নকিয়া স্মার্টফোন সিরিজের নতুন একটি ডিভাইস ঘোষিত হয়েছে আজ। নকিয়া ৭ মডেলের এই এন্ড্রয়েড স্মার্টফোনে থাকছে চমৎকার সব ফিচার এবং ধরা হয়েছে তুলনামূলক কম দাম। বলাই বাহুল্য, এইচএমডি গ্লোবাল নামের ফিনল্যান্ডের একটি কোম্পানি নকিয়ার ব্র্যান্ড ব্যবহার করে এই ফোনটি বাজারজাত করছে। কী থাকছে নকিয়া ৭ স্মার্টফোনে? চলুন দেখি।
নকিয়া ৭ এর স্পেসিফিকেশন
- ৫.২ ইঞ্চি আইপিএস এলসিডি স্ক্রিন (১০৮০ x ১৯২০পি, ৪২৩পিপিআই)
- ডিসপ্লেতে গরিলা গ্লাস ৩ প্রটেকশন
- এন্ড্রয়েড ৭.১.১ নোগাট ওএস, যা এন্ড্রয়েড ৮ ওরিও আপডেট পাবে
- কোয়ালকম ২.২ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৬৩০ অক্টাকোর প্রসেসর
- ৪জিবি অথবা ৬জিবি র্যাম, ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ
- ডুয়াল সিম, সেকেন্ড সিম স্লটে মেমোরি কার্ড লাগানো যাবে (২৫৬জিবি পর্যন্ত)
- ১৬ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ডুয়াল এলইডি ফ্ল্যাশ
- ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- ব্যাক ও ফ্রন্ট ক্যামেরায় একত্রে ছবি তোলা যায় (যাকে বলে ‘বথি’)
- ফোনের পেছনের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
- ব্লুটুথ ৫, ফোরজি, ৩০০০ এমএএইচ ব্যাটারি
নকিয়া ৭ এর চকচকে অ্যালুমিনিয়াম বডি দেখতে অসাধারণ লাগবে। এটি গ্লোসি ব্ল্যাক ও ম্যাট হোয়াইট- এই দুই রঙে পাওয়া যাবে। ফোনটিতে সামনের দিকে থাকা কারও সাথে সাইড বাই সাইড ফোনের পেছনের ব্যক্তির ছবিও তোলা যাবে। একে এইচএমডি বলছে ‘বথি’ (বোথ বা উভয় থেকে এসেছে এই বথি শব্দ, যেটি সেলফির ডুয়াল ভার্সন বলা যায়)। ২৪ অক্টোবর থেকে চীনে বিক্রি শুরু হবে নকিয়া ৭ ফোন। ৪জিবি র্যামের ভার্সনের দাম হবে ৩৭৭ ডলার এবং ৬জিবি র্যামের ভার্সনের দাম হবে ৪০৭ ডলার।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।