অপো কালার ওএস ১২ এর নতুন ফিচারসমুহ

অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক নিজেদের অ্যান্ড্রয়েড স্কিন কালার ওএস এর লেটেস্ট ভার্সন, কালার ওএস ১২ প্রকাশ করেছে অপো। চীনে তাদের নতুন অপারেটিংস সিস্টেমের এই ঘোষণা দেয় অপো।

নতুন কালার ওএস ১২ তে যুক্ত হয়েছে নতুন ভিজ্যুয়াল আপগ্রেড। বর্তমানে প্রাইভেসি যেহেতু সবচেয়ে আলোচিত বিষয়, তাই প্রাইভেসিকেও গুরুত্ব দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এই কাস্টম অ্যান্ড্রয়েড স্কিনের নতুন ভার্সনে।

চলুন জেনে নেওয়া যাক নতুন কি কি থাকছে কালার ওএস ১২ তে, সেই সম্পর্কে বিস্তারিত। এছাড়াও কালার ওএস ১২ এর রিলিজ ডেট ও কোন কোন স্মার্টফোনগুলো এই আপডেট পাবে, তাও এই লেখার শেষ অংশে উল্লেখ করা হয়েছে।

কালার ওএস ১২ এর নতুন ফিচারসমুহ

বেশ কিছু নতুন মজার ও কাজের ফিচার যুক্ত হয়েছে কালার ওএস ১২ তে। এছাড়াও উন্নয়ন এসেছে পুর্বের অনেক ফিচারেই। চলুন নতুন ও উন্নত এসব কালার ওএস এর ফিচার সম্পর্কে জানি।

ইউআই

কালার ওএস ১২ এর ইউআই এ বেশ কিছু পরিবর্তন এনেছে অপো। প্রথমে চোখে পড়বে সদ্য রিডিজাইন করা নতুন এক্রিলিক আইকনসমুহ।

ColorOS 12 UI Changes

পেজ এর লেআউট ও টেক্সট এর মাঝে যুক্ত হয়েছে আরো হোয়াইট স্পেস, যার ফলে ইউআই কম গোলমেলে দেখাবে ও কনটেন্ট এর উপর ফোকাস করা অনেকটাই সহজ হবে। পুরো ইউআই জুড়ে যুক্ত করা হয়েছে ৩০০ নতুন এনিমেশন ও বাড়তি কন্ট্রাস্ট।

অমোজি

অমোজি নামে নতুন এআর ইমোজি যুক্ত হয়েছে কালার ওএস ১২ তে। এটি ব্যবহার করে আপনি মূলত আইফোনের এনিমোজি’র মত নিজের পারসোনালাইজড এভাটার তৈরী করতে পারবেন।

ColorOS 12 Omoji

অমোজি নামের এই এভাটার বন্ধুদের সাথে শেয়ার করার পাশাপাশি এনিমেটেড স্টিকার হিসেবে অলওয়েজ অন ডিসপ্লেতেও ব্যবহার করা যাবে। ভিডিও কলে ক্যামেরার মাধ্যমে রিয়েল টাইম এক্সপ্রেশন ক্যাপচার করে তা এনিমেটেড এভেটার এ পরিণত করবে অমোজি।

স্মার্ট স্লাইডার ২.০

কালার ওএস এর স্মার্ট স্লাইডারেও নতুনত্ব আসতে চলেছে। কালার ওএস ১২ তে মোট ৬টি টুল এর দেখা মিলবে স্মার্ট স্লাইডারে। ফোনের পাশ থেকেই স্লাইড করে স্মার্ট স্লাইডার ব্যবহার করা যাবে।

ColorOS 12 Slidebar

ধরুন আপনি ব্রাউজ করার সময় কোনো একটি গানের খোঁজ পেলেন। সেক্ষেত্রে সাথে সাথে স্মার্ট স্লাইডার ব্যবহার করে উক্ত গান মিউজিক প্লেয়ারে চালাতে পারবেন। আবার অনলাইনে শপিং করার সময়ও দুইটি পণ্যের পার্থক্য খুঁজে বের করতেও এই ফিচার কাজে আসতে পারে।

ক্রস-স্ক্রিন কানেকশন

কালার ওএস ১২ এর সবচেয়ে আকর্ষণীয় নতুন ফিচার বলতে হবে ক্রস-স্ক্রিন কানেকশন ফিচারটিকে। এর মাধ্যমে কম্পিউটার থেকে ফোন ব্যবহার করা যায় ও খুব দ্রুত ফাইল ট্রান্সফারও করা যায়।

ColorOS 12 Cross-screen connection

এই ফিচার ব্যবহার করে ফোনে থাকা ডকুমেন্ট খুব সহজেই কম্পিউটারে এডিট করা সম্ভব। অপো জানিয়েছে, অধিকাংশ উইন্ডোজ চালিত কম্পিউটারে এই ফিচারটি ব্যবহার করা সম্ভব হবে।

প্রাইভেসি

কালার ওএস ১২ যেহেতু অ্যান্ড্রয়েড ১২ এর উপর ভিত্তি করে নির্মিত, তাই স্বভাবতই অ্যান্ড্রয়েড ১২ এ নতুন যুক্ত হওয়া প্রাইভেসি ফিচারগুলোর দেখা মিলবে কালার ওএস এও। প্রথমত ক্যামেরা, মাইক্রোফোন ও লোকেশন এর মত গুরুত্বপূর্ণ পারমিশনের ক্ষেত্রে স্ট্যাটাস বারে প্রাইভেসি ইন্ডিকেটর থাকবে।

👉 অ্যান্ড্রয়েড ১২ এর নতুন ফিচারসমুহ

এছাড়াও কোনো অ্য্যাপ লোকেশন অ্যাকসেস চাইলে আপনার লোকেশন একদম নিখুঁতভাবে দিয়ে একটি কার্যকর যথাযথ লোকেশন অ্যাপকে পাঠানোর সুযোগ রয়েছে।

আমরা অনলাইনে কাউকে ছবি পাঠানোর সময় অনেক সময় ছবির সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডাটা, যেমনঃ ছবি তোলার ডেট, স্থান, ইত্যাদি অজান্তেই পাঠিয়ে দেই ছবির ফাইলের সাথে। থাকছে কাউকে ছবি পাঠানোর আগে এসব তথ্য মুছে দেওয়ার সুযোগ।

👉 কাস্টম রম কি, এন্ড্রয়েড কাস্টম রমের সুবিধা ও অসুবিধা

যেসব ডিভাইস কালার ওএস ১২ আপডেট পাবে

অপো এর প্রদত্ত তথ্যমতে, চীনে অক্টোবর মাস থেকে ফাইন্ড এক্স৩ সিরিজ এর মাধ্যমে কালার ওএস ১২ এর পাবলিক বেটা ভার্সন রোল আউট করা হবে। কালার ওএস ১২ এর আপডেট বিশ্বজুড়ে ১৫০মিলিয়ন ব্যবহারকারীর কাছে থাকা ১১০ মডেলের ডিভাইসে খুব শীঘ্রই পৌঁছে যাবে।

যেসব গ্লোবাল ডিভাইস কালার ওএস ১২ এর আপডেট তার বিস্তারিত তলিকা স্মার্টফোনের সিরিজ আকারে দেওয়া হলো।

ফাইন্ড সিরিজ

  • অপো ফাইন্ড এক্স৩ প্রো
  • অপো ফাইন্ড এক্স৩
  • অপো ফাইন্ড এক্স৩ নিও
  • অপো ফাইন্ড এক্স৩ লাইট
  • অপো ফাইন্ড এক্স২ প্রো
  • অপো ফাইন্ড এক্স২
  • অপো ফাইন্ড এক্স২ নিও
  • অপো ফাইন্ড এক্স২ লাইট

রেনো সিরিজ

  • অপো রেনো ৬
  • অপো রেনো ৬ প্রো
  • অপো রেনো ৬ প্রো+
  • অপো রেনো ৬জেড
  • অপো রেনো ৫
  • অপো রেনো ৫ প্রো
  • অপো রেনো ৫ প্রো+
  • অপো রেনো ৫ লাইট
  • অপো রেনো ৫কে
  • অপো রেনো ৫এফ
  • অপো রেনো ৪ প্রো
  • অপো রেনো ৪
  • অপো রেনো ৪এফ
  • অপো রেনো ৪জেড
  • অপো রেনো ৪ লাইট
  • অপো রেনো ৪ এসই
  • অপো রেনো ৩ প্রো
  • অপো রেনো ৩

এ সিরিজ

  • অপো এ৯৫
  • অপো এ৯৪
  • অপো এ৯৩
  • অপো এ৯২এস
  • অপো এ৭৪
  • অপো এ৭৩
  • অপো এ৭২
  • অপো এ৫৫
  • অপো এ৫৪
  • অপো এ৫৩
  • অপো এ৫৩এস
  • অপো এ৫২
  • অপো এ৩৫
  • অপো এ৩৩
  • অপো এ৩২
  • অপো এ৩১
  • অপো এ১৬
  • অপো এ১৫এস
  • অপো এ১২এস
  • অপো এ১২ই

কে সিরিজ

  • অপো কে৯
  • অপো কে৭এক্স
  • অপো কে৭

এফ সিরিজ

  • অপো এফ১৯ প্রো+
  • অপো এফ১৯ প্রো
  • অপো এফ১৯
  • অপো এফ১৭ প্রো
  • অপো এফ১৭
  • অপো এফ১৫

এছাড়া শুধুমাত্র চীনা রমযুক্ত ওয়ানপ্লাস ব্র্যান্ডের কিছু ওয়ানপ্লাস ফোনও (OnePlus 9 Pro 5G, OnePlus 9 5G প্রভৃতি) কালারওএস ১২ আপডেট পাবে। আপনার অপো ডিভাইসটি কি কালার ওএস ১২ আপডেট পাবে? আমাদের জানান কমেন্ট সেকশনে। 

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,571 other subscribers

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *