১ মাস স্ট্যান্ডবাই টাইম নিয়ে আসছে ২৯ ডলারের নকিয়া ১০৮ ক্যামেরাফোন

Nokia 108মাইক্রোসফটের নিকট মোবাইল ডিভাইস ও সার্ভিস ইউনিট বিক্রি করে দেয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে নতুন ফিচারফোন বাজারের আনার ঘোষণা দিল নকিয়া। ১০৮ মডেলের এই সেটটির সিঙ্গেল ও ডুয়াল সিম- উভয় ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। এর দাম ঘোষণা করা হয়েছে মাত্র ২৯ মার্কিন ডলার।

নকিয়ার এই ১০৮ মডেলের এন্ট্রি লেভেল ফিচার ফোনে ১.৮ ইঞ্চি ৬৫কে কালার টিএফটি স্ক্রিন আছে। ফোনটিতে আরও থাকছে স্টিল ইমেজ/ভিডিও রেকর্ডে সক্ষম ভিজিএ ক্যামেরা, ৩২জিবি মাইক্রোএসডি কার্ড সাপোর্ট,  এমপিথ্রি-ভিডিও প্লেয়ার, এফএম রেডিও, স্নেক গেম, এলার্ম, ফ্ল্যশলাইট, ব্লুটুথ-স্ল্যাম শেয়ারিং প্রভৃতি।

নকিয়া ১০৮ ফোনের সিঙ্গেল সিম ভ্যারিয়েন্টে ৩১ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই ব্যাটারি ব্যাকআপ; ১৩.৮ ঘন্টা পর্যন্ত টকটাইম এবং সর্বোচ্চ ৪৫ ঘন্টা মিউজিক প্লেব্যাক টাইম পাওয়া সম্ভব হবে বলে জানিয়েছে এর নির্মাতা। তবে ডুয়েল সিম ভ্যারিয়েন্টের ক্ষেত্রে স্ট্যান্ডবাই টাইম ২৫ দিন পর্যন্ত হবে।

লাল, কালো, সাদা, সায়ান এবং হলুদ- এই পাঁচ রঙে আসবে নকিয়া ১০৮ ফোন। আর এটি বাজারে আসবে চলতি বছর চতুর্থ প্রান্তিকে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *