কিভাবে ফেসবুকে লাইভ ভিডিও স্ট্রিমিং করবেন

২০১৫ সালে লাইভ স্ট্রিমিং ফিচার চালু করে ফেসবুক। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত এই ফিচারটি জনপ্রিয়তা একটুও কমেনি। বরং ফেসবুকে লাইভ স্ট্রিমিং এর জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে।

গতবছরের চেয়ে এই বছর ফেসবুক লাইভ ব্রডকাস্ট এর সংখ্যা বেড়েছে। এছাড়াও ফেসবুক এর প্রতি ৫টি ভিডিওর মধ্যে একটি লাইভ ভিডিও হওয়ার ব্যাপারটি থেকেই প্ল্যাটফর্মটিতে লাইভ স্ট্রিমিং এর জনপ্রিয়তা অনুমান করা যায়।

ফেসবুকে লাইভ ভিডিও জনপ্রিয় হওয়ার মূল কারণ বলা যায় এতে দর্শকদের অংশগ্রহণের সুযোগকে। লাইভ ভিডিওতে দর্শকরা লাইক, কমেন্ট, শেয়ার, এমনকি প্রশ্নও করতে পারে। যার ফলে সাধারণ ভিডিওর চেয়ে লাইভ ভিডিওতে এনগেজমেন্ট বেশি হয়ে থাকে।

ফেসবুকে যদি ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসেবে জনপ্রিয়তা অর্জন করতে চান, তাহলে লাইভ স্ট্রিমিং এর বিকল্প নেই। চলুন জেনে নেওয়া যাক কিভাবে ফেসবুক লাইভ ভিডিও স্ট্রিমিং করবেন।

ফেসবুকে লাইভ ভিডিও স্ট্রিমিং করার নিয়ম

মোবাইল ফোন ও কম্পিউটার, উভয় ডিভাইস থেকেই ফেসবুক লাইভ স্ট্রিমিং করা যায়। ফেসবুকে প্রোফাইল কিংবা পেজ হিসেবে প্রোফাইল, পেজ ও গ্রুপে লাইভস্ট্রিম করা যায়।

লাইভ ভিডিও চলাকালীন তা অন্যদের নিউজ ফিডে প্রদর্শিত হবে। অনেককে ফেসবুক থেকে নোটিফিকেশনও দেয়া হবে। এছাড়াও লাইভ শেষ হওয়ার পর উক্ত লাইভ ভিডিও নিউজ ফিড ও ফেসবুক ওয়াচ এ দেখানো হবে। লাইভ স্ট্রিমিং এর ব্রডকাস্ট শেষ হওয়ার পর লাইভ ভিডিও এর রেকর্ডিং এডিট করে শেয়ার করার সুযোগ থাকছে।

মোবাইল থেকে ফেসবুকে লাইভে যাওয়ার নিয়ম

ফেসবুকে লাইভ ভিডিও স্ট্রিমিং করার নিয়ম

চলুন জেনে নেওয়া যাক মোবাইল থেকে ফেসবুকে কিভাবে লাইভ স্ট্রিমিং করবেন। মোবাইল থেকে একাধিক উপায়ে ফেসবুক লাইভ স্ট্রিমিং করা যায়। প্রথমত ফেসবুক অ্যাপ ব্যবহার করে ফেসবুকে লাইভ স্ট্রিমিং করা যাবে। ফেসবুক অ্যাপ ব্যবহার করে লাইভ স্ট্রিমিং করতেঃ

  • যে পেজ, গ্রুপ, প্রোফাইল কিংবা ইভেন্টে লাইভ করতে চান সেটিতে প্রবেশ করুন
  • এরপর পোস্ট কম্পোজার এর নিচে থাকা Live বাটনে ক্লিক করুন
  • লাইভ ভিডিও এর ডেসক্রিপশন লিখুন, এছাড়াও বন্ধু, কলাবোরেটর ও লোকেশন ও ট্যাগ করতে পারেন
  • লাইভ ভিডিও শুরু করতে Start Live Video তে ক্লিক করুন
  • লাইভ স্ট্রিমিং করা শেষ হলে Finish এ ট্যাপ করুন

ফেসবুক এর ক্রিয়েটর স্টুডিও অ্যাপ ব্যবহার করেও লাইভ স্ট্রিমিং করা যায়।

আরো জানুনঃ ইউটিউব থেকে আয় করার উপায়

ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অ্যাপ ব্যবহার করে লাইভ স্ট্রিম করতেঃ

  • অ্যাপ থেকে Home বা Posts ট্যাব এ ট্যাপ করুন
  • ডানদিকের কর্নারে থাকা কম্পোজ আইকনে ক্লিক করুন
  • লাইভ পোস্ট এর অপশনটি সিলেক্ট করুন
  • লাইভ ভিডিও এর ডেসক্রিপশন লিখুন, এছাড়াও বন্ধু, কলাবোরেটর ও লোকেশন ও ট্যাগ করতে পারেন
  • লাইভ ভিডিও শুরু করতে Start Live Video তে ক্লিক করুন
  • লাইভ স্ট্রিমিং করা শেষ হলে Finish এ ট্যাপ করুন

কম্পিউটার থেকে ফেসবুক লাইভ স্ট্রিম করার নিয়ম

মোবাইলের মত কম্পিউটার থেকেও বিল্ট-ইন মাইক্রোফোন ও ওয়েবক্যাম ব্যবহার করে ফেসবুকে লাইভ স্ট্রিমিং করা যায়। এছাড়াও কম্পিউটার ব্যবহার করে লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে উন্নত যন্ত্রপাতি যুক্ত করার সুযোগ রয়েছে।

গ্রাফিক্স, স্ক্রিন-শেয়ারিংসহ অন্যসব অ্যাসেট ব্যবহার করে আপনার লাইভ স্ট্রিমকে নেক্সট লেভেলে নিয়ে যেতে ব্যবহার করতে পারেন স্ট্রিমল্যাবস বা ওবিএস এর মতো স্ট্রিমিং সফটওয়্যার। আপনি যে উপায়ই নির্বাচন করুন না কেন, প্রথমে আপনাকে লাইভ প্রডিউসার টুল ব্যবহার করতে হবে।

আরো জানুনঃ ফেসবুক পেজ জনপ্রিয় করার উপায়

বিল্ট-ইন ওয়েবক্যাম ও মাইক্রোফোন ব্যবহার করে কম্পিউটারে ফেসবুক লাইভ স্ট্রিমিং করতেঃ

  • কোনো ব্রাউজার থেকে ফেসবুক এ প্রবেশ করুন
  • নিউজ ফিডে থাকা “What’s on your mind?” স্ট্যাটাস ফিল্ডের নিচে থাকা Live Video আইকনে ক্লিক করুন
  • এরপর আপনাকে লাইভ প্রডিউসার টুল দেখানো হবে, সেখান থেকে ভিডিও সোর্স হিসেবে Use Camera সিলেক্ট করুন
  • স্ক্রিনের বাম সাইডে লাইভ ভিডিও এর জন্য টাইটেল ও ডেসক্রিপশন (অপশনাল) প্রদান করুন, এছাড়াও অন্য কাউকে কিংবা কোনো স্থানকে ট্যাগ করতে পারবেন বা Donate বাটনের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারেন
  • সেটিং সব করা হয়ে গেলে স্ক্রিনের বামদিকে থাকা Go Live বাটনে ক্লিক করুন

এনকোডার বা এনকোডিং সফটওয়্যার নামেও পরিচিত কিছু স্ট্রিমিং সফটওয়্যার লাইভ প্রডিউসার টুলে ব্যবহার করা যাবে। এসব সফটওয়্যার ফেসবুক এপিআই ব্যবহার করা  সরাসরি সফটওয়্যার থেকে ফেসবুক লাইভ স্ট্রিমিং এর সুবিধা করে দেয়।

এইসব সফটওয়্যার ব্যবহার করার নিয়ম সফটওয়্যার ভেদে ভিন্ন হয়ে থাকে। তাই প্রতিটি সফটওয়্যার দ্বারা ফেসবুক লাইভ স্ট্রিমিং করার পদ্ধতি ভিন্ন হয়ে থাকে। আপনি কি ধরনের লাইভ স্ট্রিমিং করতে চান তার উপর এসব সফটওয়্যার এর প্রয়োজনীয়তা নির্ভর করে। কিছু কিছু স্ট্রিমিং সফটওয়্যার ফ্রি ও ওপেন-সোর্স হয়ে থাকে।

আরো জানুনঃ ফেসবুক থেকে আয় করার উপায়

মেসেঞ্জার রুম থেকে লাইভ স্ট্রিম

আপনার মেসেঞ্জার রুম এ ঘটিত আলাপ যদি বিশ্বের সকলের সাথে শেয়ার করতে চান, সেক্ষেত্রে মেসেঞ্জার রুম লাইভ স্ট্রিমিং করার সুবিধাও রয়েছে। বর্তমানে শুধুমাত্র ক্রোম ব্রাউজার থেকেই মেসেঞ্জার রুম ব্রডকাস্ট করা যায়।

মেসেঞ্জার রুম এর ভিডিও লাইভস্ট্রিম করতেঃ

  • মেসেঞ্জার রুম চালু করার পর উপরে ডানদিকের কর্নারে থাকা Live এ ক্লিক করুন
  • লাইভ ভিডিও এর একটি ইচ্ছানুযায়ী টাইটেল প্রদান করুন
  •  এরপর লাইভ স্ট্রিমিং কোথায় দেখানো হবে, যেমনঃ পেজ, গ্রুপ বা প্রোফাইল, তা সিলেক্ট করুন
  • এরপর আপনার অডিয়েন্স সিলেক্ট করে Next চাপুন
  • এরপর রুম এ থাকা ব্যক্তিগণ লাইভ ভিডিওতে থাকার বা লাইভ ভিডিও ত্যাগ করার সিদ্ধান্ত নিতে পারেন
  • এছাড়াও রুম যিনি তৈরী করেছেন তিনিও চাইলে কাউকে রিমুভ করতে পারেন
  • লাইভ স্ট্রিমিং শুরু করতে Start এ ক্লিক করুন
  • লাইভ স্ট্রিমিং শেষ হলে উপরে ডানদিকের কর্নারে থাকা Live এ ক্লিক করুন, তারপর End এ ক্লিক করুন।

উল্লেখ্য যে কম্পিউটার থেকে ব্রাউজার বা স্ট্রিমিং সফটওয়্যার ব্যবহার করে লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে একটানা সর্বোচ্চ ৮ঘন্টা লাইভ করা যায়। অন্যদিকে মোবাইল থেকে একটানা ফেসবুক লাইভ স্ট্রিমিং করা যায় সর্বোচ্চ ৪ঘন্টা।

আরো জানুনঃ এফিলিয়েট মার্কেটিং কি, এফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আয় করার উপায়

ফেসবুকে লাইভে স্ক্রিন শেয়ার করার নিয়ম

লাইভস্ট্রিমের ক্ষেত্রে ক্যামেরার পাশাপাশি স্ক্রিন শেয়ারও করা যাবে। লাইভ স্ট্রিমিং এর সময় স্ক্রিন শেয়ার করতেঃ

  • ফেসবুকে প্রবেশ করে Live Video আইকনে ক্লিক করুন
  • লাইভ প্রডিউসার টুল দেখতে পাবেন
  • Use Camera সিলেক্ট করুন
  • সেটাপ মেন্যুতে প্রবেশ করে Start Screen Share সিলেক্ট করুন
  • আপনি যে কনটেন্ট শেয়ার করতে চান তা সিলেক্ট করে  Share এ ক্লিক করুন
  • Go Live এ ক্লিক করুন
  • স্ক্রিন শেয়ারিং বন্ধ করতে Stop Sharing Screen এ ক্লিক করুন।

জুম মিটিং ফেসবুক লাইভ করার নিয়ম

ওয়েবিনার এর ক্ষেত্রে জুম মিটিং ফেসবুকে লাইভস্ট্রিম করার দরকার হতে পারে। জুম মিটিং ফেসবুকে লাইভস্ট্রিম করতে প্রথমে নিম্নোক্ত সেটিংস করুন।

  • জুম ওয়েবসাইটে ওনার বা এডমিনিস্ট্রেটর হিসেবে লগিন করুন
  • Account Management এ ক্লিক করুন
  • Webinar Settings এ ক্লিক করুন
  • Edit এ ক্লিক করুন
  • “Allow host to live stream to webinars” অপশনটি চালু করে “Facebook” অপশনটি চালু করুন

আরো জানুনঃ ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

জুম মিটিং ফেসবুকে লাইভ স্ট্রিম করতেঃ

  • ওয়েবিনার শুরু করুন
  • মিটিং কন্ট্রোলস থেকে More এ ক্লিক করুন
  • Live on Facebook এ ক্লিক করুন
  • ফেসবুক একাউন্ট সাইন-ইন করা না থাকলে প্রথমে সাইন-ইন করুন
  • পেজ, প্রোফাইল বা গ্রুপ; কোথায় লাইভস্ট্রিম করতে চান তা সিলেক্ট করে Next চাপুন
  • Go Live এ ক্লিক করুন
  • লাইভ স্ট্রিম শুরু হলে জুম থেকে নোটিফিকেশন পাবেন
  • এরপর ওয়েবিনার শেষে লাইভস্ট্রিম সমাপ্ত করতে Stop Streaming in Zoom এ ক্লিক করুন বা মিটিং সমাপ্ত করুন।

ফেসবুকে লাইভ স্ট্রিমিং টিপস

ফেসবুক লাইভ স্ট্রিমিং

ফেসবুকে শুধুমাত্র নিয়মিত লাইভ স্ট্রিমিং করেই প্রোফাইল, পেজ বা গ্রুপের এনগেজমেন্ট এর বাড়ানো সম্ভব নয়। ফেসবুক লাইভ স্ট্রিম এর পুরোপুরি ফায়দা তুলতে হলে ফেসবুক লাইভ স্ট্রিমিং সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে।

প্রথমত, লাইভ ভিডিও বলে আপনার ভিডিও অপ্রস্তুত ভাবেই তৈরী করতে হবে, এমন কোনো কথা নেই। লাইভ স্ট্রিমিং এর আগেই লাইভ ভিডিও এর কনটেন্ট এর স্ক্রিপট তৈরি করতে পারেন। এর ফলে লাইভ স্ট্রিমিং এর সময় লাইভ ভিডিও এর কনটেন্ট নিয়ে আগে থেকেই নিশ্চিত থাকার পাশাপাশি অডিয়েন্স অসাধারণ অভিজ্ঞতা পায়।

আপনি যেহেতু লাইভ ভিডিও ব্রডকাস্ট করছেন, সেক্ষেত্রে কটূক্তি না নেতিবাচক মন্তব্যের শিকার হতেও পারেন। সেক্ষেত্রে বিচলিত না হয়ে বুদ্ধির সহিত এসব অবস্থাকে নিয়ন্ত্রণ করাই বুদ্ধিমানের কাজ। লাইভ ভিডিওতে সবসময় নিজেকে স্বচ্ছ প্রকাশ করার চেষ্টা করুন।

ফেসবুক লাইভ স্ট্রিমিং এ একের অধিক ব্যক্তিকে যুক্ত করা যায়। আপনার লাইভ ভিডিওতে অতিথি হিসেবে কাউকে রেখে দর্শকদের কাছ থেকে প্রশ্ন নিয়ে তার উত্তর প্রদানের মাধ্যমে অধিক এনগেজমেন্ট তৈরী করা সম্ভব। এছাড়াও বর্তমানে এই ধরনের প্রশ্নোত্তর বা ইন্টারভিউ ধরনের কনটেন্ট ভীষণ জনপ্রিয়।

সময়ের আগেই আপনি লাইভে আসার ব্যাপারটি আপনার অডিয়েন্সক জানিয়ে দিন। হঠাৎ করে লাইভে আসার চেয়ে অডিয়েন্সকে আগেই পোস্টের মাধ্যমে জানিয়ে রাখলে অডিয়েন্স এর মনে হাইপ এর সৃষ্টি হয় যা লাইভ স্ট্রিমিং দেখার দিকে অডিয়েন্সকে ধাবিত করে।

এছাড়াও লাইভ ভিডিওতে অডিয়েন্সকে সরাসরি সংযুক্ত করার চেষ্টা করুন। আপনার অডিয়েন্স যদি আপনার সাথে একই ভিডিওতে অংশগ্রহণের সুযোগ পায়, তাহলে সেই লাইভ তাদের কাছে অধিক গ্রহণযোগ্য হবে। তাই কমেন্টে দর্শকের মতামত নিন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *