কোরিয়ান ইলেকট্রনিকস কোম্পানি স্যামসাং তাদের গ্যালাক্সি নোট রেঞ্জের নতুন দুটি ডিভাইস বাজারে আনার ঘোষণা দিয়েছে। একটি হচ্ছে গ্যালাক্সি নোট ১০.১ (২০১৪ এডিশন) এবং অন্যটি গ্যালাক্সি নোট ৩; উভয় গেজেটেই পূর্বেকার ভার্সন থেকে বেশ কিছু উন্নয়ন আনা হয়েছে। চলুন জেনে নিই এদের উল্লেখযোগ্য বৈশিষ্টসমূহ।
গ্যালাক্সি নোট ১০.১ (২০১৪ এডিশন)
গত বছর লঞ্চ করা গ্যালাক্সি নোট ১০.১ ভার্সন থেকে সর্বশেষ ঘোষিত এই ট্যাবলেটে দারুণ কিছু উন্নয়ন এসেছে। ট্যাবলেটটির পুরাতন সংস্করণে ১২৮০ x ৮০০ রেস্যুলেশনের স্ক্রিন ছিল, যা নতুন ভার্সনে ২৫৬০ x ১৬০০পি (২৯৯পিপিআই) ১০.১ ইঞ্চি ডিসপ্লে দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এটি এন্ড্রয়েড ৪.৩ অপারেটিং সিস্টেমে চলবে। ডিভাইসটি মাত্র .৩১ ইঞ্চি পুরু।
নতুন গ্যালাক্সি নোট ট্যাবলেটে রয়েছে স্যামসাং নির্মিত ১.৯ গিগাহার্টজ ৮-কোর অক্টা চিপ, ৩জিবি র্যাম, ৮ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ, ১৬জিবি/ ৩২জিবি/ ৬৪জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট, উন্নততর এস পেন সাপোর্ট, এলটিই, ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ ৪, ৮২২০ এমএএইচ ব্যাটারি প্রভৃতি।
গ্যালাক্সি নোট ১০.১ (২০১৪ এডিশন) বাজারে আসবে চলতি বছর তৃতীয় প্রান্তিকে। তবে এর কোন নির্দিষ্ট রিলিজ ডেট কিংবা মূল্য জানায়নি স্যামসাং।
গ্যালাক্সি নোট ৩
৪ সেপ্টেম্বরের ঐ একই ইভেন্টে গ্যালাক্সি নোট ফ্যাবলেটের নতুন সংস্করণ “গ্যালাক্সি নোট ৩” বাজারে আনার ঘোষণাও দিয়েছে স্যামসাং। এর স্ক্রিন সাইজ এবং অন্যান্য গঠনে বেশ কিছু পরিবর্তন এসেছে।
স্যামসাং গ্যালাক্সি নোট থ্রি’র ব্যাক কভারে লেদার ফিনিশিং যুক্ত করা হয়ছে। এর এস পেনেও রিডিজাইন থাকছে। গ্যালাক্সি নোট ২ তে দেয়া ৫.৩ ইঞ্চি স্ক্রিনকে নতুন ভার্সনে ৫.৭ (১৯২০ x ১০৮০পি, ৩৮৬ পিপিআই) এ উন্নীত করেছে স্যামসাং। ১৬৮ গ্রাম ওজনে এই ফ্যাবলেটটি এন্ড্রয়েড ৪.৩ অপারেটিং সিস্টেম ব্যবহার করবে। এটি ৮.৩ মিলিমিটার পুরু।
গ্যালাক্সি নোট থ্রি’র অন্যান্য হার্ডওয়্যার স্পেসিফিকেশনও চমৎকার। হ্যান্ডসেটটিতে পাবেন ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা- যা কিনা ফোর’কে ভিডিও রেকর্ডে সক্ষম, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ফ্ল্যাশ, ৩জিবি র্যাম, ২.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর (এলটিই মডেলে)/ ১.৯ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর (থ্রিজি মডেলে), ওয়াইফাই, ব্লুটুথ ৪, এনএফসি, ৩২০০ এমএএইচ ব্যাটারি ইত্যাদি।
১৪৯টি দেশের নির্বাচিত মার্কেটে গ্যালাক্সি নোট ৩ আসবে ২৫ সেপ্টেম্বর। এর আন্তর্জাতিক লঞ্চ হবে অক্টোবরে। ডিভাইসটির মূল্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।