কম দামে ভালো ফোন ২০২৪

প্রযুক্তির উন্নতির সাথে সাথে হাতের নাগালে চলে আসছে সকল পণ্য। এরই ধারাবাহিকতায় কম দামেই পাওয়া যাচ্ছে অসাধারণ সব কম দামে ভালো ফোন গুলো। প্রতিযোগিতা বেড়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে। ফলস্বরূপ পাওয়া যাচ্ছে অল্প দামে ভালো স্মার্টফোন। এগুলো থেকে বেশি উপকৃত হচ্ছেন সাধারণ ক্রেতাগণ।

দেশের বাজারে অফিসিয়ালি বেশ কিছু কম দামে ভালো ফোন পাওয়া যাচ্ছে। এসব “ভ্যালু ফর মানি” ফোন এর ক্ষেত্রে কম দামে অসাধারণ স্পেসিফিকেশন এর দেখা মিলছে ডিভাইসগুলোতে। চলুন জেনে নেওয়া যাক সেরা কিছু কম দামে ভালো ফোন সম্পর্কে।

স্যামসাং গ্যালাক্সি এ০৪

Galaxy A04

২০২২ সালে বাজারে আসা সবথেকে জনপ্রিয় ফোন স্যামসাং গ্যালাক্সি এ০৪। ৬.৫ ইঞ্চির ডিসপ্লের এই ফোনটি দেখতে বেশ আধুনিক এবং সুন্দর। মূলত বাজেটে ভালো ক্যামেরা দেয়ার চেষ্টা করেছে স্যামসাং এই ফোনের মাধ্যমে। এই দামেও তার ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ দিয়েছে। সামনে আছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পারফর্মেন্স দিচ্ছে একটি অক্টাকোরের প্রসেসর, সেই সাথে আছে স্যামসাংয়ের ওয়ান ইউআই। এটি আপনি একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ তে আপডেট করে ফেলতে পারবেন। আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে ব্যবহার করা হয়েছে টাইপ সি পোর্ট। ৫০০০ মিলিএম্পের বিশাল ব্যাটারি থাকায় চার্জ ব্যাকাপ নিয়েও কোন চিন্তা করতে হবে না। কাজেই যারা স্বল্প বাজেটে একটি ক্যামেরা ফোন খুঁজছেন তাদের জন্য সেরা একটি পছন্দ হতে পারে এটি। সেই সাথে সুন্দর ডিজাইন ও বাড়তি বেশ কিছু ফিচার তো থাকছেই।

একনজরে স্যামসাং গ্যালাক্সি এ০৪ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • প্রসেসরঃ অক্টাকোর 
  • র‍্যামঃ ৩ জিবি
  • স্টোরেজঃ ৩২ জিবি
  • মেইন ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (৫০ + ২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
  • দামঃ ১৪,৪৯৯ টাকা

ওয়ালটন অরবিট ওয়াই২১

Orbit Y21

পারফর্মেন্স এবং ফিচার দুই দিক থেকেই বর্তমান বাজারে অন্যতম সেরা বাজেট ফোন ওয়ালটন অরবিট ওয়াই২১। এই ফোনে এমন কিছু ফিচার দেয়া হয়েছে যা মূলত আরও বেশি দামী ফোনে দেখা যায়। ৬.৬ ইঞ্চির বড় ডিসপ্লেতে আপনি ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৮০ হার্টজের টাচ স্যামপ্লিং রেট পেয়ে যাবেন যা এই বাজেটে নেই আর কোন ফোনে। ইউনিসক টাইগার টি৬০৬ অক্টাকোর প্রসেসরের সাথে আছে ৪ জিবি র‍্যাপিড মেমরি। ফলে পারফর্মেন্স পাওয়া যায় বেশ স্মুথ। পাশে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডুয়াল ক্যামেরা সেটআপ আছে পিছনে। পাবেন ৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৫০০০ মিলিএম্পের বিশাল ব্যাটারিও রয়েছে ফোনটিতে। সব মিলিয়েই এই ফোনটি খুবই ভারসাম্যপূর্ণ একটি ফোন। ফোনটি তাই বাজারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

একনজরে ওয়ালটন অরবিট ওয়াই২১ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ টাইগার টি৬০৬ 
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • মেইন ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (৮ + ২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
  • দামঃ ৮,৪৯৯ টাকা

ইনফিনিক্স হট ১২ প্লে

Hot 12 Play

কম দামে সেরা ব্যাটারির ফোন বর্তমানে ইনফিনিক্স হট ১২ প্লে। ৬০০০ মিলিএম্পের বিশাল ব্যাটারি দিয়ে বাজেট রেঞ্জের বাজারে সকলের নজর কেড়েছে ফোনটি। বিশাল সাইজের এই ফোনটির ডিসপ্লে ৬.৮২ ইঞ্চি। কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন এখানে। শুধু তাই নয় ৯০ হার্টজের হাই রিফ্রেশ রেটও রয়েছে এই ডিসপ্লেতে। এছাড়া পারফর্মেন্স দিচ্ছে অক্টাকোরের একটি প্রসেসর। ফোনটি পাবেন ৪ জিবি র‍্যামের সাথে। ডুয়াল ক্যামেরা সেটআপের ফোনে মূল ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেলের যা বেশ ভালো ছবি তুলতে সক্ষম। সামনে আছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মাইক্রোএসডি কার্ড সহ বিভিন্ন বাড়তি সুবিধাও পাওয়া যাবে এই ফোনে। সব মিলিয়ে অসাধারণ একটি ফোন এটি।

একনজরে ইনফিনিক্স হট ১২ প্লে এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৮২ ইঞ্চি
  • প্রসেসরঃ অক্টাকোর
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • মেইন ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (১৩ মেগাপিক্সেল + ভিজিএ)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৬০০০ মিলিএম্প
  • দামঃ ১২,৯৯৯ টাকা

সিম্ফোনি ইনোভা ১০

Innova 10

৬.৬ ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লের সাথে সুন্দর ডিজাইন মিলে এই ফোনটি একদম প্রিমিয়াম একটি ফোনের অভিজ্ঞতা আপনাকে দিতে পারবে। সম্প্রতি বাজারে আসা সিম্ফনির এই বাজেট ফোনটি ডিজাইনের দিক থেকে এই বাজেটের অন্যান্য ফোন থেকে অনেকটাই এগিয়ে। ফোনের পারফর্মেন্সের দিকে বিশেষ নজর রাখা হয়েছে। দেয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও জি৩৫ চিপ। দৈনন্দিন কাজে ভালো পারফর্মেন্স ছাড়াও টুকটাক গেমিং করা যাবে এই ফোনে। ৪ জিবি র‍্যাম থাকায় সকল কাজই বেশ স্মুথ। ক্যামেরার দিক থেকেও পিছিয়ে নেই ফোনটি। ৫২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা রয়েছে পিছনে। এছাড়া ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও পাবেন। ব্যবহার করা হয়েছে ৫০৫০ মিলিএম্পের বড় একটি ব্যাটারি। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় ব্যাকাপ এবং চার্জ নিয়ে কোন চিন্তা থাকছে না। বাড়তি ফিচার হিসেবে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সব মিলিয়ে অসাধারণ সব ফিচার দিচ্ছে এই ফোনটি।

একনজরে সিম্ফোনি ইনোভা ১০ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • মেইন ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (৫২ মেগাপিক্সেল + ম্যাক্রো)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০৫০ মিলিএম্প
  • দামঃ ১০,৯৯৯ টাকা

সিম্ফোনি জেড৬০

Z60

সিম্ফোনির সুন্দর দেখতে আরেকটি জনপ্রিয় বাজেট ফোন জেড৬০। ফোনটির মিনিমালিস্টিক ডিজাইন যে কারোরই ভালো লেগে যাবে। সামনের ৬.৬ ইঞ্চির ডিসপ্লেতে রয়েছে ৯০ হার্টজ হাই রিফ্রেশ রেট। পারফর্মেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ইউনিসকের টাইগার টি৬০৬ মডেলের চিপ। বাজেট ফোনে ভালো পারফর্মেন্স দিতে বেশ ভালো একটি চিপ এটি। ৩ ও ৪ জিবি র‍্যামের ভ্যারিয়্যেন্টে পাওয়া যায় এই ফোন। ক্যামেরা সেকশনে বাড়তি নজর দেয়া হয়েছে। ৫২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ দিনের আলোতে খুব ভালো ছবি তুলতে সক্ষম। এছাড়া ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারি থাকায় অনেকক্ষণ ব্যাকাপ পাওয়া যায়। আছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও। ফোনটির স্পিকার বেশ ভালো ও লাউড। কাজেই কন্টেন্ট ওয়াচিং বা মিউজিক প্লেয়িংয়ে ভালো অভিজ্ঞতা পাবেন সহজেই। সব মিলিয়ে ভালো কিছু ফিচার দিচ্ছে ফোনটি খুব কম বাজেটের মধ্যেই।

একনজরে সিম্ফোনি জেড৬০ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক টাইগার টি৬০৬
  • র‍্যামঃ ৩/৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • মেইন ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (৫২ + ২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
  • দামঃ ৯,৯৯৯ টাকা (৩ জিবি + ৬৪ জিবি), ১০,৪৯৯ টাকা  (৪ জিবি + ৬৪ জিবি)

টেকনো স্পার্ক গো ২০২৩

Spark Go 2023

সুন্দর ও ট্রেন্ডি ডিজাইনের এই বাজেট ফোনটি মূলত মাল্টিটাস্কিং করার ক্ষেত্রে আপনাকে বাড়তি সুবিধা দেবে। ৬.৬ ইঞ্চির বড় ডিসপ্লে আছে এই ফোনে যেখানে কন্টেন্ট ওয়াচিংয়ে ভালো অভিজ্ঞতা পাবেন। এছাড়া ফোনটির সবথেকে আকর্ষণীয় দিক এর র‍্যাম। ৪ জিবি ফিজিক্যাল র‍্যাম ছাড়াও পাবেন আরও ৩ জিবি এক্সটেন্ডেড র‍্যাম। অর্থাৎ ৭ জিবি র‍্যামে খুবই স্মুথলি মাল্টিটাস্কিং করতে পারবেন। প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেকের হেলিও এ২২। পিছনে আছে ১৩ মেগাপিক্সলের ডুয়াল এআই ক্যামেরা। ব্যাটারি হিসেবে আছে ৫০০০ মিলিএম্পের ব্যাটারি। এছাড়া টাইপ সি পোর্ট থাকায় চার্জ দিতেও আধুনিক প্রযুক্তি পাবেন। নিরাপত্তার জন্য পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক দুটোই পাবেন। সব মিলিয়ে টেকনোর বাজেট ফোনের তালিকায় এই ফোনটি উপরের দিকেই থাকবে।

একনজরে টেকনো স্পার্ক গো ২০২৩ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও এ২২
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • মেইন ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (১৩ মেগাপিক্সেল + ভিজিএ)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
  • দামঃ ১০,৯৯০ টাকা

টেকনো পপ ৭

Pop 7

কম দামে ভালো ব্যাটারি ব্যাকাপ ও পারফর্মেন্স দিতে টেকনোর নতুন এই ফোনটি বাজারে এসেছে। ফোনটি ৬.৬ ইঞ্চির বড় ডিসপ্লে ব্যবহার করছে। আছে একটি অক্টাকোরের প্রসেসর এবং ২ জিবি র‍্যাম। তবে র‍্যাম এক্সপ্যান্সন প্রযুক্তির মাধ্যমে গ্রাহক ৪ জিবি র‍্যাম উপভোগ করতে পারবেন। ফোনে অ্যান্ড্রয়েড গো অপারেটিং সিস্টেম ব্যবহার করায় সব কাজ স্মুথলি করে ফেলা যায়। এছাড়া ক্যামেরা হিসেবে আছে ৮ মেগাপিক্সলের ডুয়াল ক্যামেরা সেটআপ। সামনে আছে ৫ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ভালো ব্যাকাপ দিতে আছে ৫০০০ মিলিএম্পের বিশাল একটি ব্যাটারি। একদিনের বেশি ব্যাটারি ব্যাকাপ পাওয়া যাবে এর মাধ্যমে। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক ব্যবহার করতে পারবেন নিরাপত্তার জন্য। ফোনটির ডিজাইনও আপনার নজর কাড়বে।

একনজরে টেকনো পপ ৭ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ অক্টাকোর
  • র‍্যামঃ ২ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • মেইন ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (৮ মেগাপিক্সেল + ০.০৮ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
  • দামঃ ৯,৬৯০ টাকা

রিয়েলমি সি৩৩

C33

বাজেটে রিয়েলমির জনপ্রিয় ফোন সবসময়ই থাকে। রিয়েলমি সি৩৩ ফোনটি মূলত এন্টারটেইনমেন্ট ও ক্যামেরার দিকে বিশেষ নজর রেখে বাজারে এনেছে তারা। কন্টেন্ট ওয়াচিংয়ে ভালো অভিজ্ঞতা দিতে ফোনে আছে ৬.৫ ইঞ্চির খুবই ভালো কোয়ালিটির একটি এলসিডি ডিসপ্লে। ৪০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস পাবেন এই ডিসপ্লেতে। পারফর্মেন্স দিতে আছে ইউনিসকের টি৬১২ প্রসেসর। ফলে দৈনন্দিন কাজগুলো সহজেই করে ফেলা যায়। ক্যামেরায় সেরা পারফর্মেন্স দিতে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ। দিনের আলোতে খুব ভালো ছবি তুলতে পারে মূল ক্যামেরাটি। পেয়ে যাবেন ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও। ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারি সারাদিন ব্যাকাপ দিতে সক্ষম। আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, এসডি কার্ড ইত্যাদি ফিচারও। সব মিলিয়ে এটি বেশ ভালো একটি বাজেট ফোন।

একনজরে রিয়েলমি সি৩৩ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক টি৬১২
  • র‍্যামঃ ৩/৪ জিবি
  • স্টোরেজঃ ৩২/৬৪ জিবি
  • মেইন ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (৫০ মেগাপিক্সেল + ০.৩ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
  • দামঃ ১২,৯৯৯ টাকা (৩ জিবি + ৩২ জিবি), ১৪,৯৯৯ টাকা (৪ জিবি + ১২৮ জিবি)

শাওমি রেডমি এ১ প্লাস

Redmi A1+

বর্তমানে বাজারে সবথেকে কম দামে সেরা ফিচার দিচ্ছে শাওমির রেডমি সিরিজের এই ফোনটি। সুন্দর ডিজাইনের এই ফোনে আছে বেশ কিছু ভালো ফিচার। ৬.৫২ ইঞ্চির একটি ব্রাইট আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে সামনে। ফোনটির পিছনে একটি টেক্সচারড ডিজাইন ব্যবহার করা হয়েছে যা অন্যান্য ফোন থেকে আলাদা। পিছনে আছে ৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। আর সামনে পাবেন ৫ মেগাপিক্সেলের সেলফি সেন্সর। এছাড়া পারফর্মেন্সের ক্ষেত্রে ফোনটিতে আছে মিডিয়াটেকের হেলিও এ২২ চিপ। ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজে পাওয়া যাচ্ছে এই ফোন। আছে ৫০০০ মিলিএম্পের বড় একটি ব্যাটারি। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মাইক্রোএসডি ইত্যাদি নানা ফিচারেও ফোনটি স্বয়ংসম্পূর্ণ।

একনজরে শাওমি রেডমি এ১ প্লাস এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫২ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও এ২২
  • র‍্যামঃ ৩ জিবি
  • স্টোরেজঃ ৩২ জিবি
  • মেইন ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (৮ মেগাপিক্সেল + ০.০৮ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
  • দামঃ ১১,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এম০২

কম দামে ভালো ফোন - samsung m02

আপনার বাজেট যদি ১০ হাজার টাকার আশেপাশে হয় আর স্যামসাং এর ফোন আপনার পছন্দের হয়, তাহলে স্যামসাং গ্যালাক্সি এম০২ ফোনটি কিনতে পারেন। এই ফোনের ২জিবি র‍্যাম ও ৩জিবি র‍্যাম সংস্করণ থাকলেও সম্ভব হলে ২জিবি র‍্যাম ভার্সনটি এড়িয়ে চলুন। বর্তমানে বেশিরভাগ অ্যাপ ভালোভাবে ব্যবহারের জন্য ফোনে কম করে হলেও ৩জিবি র‍্যাম থাকা দরকার। স্যামসাং গ্যালাক্সি এম০২ ফোনটি স্যামসাং এর ফোন হওয়ায় এর সফটওয়্যার অপটিমাইজেশন অনেক ভালো। যার ফলে কাগজে কলমে আহামরি স্পেসিফিকেশন না থাকলেও ফোনটি বাজেট বিবেচনায় যথেষ্ট ভালো পারফরম্যান্স প্রদানে সক্ষম। এছাড়াও ফোনটিতে থাকা ৫০০০মিলিএম্প ব্যাটারি যেকোনো ধরনের ব্যবহারকারীর জন্য যথেষ্ট ব্যাকাপ প্রদানে সক্ষম।

একনজরে স্যামসাং গ্যালাক্সি এম০২ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক এমটি৬৭৩৯
  • র‍্যামঃ ২জিবি/৩জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
  • দামঃ ৮৫৯৯টাকা / ৯৯৯৯টাকা

⭐️⭐️ গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন ⭐️⭐️

স্যামসাং গ্যালাক্সি এম০২এস – কম দামে ভালো ফোন

কম দামে ভালো ফোন ২০২১

স্যামসাং এর ফ্যানদের জন্য ১৩হাজার টাকার প্রাইসের মধ্যেই রয়েছে সারপ্রাইজ, স্যামসাং গ্যালাক্সি এম০২এস ডিভাইসটি। স্যামসাং এর অসাধারণ সফটওয়্যার অপটিমাইজেশনকে সাথে নিয়ে ফোনটির কার্যকর প্রসেসর এর পারফরমেন্স নিয়ে কোনো ধরনের ব্যবহারকারীর সমস্যা হওয়ার কথা নয়।

আরো জানুনঃ ১০ হাজার টাকার মধ্যে ভালো ১০টি স্মার্টফোন

এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এম০২এস ফোনটিতে রয়েছে ভালো ক্যামেরা সেটাপ। ৪জিবি র‍্যাম এর কল্যাণে ফোনটিতে মাল্টিটাস্কিংয়েও কোনো সমস্যা পোহাতে হবেনা। কম দামে ভালো ফোন এর তালিকায় স্যামসাং এর এই ফোনটি অসাধারণ এক সংযোজন।

একনজরে স্যামসাং গ্যালাক্সি এম০২এস এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
  • দামঃ ১২,৪৯৯টাকা

ওয়ালটন প্রিমো আরএক্স৮ মিনি

আরএক্স৭ মিনি দিয়ে যে হাইপ তৈরি করেছিলো তা সাথে নিয়ে আরএক্স৮ মিনি ফোনটি বাজারে ছাড়ে ওয়ালটন। ফোনটি গ্রাহকের চাহিদা পূরণে সক্ষম হয় ও দেশীয় ব্র‍্যান্ড হিসাবে ওয়ালটন আবারও নতুন দৃষ্টান্ত স্থাপন করে। মাত্র ১৩হাজার টাকার ফোন হলেও কোনো ফিচার এর দিক দিয়ে কার্পণ্য করেনি ওয়ালটন।

অসাধারণ প্রসেসরযুক্ত এই ফোনটিতে ১২মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি একটি ৮মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর, যা এ দামে অনন্য। এছাড়াও ফোনটির ডিজাইন খুবই আকর্ষণীয়। আবার এই দামেও ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে ফোনটিতে। এই ধরনের ফোন বাজারে ভবিষ্যতে আরো আনতে পারলে দেশীয় ব্র‍্যান্ডগুলোর প্রতি মানুষের আস্থা বাড়বে।

একনজরে ওয়ালটন প্রিমো আরএক্স৮ মিনি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৩ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩৬০০মিলিএম্প
  • দামঃ ১২,৯৯৯টাকা

রিয়েলমি নারজো ৩০এ

রিয়েলমির নারজো সিরিজ মূলত কম দামে ভালো গেমিং ফোন ক্রেতাদের কথা মাথায় রেখে তৈরী। সেই সুবাদে ১৩হাজার টাকার ফোন, নারজো ৩০এ কম দামে ভালো ফোন এর এই তালিকায় স্থান করে নিয়েছে।

রিয়েলমি নারজো ৩০এ ফোনটির প্রধান আকর্ষণ হচ্ছে এর শক্তিশালী প্রসেসর, মিডিয়াটেক হেলিও জি৮৫। যারা কম দামে ভালো গেমিং ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি অসাধারণ পছন্দ হতে পারে। এছাড়াও যারা ভারি কাজে স্মার্টফোন ব্যবহার করে থাকেন, তাদের জন্য এই ফোনের শক্তিশালী প্রসেসর দারুণ সুবিধা প্রদান করবে। সেই সাথে ফোনটির বিশাল ব্যাটারিও এর একটি প্লাস পয়েন্ট বলা চলে। 

একনজরে রিয়েলমি নারজো ৩০এ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প
  • দামঃ ১২,৯৯০টাকা

👉 নকিয়া ফোনের দাম জানুন

মটোরোলা মটো জি৪০ ফিউশন – কম দামে সেরা ফিচার

২১হাজার টাকা দাম বিবেচনায় মটোরোলা মটো জি৪০ ফিউশন ফোনটি অসাধারণ সব ফিচার অফার করছে। ফোনটিতে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে ১২০হার্জ রিফ্রেশ রেট এর ডিসপ্লে। আবার কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি এর কল্যাণে ফোনটি থেকে অসাধারণ পারফরম্যান্স পাওয়া যাবে।

মটোরোলা মটো জি৪০ ফিউশন এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৮ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি
  • র‍্যামঃ ৪জিবি / ৬জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি / ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প

মটোরোলা মটো জি৪০ ফিউশন এর দাম

  • ৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ২০,৯৯৯টাকা
  • ৬জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ২৫,৯৯৯টাকা

কম দামে ভালো ফোন এর উক্ত তালিকা থেকে আপনার পছন্দের স্মার্টফোন কোনটি? আমাদের জানান কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

9 comments

    • আরাফাত বিন সুলতান Reply

      Most welcome! We hope you’ll enjoy our other posts as well.

  1. mamun Reply

    one plus Nord N 10 5g phn ta kmn hobe?amar ai phn ar bisoye temon idea nai.oneke bole j one plus phn valo.but ai badget ar moddhe nord 10 amar posondo.oneke abar ai model somporke bole j camera valona.jodi kono vai aktu details clear korten amar upokar hoto

  2. Rakib Hossain Reply

    Thank you for sharing for this wonderful Content it is very important for us. Thanks once again ❤

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *