আরেকটি দিন, আরও একটি স্মার্টফোন। এইচএমডি গ্লোবালের নতুন একটি এন্ট্রি-লেভেল এন্ড্রয়েড ফোন অনলাইনে ফাঁস হয়েছে, যেটি সম্বন্ধে এখনো অফিসিয়াল ঘোষণা আসেনি। তবে খুচরা পণ্য বিক্রয়ের ওয়েবসাইট বিএন্ডএইচ এর লিস্টিংয়ে ডুয়াল সিমের নতুন নকিয়া ২ ফোন উল্কার মত এক ঝলক দেখা গিয়েছে। যদিও এরপর সাইট থেকে ফোনটির লিস্টিং লুকিয়ে ফেলেছে বিএন্ডএইচ, তবে গুগলে সার্চ করলে তাদের সাইটের ক্যাশ করা ফলাফলে এখন পর্যন্ত দেখা মিলছে নকিয়া ২ ফোনের।
নকিয়া ২ সম্ভাব্য স্পেসিফিকেশন
- ৪.৭ ইঞ্চি ডিসপ্লে, ১২৮০ x ৭২০পি স্ক্রিন, ৩১২ পিপিআই
- এন্ড্রয়েড ৭.১ নোগাট ওএস
- ১.১ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ২১০ প্রসেসর
- ১জিবি র্যাম, ৮জিবি ইন্টারনাল স্টোরেজ
- মেমোরি কার্ড স্লট আছে কিনা তা নিশ্চিত না
- ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ
- ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- ৪০০০ এমএএইচ ব্যাটারি
- ডুয়াল সিম, ফোরজি
এর আগেও টুইটারে ফাঁস হয়েছিল নকিয়া ২।
Nokia 2 pic.twitter.com/IPp6Qvxp8o
— Evan Blass (@evleaks) September 14, 2017
সাদা এবং কালো, এই দুই রঙ নিয়ে নকিয়া ২ ফোনের সম্ভাব্য দাম হবে ৯৯ ডলার। বাংলাদেশে এটি ৮ হাজার টাকার আশেপাশে বিক্রি হবে বলে আশা করা যায়। ফোনটি দ্রুতই ঘোষিত হবে বলে ধারণা করা হচ্ছে।
কয়েকদিন আগে নকিয়া ব্র্যান্ডের নতুন একটি এন্ড্রয়েড ফোন অফিসিয়ালি প্রকাশিত হয়েছে যেটির মডেল নকিয়া ৭।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।