইল এর দামঃ

  • ৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ১৪,৯৯৯টাকা

পোকো এম৩ এর দাম – Poco M3 Price in Bangladesh

 পকো এম৩

পোকো এম৩ ফোনটি সাম্প্রতিক সময়ে বাজারে বেশ সাড়া ফেলেছে। ফোনটির ডিজাইন বাজারের অন্যান্য ফোনের চেয়ে বেশ রিফ্রেশিং বলা চলে। ৪৮মেগাপিক্সেল ক্যামেরা, ৬জিবি র‍্যাম ও ৬০০০মিলিএম্প এর সাথে যথেষ্ট শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর মিলিয়ে ফোনটি এর প্রাইস রেঞ্জের মধ্যে কেনার মত একটি ডিভাইসে পরিণত হয়েছে।

আরো জানুনঃ শাওমি রেডমি ফোনের দাম ২০২২

পোকো এম৩ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৩ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প

পোকো এম৩ পোকো মোবাইল দাম

  • ৬জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ১৭,৪৯৯টাকা
  • ৬জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ১৮,৪৯৯টাকা

আরো জানুনঃ রিয়েলমি ফোনের দাম ২০২২

পোকো মোবাইল ৫জি – পোকো এম৩ প্রো ৫জি এর দাম

পকো ফোন দাম - poco m3 pro

নতুন ডিজাইন ও নতুন প্রসেসর নিয়ে বাজার দাপিয়ে বেড়াচ্ছে পোকো এম৩ প্রো ফোনটি। মিডিয়াটেক এর নতুন, ডাইমেনসিটি ৭০০ প্রসেসের কল্যাণে মাত্র ২৪হাজার টাকা বাজেটের মধ্যে ৫জি সুবিধা প্রদান সক্ষম ফোনটি। এছাড়াও ফোনটিতে ৪৮মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা সেটাপ দিতে কার্পণ্য করেনি পোকো।

পোকো এম৩ প্রো ৫জি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ ৫জি
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

পোকো এম৩ প্রো ৫জি এর দাম – Poco M3 Pro 5G Price in Bangladesh

  • ৬জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ২৩,৯৯৯টাকা

আরো জানুনঃ ২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন (২০২২)

পোকো এক্স৩ প্রো এর দাম – Poco X3 Pro Price in Bangladesh

পোকো এক্স৩ প্রো এর দাম - Poco X3 Pro Price in Bangladesh

পোকো এক্স৩ প্রো ফোনটি বাজারে আসার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এর স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসরের কারণে। পোকো এফ১ ফোনটি বাজারে আনার মাধ্যমে শাওমি যে পরিমাণ হাইপ তৈরী করতে সক্ষম হয়েছিলো, তারই পুনরাবৃত্তি দেখা গিয়েছিলো পোকো এক্স প্রো ফোনটির মাধ্যমে।

ফোনটির হেডলাইন ফিচার, এর প্রসেসরের পাশাপাশি এই পোকো মোবাইল এ রয়েছে বেশ কার্যকর ক্যামেরা সেটাপ। এছাড়াও ফোনটির ১২০হার্জ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লের কথা না বললেই নয়। এসবের পাশাপাশি এই ফোনটিকে ৩৩ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, যা ফোনটিকে এক ঘন্টার কম সময়ে ফুল চার্জ করতে সক্ষম।

পোকো এক্স৩ প্রো এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬০
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ২০মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৬জিবি/৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৫১৬০মিলিএম্প

আরো জানুনঃ ১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন

পোকো মোবাইল পোকো এক্স৩ প্রো এর দামঃ

  • ৬জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ২৯,৯৯৯টাকা
  • ৮জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ৩১,৯৯৯টাকা

পোকো ব্র‍্যান্ডের কোন ফোনটি আপনার সবচেয়ে পছন্দের? আমাদের জানান কমেন্ট সেকশনে।

পোকো মোবাইল সম্পর্কিত সাধারণ প্রশ্নসমুহ

পোকো কোন দেশের মোবাইল ব্র্যান্ড ?

পোকো চীনের একটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। ২০১৮ সালের আগস্ট মাসে শাওমি’র সাব-ব্র্যান্ড হিসেবে পোকোফোন ১ দ্বারা যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি।

পোকো কি শাওমি’র সাব-ব্রান্ড?

শাওমি’র সাব-ব্রান্ড হিসেবে যাত্রা শুরু করলেও ২০২০ সালের জানুয়ারী মাসে নিজেদের স্বাধীন ব্র্যান্ড হিসেবে ঘোষণা করে পোকো। তবে এখনও শাওমি’র ফোন রিব্র্যান্ডেড করে বাজারে আনে প্রতিষ্ঠানটি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *