পাঁচ বছর অতিক্রম করল এন্ড্রয়েড!

দেখতে দেখতে পাঁচ বছর অতিক্রম করল গুগলের এন্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেম। পাঁচ বছর আগে, ২৩ সেপ্টেম্বর ২০০৮ সালে ওপেন সোর্স এই প্রজেক্ট উন্মোচন করেছিল ওয়েব জায়ান্ট। সেই সাথে গুগলের প্রথম এন্ড্রয়েড স্মার্টফোন টি-মোবাইল জি১ ও বাজারে এসেছিল, যা এইচটিসি ড্রিম নামেও পরিচিত। টি-মোবাইল জি১ হচ্ছে এন্ড্রয়েড চালিত প্রথম কমার্শিয়াল প্রোডাক্ট।

প্রথম এন্ড্রয়েড স্মার্টফোনটি তেমন আহামরি কোন সাড়া ফেলতে না পারলেও এন্ড্রয়েড সফটওয়্যার বদলে দিয়েছে বিশ্বকে। সেই থেকে এখন পর্যন্ত ১ বিলিয়নের বেশি এন্ড্রয়েড ফোন এক্টিভেট করা হয়েছে এবং এটিই বিশ্বের ১ নম্বর মোবাইল ওএস।

জুলাই ২০১৩ পর্যন্ত পৃথিবীময় স্মার্টফোন মার্কেটের প্রায় ৬৪% হচ্ছে এন্ড্রয়েডের দখলে। প্রায় ১১,৮৬৮ মডেলের ভিন্ন ভিন্ন ডিভাইসে ওএসটি চালু রয়েছে।

গুগল প্লে হচ্ছে এন্ড্রয়েডের অফিসিয়াল অ্যাপ্লিকেশন স্টোর। প্রথমদিকে এন্ড্রয়েড মার্কেট বলে পরিচিত এই পোর্টাল থেকে মে ২০১৩ পর্যন্ত ৪৮ বিলিয়ন অ্যাপ ইনস্টল করা হয়েছে।

এন্ড্রয়েডের সকল ভার্সনের নাম ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে রাখা হয়। ৪ সেপ্টেম্বর ২০১৩ পর্যন্ত ওএসটির বিভিন্ন ভার্সনের মার্কেট শেয়ার নিম্নরূপ।

ভার্সন কোড নাম মুক্তির তারিখ এপিআই লেভেল মার্কেট শেয়ার
৪.৪ কিটকাট N/A ১৯ ০%
4.3 জেলি বিন ২৪শে জুলাই, ২০১৩ ১৮ ০%
৪.২.x জেলি বিন ১৩ই নভেম্বর, ২০১২ ১৭ ৮.৫
৪.১.x জেলি বিন ৯ই জুলাই, ২০১২ ১৬ ২.৭%
৪.০.৩ – ৪.০.৪ আইস ক্রীম স্যান্ডউইচ ১৬ই ডিসেম্বর, ২০১১ ১৫ ২৫.৮%
৩.২ হানিকম্ব ১৫ই জুলাই, ২০১১ ১৩ ১.৪%
৩.১ হানিকম্ব ১০ই মে, ২০১১ ১২ ০.৪%
২.৩.৩-২.৩.৭ জিনজারব্রেড ৯ই ফেব্রুয়ারি, ২০১১ ১০ ৫৩.৯%
২.৩-২.৩.২ জিনজারব্রেড ৬ই ডিসেম্বর, ২০১০ ০.৩%
২.২ ফ্রোয়ো ২০শে মে, ২০১০ ১২.০%
২.০-২.১ ইক্লেয়ার ২৬শে অক্টোবর, ২০০৯ ৩.১%
১.৬ ডোনাট ১৫ই সেপ্টেম্বর, ২০০৯ ০.৩%
১.৫ কাপকেক ৩০শে এপ্রিল, ২০০৯ ০.১%

অভ্যন্তরীনভাবে ওএসটির আরো দুটি ভার্সন ছাড়া হয়েছিল যা “এসট্রো” এবং “বেন্ডার” নামে পরিচিত। এই নামদুটিও বর্নানুক্রমিক।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *