সনির নতুন ফোন এক্সপেরিয়া জেড৫ হতে যাচ্ছে পৃথিবীর প্রথম স্মার্টফোন যার স্ক্রিন হবে ফোরকে কোয়ালিটির। Clubic.com সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে যা থেকে এই খবর জানা গেছে। সনির মার্কেটিং ডিরেক্টর তাদের ৫.২ ইঞ্চি এবং ৫.৫ ইঞ্চি পর্দা সম্বলিত ফোন বাজারে আনার খবর জানিয়েছেন।
ভিডিওটি বড় পর্দার ফোনটির দিকে বিশেষ ভাবে জোর দিয়েছে। 4K স্ক্রিনের সাথে থাকবে একটি ২৩ মেগাপিক্সেল ক্যামেরা যার ০.০৩ সেকেন্ডে স্বয়ংক্রিয় ফোকাস করার ক্ষমতা থাকবে। ঐ ভিডিওতে আরো জানা যায় যে, ফোনটির বডি ও এর USB কানেক্টরটি পানিরোধক হবে।
Xperia Z5 হবে সনির প্রথম স্মার্টফোন যার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেন্সর থাকবে। আরো জানা যায় যে সেটটিতে স্নাপড্রাগন ৮১০ প্রসেসর, ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি পর্যন্ত ইন্টারনাল মেমরি থাকবে। তবে সনি এই ফোন সম্পর্কে আরো অনেক তথ্য বার্লিনের IFA সম্মেলনে আগামী সপ্তাহে প্রকাশে করতে যাচ্ছে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।