আপনার চাকুরীটি কি রোবটের দখলে যাবে?

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ডেলয়েট এর গবেষণা অনুসারে অটোমেশন এর কারনে আগামী ২০ বছরের মধ্যে যুক্তরাজ্যের ৩৫% লোক কর্মহীন হয়ে পরবে । অর্থাৎ, এসব চাকুরীতে মানুষের বদলে রোবট বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়োগ দেয়া হবে।

মারটিন স্কুল, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এর মিশেল অসবর্ণ এবং কার্ল ফ্রে এই গবেষণালব্ধ তথ্য প্রকাশ করেছেন।

বেশ কয়েকটি মূল দক্ষতার উপর ভিত্তি করে প্রতিটি জব আটোমেশন কতটা সম্ভব তা হিসেব করেছেন মিশেল এবং ফ্রে। এর মধ্যে রয়েছে সামাজিক অনুভব ক্ষমতা, সন্ধি স্থাপন ব্যবস্থা, নির্দিষ্ট মতে বিশ্বাস, সহযোগী মনোভাব, উদ্ভাবনী শক্তি, শিল্প কলা, নিপুণতা, আবদ্ধ স্থানে কাজ করার ক্ষমতা প্রভৃতি।

গবেষকরা যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের কর্মজীবীদের ডেটাবেস থেকে মৌলিক ডেটা নিয়েছেন। যুক্তরাজ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কিছু জবও এই গবেষণায় আমলে নেয়া হয়েছে।

ঐ গবেষণা থেক প্রাপ্ত তথ্য অনুযায়ী সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে টেলিফোন সেলস এর চাকুরী। এক্ষেত্রে টেলিফোন অপারেটর হিসেবে ভবিষ্যতে মানুষের স্থলে রোবটদের নিয়োগ দেয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।

দ্বিতীয় স্থানে রয়েছে টাইপিস্ট বা কিবোর্ড কর্মীদের কাজ। এই চাকুরীটি রোবটদের দখলে চলে যাওয়ার সম্ভাবনা ৯৮.৫ শতাংশ।

তিন নম্বরে এসেছে লিগ্যাল সেক্রেটারির জব, যার অটোমেশন সম্ভাবনা ৯৭.৬ শতাংশ।

চার ও পাঁচে আছে যথাক্রমে ফিনান্সিয়াল একাউন্টস ম্যানেজার ও ওয়েটার, গ্রেডার সর্টার। এসব চাকুরীও রোবটের দখলে চলে যেতে পারে (৯৭.৬% সম্ভাবনা)।

এখানে ২৫টি জবের লিস্ট দেয়া হলো। দেখে নিন কোন চাকুরীটি রোবটদের দখলে যাওয়ার সম্ভাবনা কতটা।

Telephone salesperson 99.0%
Typist or related keyboard worker 98.5%
Legal secretary 97.6%
Financial accounts manager 97.6%
Weigher, grader or sorter 97.6%
Routine inspector and tester 97.6%
Sales administrator 97.2%
Book-keeper, payroll manager or wages clerk 97.0%
Finance officer 97.0%
Pensions and insurance clerk 97.0%
Bank or post office clerk 96.8%
Financial administrative worker (other) 96.8%
Non-governmental organisation (NGO) officer 96.8%
Local government administrative worker 96.8%
Library clerk 96.7%
Assembler and routine operative (other) 96.7%
Paper and wood machine operative 96.5%
Communication operator 96.5%
Telephonist 96.5%
Textile process operative 96.1%
Financial and accounting technician 95.9%
Receptionist 95.6%
Transport and distribution clerk 95.5%
Estimator, valuer or assessor 95.5%
Fishing or agricultural manual worker 95.4%

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *