সনি এক্সপেরিয়া জেড৫ প্রিমিয়ামে থাকছে 4K স্ক্রিন!

সনির নতুন ফোন এক্সপেরিয়া জেড৫ হতে যাচ্ছে পৃথিবীর প্রথম স্মার্টফোন যার স্ক্রিন হবে ফোরকে কোয়ালিটির। Clubic.com সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে যা থেকে এই খবর জানা গেছে। সনির মার্কেটিং ডিরেক্টর তাদের ৫.২ ইঞ্চি এবং ৫.৫ ইঞ্চি পর্দা সম্বলিত ফোন বাজারে আনার খবর জানিয়েছেন।

ভিডিওটি বড় পর্দার ফোনটির দিকে বিশেষ ভাবে জোর দিয়েছে। 4K স্ক্রিনের সাথে থাকবে একটি ২৩ মেগাপিক্সেল ক্যামেরা যার ০.০৩ সেকেন্ডে স্বয়ংক্রিয় ফোকাস করার ক্ষমতা থাকবে। ঐ ভিডিওতে আরো জানা যায় যে, ফোনটির বডি ও এর USB কানেক্টরটি পানিরোধক হবে।

Xperia Z5 হবে সনির প্রথম স্মার্টফোন যার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেন্সর থাকবে। আরো জানা যায় যে সেটটিতে স্নাপড্রাগন ৮১০ প্রসেসর, ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি পর্যন্ত ইন্টারনাল মেমরি থাকবে। তবে সনি এই ফোন সম্পর্কে আরো অনেক তথ্য বার্লিনের IFA সম্মেলনে আগামী সপ্তাহে প্রকাশে করতে যাচ্ছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *