১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ৫” স্ক্রিন নিয়ে আসছে ওয়ালটন প্রিমো এক্স২

walton primo x2বাংলাদেশী ইলেকট্রনিকস নির্মাতা ওয়ালটন তাদের বহুল প্রতীক্ষিত “প্রিমো এক্স২” স্মার্টফোনের দাম ও রিলিজ ডেট প্রকাশ করেছে। কোম্পানিটির দাবী অনুযায়ী এটিই তাদের প্রথম ইউনিবডি ডিজাইন বিশিষ্ট মোবাইল ফোন যাতে রয়েছে ১০৮০পি ফুল এইচডি ডিসপ্লে, গরিলা গ্লাস ৩, কোয়াড কোর ১.৫ গিগাহার্টজ সিপিইউ প্রভৃতি। আগামীকাল ৩ সেপ্টেম্বর পর্যন্ত সকল ওয়ালটন প্লাজায় সেটটির জন্য প্রি-অর্ডার করা যাবে। এতে ৬০% পর্যন্ত ডিসকাউন্টও পেতে পারেন। এই এন্ড্রয়েড স্মার্টফোনটির মূল্য ধরা হয়েছে ২৩,৯৯০ টাকা। আর এর রিলিজ ডেট হচ্ছে সেপ্টেম্বর ৪, ২০১৩.

তো চলুন, দেখে নিই কী কী নিয়ে আসছে ওয়ালটন প্রিমো এক্স২!

  • এন্ড্রয়েড ৪.২.১ জেলি বিন অপারেটিং সিস্টেম
  • > ২৮ ন্যানোমিটার কোয়াড কোর ১.৫ গিগাহার্টজ টার্বো প্রসেসর
  • > ৩৫৭ মেগাহার্টজ পাওয়ারভিআর এসজিএক্স ৫৪৪ জিপিইউ
  • > ২জিবি র‍্যাম, ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ, সিঙ্গেল সিম কার্ড সাপোর্ট
  • > ৫ ইঞ্চি (১৯২০ x ১০৮০পি) ফুল এইচডি ৪৪১ পিপিআই স্ক্রিন
  • > গরিলা গ্লাস থার্ড জেনারেশন-ক্যাপাসিটিভ টাচস্ক্রিন (2nd Gen vivid IPS)
  • > ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা (ফুল এইচডি ভিডিও রেকর্ড), ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • > ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন, অটোফোকাস, এইচডিআর প্রভৃতি ফটোগ্রাফিক ফিচার
  • > আইএসওঃ অটো, ১০০-১৬০০
  • > ওয়াইফাই, জিপিএস, থ্রিজি, ব্লুটুথ, মাইক্রোইউএসবি ভার্সন ২
  • > মোশন সেন্সর, লাইট সেন্সর, কম্পাস, স্মার্ট জেশ্চার
  • > ডুয়াল মাইক নয়েজ রিডাকশন
  • > ২১৫০ এমএএইচ ব্যাটারি
  • > ব্যাটারি সহ ওজন ১২৭.৬ গ্রাম

আরও বিস্তারিত তথ্য জানতে ওয়ালটন কাস্টমার কেয়ার  09612316267 (সকল অপারেটর থেকে) নাম্বারে ফোন করতে পারেন। এছাড়া আপনার এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণফোন ও রবি মোবাইল থেকে কল করুন 16267 তে (সকাল ৯টা থেকে রাত ১০টা)।

ওয়ালটন প্রিমো এক্স২ চীনা Gionee Elife E6 স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। উভয় ডিভাইসের স্পেসিফিকেশন এবং ডিজাইন প্রায় একই। এই লিংকে গিয়ে আপনিও স্মার্টফোনদুটির মিল/অমিল যাচাই করতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *