গ্রামীণফোন ৫জি এখন কোথায় পাওয়া যাচ্ছে? জানুন

বাংলাদেশে ৫জি যুগের সূচনা হয়েছে। দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোন (GP) এখন নির্বাচিত কিছু শহরে সীমিত পরিসরে ৫জি সেবা চালু করেছে। এই সেবা আপাতত রাজধানী ঢাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ লোকেশনসহ চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা এবং সিলেট শহরের কিছু অংশে পাওয়া যাচ্ছে।

প্রথমদিকে এসব লোকেশন বেছে নেওয়া হয়েছে যাতে ব্যবহারকারীরা সরাসরি ৫জি অভিজ্ঞতা নিতে পারেন এবং ধীরে ধীরে এটি সারাদেশে ছড়িয়ে দেওয়া যায়।

ঢাকায় গ্রামীণফোন ৫জি

ঢাকায় সবচেয়ে বিস্তৃতভাবে ৫জি চালু করেছে গ্রামীণফোন। রাজধানীর ভেতরকার গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র, সরকারি অফিস এলাকা, বিশ্ববিদ্যালয় ও জনপ্রিয় লোকেশনগুলোতে এখন হাই-স্পিড নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে।

বসুন্ধরা আবাসিক এলাকা, আজিজ সড়ক, গুলশান-১ ও গুলশান-২ মোড়, গুলশান থেকে ইউনাইটেড হাসপাতাল পর্যন্ত সড়ক, নিকেতন, বনানী এ-ব্লক, বারিধারা কূটনৈতিক এলাকা (রোড ৩–৬, রোড ৯–১১), কুড়িল ফ্লাইওভার ও ৩০০ ফিট রোড, পিঙ্ক সিটি, বারিধারা DOHS, মহাখালী ফ্লাইওভার, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, ইস্কাটন গার্ডেন, সচিবালয়, জিরো পয়েন্ট, দিলকুশা, কমলাপুর রেলস্টেশন, শাপলা চত্বর—এসব জায়গায় এখন ৫জি নেটওয়ার্ক ব্যবহার করা যাচ্ছে।

শুধু তাই নয়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, ধানমন্ডির আবাহনী ক্লাব এলাকা, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পাশ, আগারগাঁও আইডিবি ভবনের আশপাশ, মিরপুর ১০ গোলচত্বর, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, গাবতলী মাজার রোড, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বসিলা মোড়, কেরানীগঞ্জের ধোলাইপাড় ও কালীগঞ্জ বাজার, যাত্রাবাড়ী ধোলাইপাড় মোড়, উত্তরা সিটি কলেজ, আশুলিয়া, জাতীয় স্মৃতিসৌধ, সাভার ইপিজেড, হেমায়েতপুর, সাভারের ব্যাংকটাউন, তালবাগ, কাঠগড়া বাসস্ট্যান্ড, মোজারমিল বাসস্ট্যান্ড, এমনকি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কেও পাওয়া যাচ্ছে গ্রামীণফোন ৫জি।

grameenphone 5g

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

ঢাকার মতো ব্যস্ত শহরে এত বিস্তৃত কভারেজ নিঃসন্দেহে ডিজিটাল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

কক্সবাজারে ৫জি

পর্যটন নগরী কক্সবাজারেও চালু হয়েছে ৫জি। ডলফিন মোড়, সমিতিপাড়া এবং মেরিন ড্রাইভের প্রবেশমুখে এখন এই নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। কক্সবাজারে ভ্রমণে গিয়ে লাইভ ভিডিও বা দ্রুত ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা নিঃসন্দেহে ভিন্ন মাত্রা যোগ করবে।

চট্টগ্রামে ৫জি

চট্টগ্রাম শহরের অলঙ্কার মোড়, পতেঙ্গা সি-বিচ এবং কর্ণফুলী টানেল টোল প্লাজায় পাওয়া যাচ্ছে গ্রামীণফোনের ৫জি। শহরের যোগাযোগকেন্দ্রিক এই লোকেশনগুলোতে দ্রুত ইন্টারনেট ব্যবহার যাত্রী ও পর্যটকদের জন্য বেশ উপযোগী হবে।

রাজশাহীতে ৫জি

রাজশাহী শহরে ৫জি চালু হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে। রাজশাহী মেডিকেল কলেজ, আলুপট্টি, স্পুরা, কদমতলা মোড় ও কাদিরগঞ্জ মোড়ে। শিক্ষা ও স্বাস্থ্যসেবা কেন্দ্রিক এই এলাকাগুলোতে ৫জি ব্যবহার অনেক কার্যকর ভূমিকা রাখতে পারে।

রংপুরে ৫জি

রংপুর শহরের পাকামাথা, রংপুর সেনানিবাস, ধাপ ক্যান্টনমেন্ট রোড এবং ইসলামপুর-হনুমানতলা এলাকায় পাওয়া যাচ্ছে GP ৫জি। এ অঞ্চলগুলোর মানুষের ডিজিটাল যোগাযোগ এখন আরও দ্রুত ও নিরবচ্ছিন্ন হবে।

👉 গ্রামীণফোন ৫জি সম্পর্কে যে তথ্য আপনার জানা দরকার

বরিশালে ৫জি

বরিশালের নতুনবাজার মোড়, রূপাতলী হাউজিং, ধান গবেষণা রোড, গ্যাস টার্বাইন রোড এবং লঞ্চঘাট এলাকায় ৫জি চালু হয়েছে। নদীবন্দরের এই শহরে যাত্রী ও ব্যবসায়ীদের জন্য এটি নতুন সুযোগ সৃষ্টি করছে।

খুলনায় ৫জি

খুলনায় ৫জি চালু হয়েছে খুলনা মেডিকেল কলেজের প্রবেশপথ, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এবং গল্লামারী মোড়ে। গুরুত্বপূর্ণ যাতায়াতকেন্দ্রিক এই লোকেশনগুলোতে হাই-স্পিড নেটওয়ার্ক মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ করবে।

সিলেটে ৫জি

সিলেটে অনেক বিস্তৃতভাবে ৫জি চালু করেছে GP। সাহেবেরগাঁও, টুকেরবাজার, পাঠানটুলি, রোজভিউ হোটেল সংলগ্ন এলাকা, কাজল শাহ মেডিকেল রোড, সাদিপুর, পীর মহল্লা, পল্লবী ও পনিটুলা, জিন্দাবাজার, উজ্জীবন-২ আবাসিক এলাকা এবং ঘাসিটুলা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এখন গ্রামীণফোনের ৫জি পাওয়া যাচ্ছে।

সিলেটের দেশি-বিদেশি যোগাযোগে এই নেটওয়ার্ক বিশাল পরিবর্তন আনতে পারে।

যেসব এলাকায় গ্রামীণফোন ৫জি চালু হয়েছে সেসব এলাকার তালিকা জিপি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। আপনি চাইলে গ্রামীণফোনের এই পেজে তালিকাটি দেখতে পারেন।

👉 রবি ৫জি সম্পর্কে যা আপনার জানা উচিত

👉 5G চালু করলো রবি ও গ্রামীণফোন

৫জি ব্যবহার করতে কী লাগবে?

গ্রামীণফোনের ৫জি ব্যবহার করতে নতুন সিম লাগবে না। আপনার বর্তমান ৪জি সিমেই কাজ হবে। শুধু ফোনটা ৫জি সাপোর্টেড হতে হবে। ফোন সেটিংসে গিয়ে “5G” চালু করুন এবং একবার রিস্টার্ট দিন। কভারেজ এলাকায় থাকলে সঙ্গে সঙ্গে ৫জি নেটওয়ার্ক বার দেখতে পাবেন। সবচেয়ে ভালো বিষয় হলো—অতিরিক্ত খরচ ছাড়াই আপনার বর্তমান ডেটা প্যাকেই ৫জি ব্যবহার করতে পারবেন।

শেষকথা

ঢাকা থেকে শুরু করে বিভাগীয় শহর এবং কক্সবাজার পর্যন্ত গ্রামীণফোনের ৫জি নেটওয়ার্ক এখন ব্যবহারকারীদের হাতে নতুন অভিজ্ঞতা তুলে দিচ্ছে। শুরুতে সীমিত এলাকায় চালু হলেও ধীরে ধীরে এই সেবা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে।

যদি আপনি এই কভারেজ তালিকার ভেতরে কোথাও থাকেন, তবে আজই ৫জি চালু করে নতুন ইন্টারনেট স্পিড উপভোগ করতে পারেন। এটি নিঃসন্দেহে বাংলাদেশের ডিজিটাল যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। 

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,426 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *