বস্তুর ওজন পরিমাপ করতে পারে হুয়াওয়েই এর নতুন স্মার্টফোন!

স্মার্টফোনের সাহায্যে কোনকিছুর ওজন নির্ণয় করার কথা ভেবেছেন কখনো? এমন একটি স্মার্টফোন উদ্ভাবন করেছে হুয়াওয়েই। বার্লিনে IFA সম্মেলনে হুয়াওয়েই একটি স্মার্টফোন প্রকাশ করেছে যার দ্বারা জনসমক্ষে একটি কমলা লেবুর ওজন পরিমাপ করে দেখিয়েছেন কোম্পানিটির একজন প্রতিনিধি।

‘মেট এস’ মডেলের এই এন্ড্রয়েড স্মার্টফোনটিতে প্রেসার সেনসিটিভ ফোর্স টাচ প্রযুক্তির ৫.৫ ইঞ্চি স্ক্রিন সংযুক্ত রয়েছে যার সাহায্যে সহজেই কোন বস্তুর ওজন পরিমাপ করা যায়। এটিকে কিছুটা আশ্চর্য মনে হতে পারে কিন্তু বাস্তবে এটিই সম্ভব করে দেখিয়েছেন হুয়াওয়েই এর প্রকৌশলীরা। সেটটির বিস্তারিত স্পেসিফিকেশন এই অফিশিয়াল সাইটে দেখতে পারেন।

অ্যাপলের নতুন স্মার্ট ঘড়িতে এই প্রযুক্তি রয়েছে এবং কিছুদিনের মধ্যেই অ্যাপলের নতুন স্মার্টফোনগুলোতে এই প্রযুক্তি চলে আসার কথা।

ভাল কথা, ব্যবহারকারী নিজে যদি হুয়াওয়েই মেট এস ফোনের স্ক্রিনের ওপর ওজন মাপতে দাঁড়িয়ে যান তখন কী হবে?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *