৯ টাকায় ২জিবি ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক!

banglalink 9 taka 2 gb

বেশ কিছুদিন ধরেই কম দামে ইন্টারনেট অফার দেয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে মোবাইল অপারেটরগুলোর মধ্যে। তারই ধারাবাহিকতায় বাংলালিংক এবার নতুন এবং বন্ধ প্রিপেইড সংযোগে ২জিবি 3G ইন্টারনেট দিচ্ছে মাত্র ৯ টাকায়। তবে এজন্য আপনার ফোনে একবারে ১৯ টাকা রিচার্জ করতে হবে। এছাড়াও কথা বলুন যে কোন বাংলালিংক নাম্বারে ২৫ পয়সা/মিনিট এবং অন্য নাম্বারে ৬০ পয়সা/মিনিট কলরেট, দিন-রাত ২৪ ঘণ্টা।

আপনার বন্ধ সংযোগটি এই অফারের আওতাভুক্ত কিনা জানতে যে কোন বাংলালিংক সংযোগ থেকে আপনার নাম্বারটি টাইপ করে ফ্রি এসএমএস পাঠিয়ে দিন ৪৩৪৩ নাম্বারে।

 

২ জিবি ইন্টারনেট মাত্র ৯ টাকা:

  • নতুন অথবা বন্ধ প্রিপেইড সংযোগের গ্রাহকগণ ১৯ টাকা রিচার্জ করে স্পেশাল ট্যারিফের মেয়াদ থাকাকালীন সময়ে একাধিকবার ৯ টাকায় এই ইন্টারনেট ক্রয় করতে পারবেন
  • ২জিবি ইন্টারনেটের মাঝে সাধারণ ব্যবহারের জন্য থাকছে ১জিবি ইন্টারনেট (রাত ২টা থেকে দুপুর ২ট পর্যন্ত) এবং ফেসবুক ব্যবহারের জন্য থাকছে অবশিষ্ট ১জিবি ইন্টারনেট (দিন-রাত ২৪ ঘণ্টা)। ২জিবি ইন্টারনেট বোনাসের মেয়াদ ৩০ দিন
  • স্পেশাল ট্যারিফের মেয়াদ শেষে ২জিবি ইন্টারনেট প্যাক ক্রয় করলে রেগুলার চার্জ প্রযোজ্য হবে
  • এই প্যাকটি অ্যাক্টিভেট করতে ডায়াল *১৩২*৩১#
  • ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল *১২৪*৫০১#

 

নতুন এবং বন্ধ প্রিপেইড সংযোগে ১৯ টাকা রিচার্জে স্পেশাল কলরেট:

  • ১০ সেপ্টেম্বর, ২০১৫-এর পর থেকে চালুকৃত সকল বাংলালিংক প্রিপেইড সংযোগের গ্রাহকগণ এই অফারটি উপভোগ করতে পারবেন
  • ২৫ আগস্ট থেকে চালুকৃত নতুন সংযোগের গ্রাহকগণ যারা `আগস্ট নতুন সংযোগের’ অফারটি উপভোগ করেননি তারা ১০ সেপ্টেম্বর থেকে ১৯ টাকা রিচার্জে নতুন অফারটি উপভোগ করতে পারবেন
  • ৩০ জুলাই, ২০১৫ অথবা এর আগ থেকে অব্যবহৃত সকল প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকগণের (আই’টপ-আপ ব্যতীত) ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য
  • সকল গ্রাহকগণ নতুন এবং বন্ধ সংযোগে ১৯ টাকা রিচার্জে যে কোন বাংলালিংক নাম্বারে ২৫ পয়সা/মিনিট এবং অন্য অপারেটরে ৬০ পয়সা/মিনিট রেটে কথা বলতে পারবেন, দিন-রাত ২৪ ঘণ্টা (১ সেকেন্ড পাল্স প্রযোজ্য)
  • স্পেশাল কলরেটের মেয়াদ রিচার্জের দিনসহ ১০ দিন। মেয়াদকালীন সময়ে প্রতি ১৯ টাকা রিচার্জে বর্ধিত মেয়াদ প্রযোজ্য
  • অফারটি থেকে আন-সাবস্ক্রাইব করতে, নতুন অথবা বন্ধ সংযোগের ক্ষেত্রে *১৬৬*২৩৪# ডায়াল করতে হবে যা সেদিন রাত ১২টার পর প্রযোজ্য হবে। আন-সাবস্ক্রাইব করার পর রাত ১২টার পূর্বে যদি কোন গ্রাহক ১৯ টাকা রিচার্জ করেন তাহলে পরবর্তী ১০ দিন পর্যন্ত এই অফার উপভোগ করবেন
  • অফারটি থেকে আন-সাবস্ক্রাইব করার পর এই স্পেশাল অফারটি আর প্রযোজ্য হবে না
  • আন-সাবস্ক্রাইব করার পর গ্রাহক পুনরায় পূর্ববর্তী কলরেটে ফিরে যাবেন
  • নতুন সংযোগের ক্ষেত্রে অন্য কোন প্যাকেজে মাইগ্রেট করলে এই স্পেশাল রেট প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে, পুনরায় এই রেট পেতে *৯৯৯*১*১৪৬# ডায়াল করে একবারে ১৯ টাকা রিচার্জ করতে হবে

পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই অফার চলবে। আরও তথ্য জানতে বাংলালিংক ফোন থেকে কল করুন ১১১ নম্বরে। অথবা কোম্পানিটির ওয়েবসাইট ভিজিট করুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *