পাঠকের লেখাঃ প্রবাসী জীবন (কবিতা)

Arafat Capturing HDD000065

প্রবাসী জীবন

হীরা আহমেদ জাকির

প্রবাস মানে,

  ভাগ্যের চাকা কর চেঞ্জ, দেশের উন্নয়নে প্রেরিত রেমিটেন্স।

  টাকার পেছনে দৌড়ানো ২৪ ঘন্টা, কোটি টাকার মালিক হবো স্বপ্ন দেখে মনটা॥

প্রবাস মানে,

  নতুন আশা নতুন প্রাণ, বন্ধুরা সব মিলে নতুন সুরে গান।

  বাবা মায়ের আদর থেকে বঞ্চিত, না দেখার যন্ত্রণায় কাঁদো অবিরত॥

প্রবাস মানে,

  মনের মানুষ কে দেয় ধোঁকা, আসছি আমি কর অপেক্ষা।

  জানি আমাকে ছাড়া তুমি নেই ভালো, তুমি আমার জীবন মরণ চাঁদের আলো॥

প্রবাস মানে,

  মা বাবা খুব অসুস্হ, দেশে যেতে হবে প্রিয় দোস্ত।

  কর্মস্হল থেকে বলবে নাই ছুটি, গ্রামবাসী দেবে মা বাবাকে মাটি॥

প্রবাস মানে,

  গভীর রাতে ডুকরে কেঁদে ওঠা, কি হয়েছে বন্ধু কিছুনা বাজে কয়টা।

  শান্তির বাণীতে বুঝাবে বন্ধু , প্রবাস জীবন এমনই কেন ভাবো শুধু॥

এই কবিতাটি পাঠিয়েছেন আমাদের প্রবাসী বন্ধু হীরা আহমেদ জাকির। তিনি সৌদি আরবে থাকেন। আমরা তার অনুভূতির প্রতি সম্মান জানাই।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *