নতুন ‘রোবোকপ’ মুভির প্রথম ট্রেলার উন্মুক্ত

robocop১৯৮৭ সালের সাড়া জাগানো অ্যাকশনধর্মী সায়েন্স ফিকশন মুভি “রোবোকপ” নতুনভাবে আবারও নির্মিত হচ্ছে। নতুন রোবোকপ এর প্রথম ভার্সনের চেয়ে আরও বড় বাজেট ও হাই-কনসেপ্ট কাহিনী নিয়ে তৈরি। আগামী বছর ৭ ফেব্রুয়ারি মুভিটি মুক্তি পাবে। কিন্তু আপনি এখনই এর ট্রেলার দেখে ছবিটি সম্পর্কে ধারণা নিতে পারেন। এখানে নতুন রোবোকপের প্রথম অফিসিয়াল ট্রেলার এম্বেড করে দেয়া আছে। প্লে করে দেখে নিতে ভুল হয়না যেন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *