আগস্টে পকো এফ১ ও মধ্য-সেপ্টেম্বরে রেডমি ৬ ও ৬এ প্রকাশ করার পর গতকাল শাওমি প্রকাশ করল রেডমি নোট ৬ প্রো এন্ড্রয়েড স্মার্টফোন। গতকাল এশিয়া কাপ ফাইনাল নিয়ে সবাই ব্যস্ত থাকায় হয়ত অনেকেরই নজর এড়িয়ে গেছে শাওমির রেডমি নোট সিরিজের নতুন এই সদস্য। তার ওপর ৫ কোটি মানুষের ফেসবুক একাউন্ট হ্যাকিংয়ের শিকারের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় গতকাল নিউজফিডে শ্বাস নেয়ার জো ছিলনা।
সে যাই হোক, শাওমি রেডমি নোট সিরিজের তুমুল জনপ্রিয়তার কথা আপনি নিশ্চয়ই জানেন। চলুন দেখে নিই শাওমি রেডমি নোট ৬ প্রো কী নিয়ে আসছে আপনার জন্য।
- স্ক্রিনঃ ৬.২৬ ইঞ্চি (২২৮০ x ১০৮০পি, ৪০৩ পিপিআই, ১৯:৯ অ্যাসপেক্ট র্যাশিও), আইপিএস এলসিডি, গরিলা গ্লাস, নচ।
- প্রসেসরঃ ১.৮ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৬৩৬ অক্টাকোর সিপিইউ, এড্রিনো ৫০৯ জিপিইউ।
- র্যামঃ ৩জিবি/৪জিবি/৬জিবি।
- স্টোরেজঃ ৩২ জিবি (৩জিবি র্যাম), ৬৪জিবি (৪/৬জিবি র্যাম), মাইক্রোএসডি স্লট আছে যা ২য় সিম কার্ড স্লট ব্যবহার করবে (২৫৬ জিবি পর্যন্ত সাপোর্ট)।
- ক্যামেরাঃ পেছনে ১২ + ৫ মেগাপিক্সেল মিলিয়ে মোট দুটি ক্যামেরা (এআই পোর্ট্রেট ২.০), এলইডি ফ্ল্যাশ। সামনে ২০ + ২ মেগাপিক্সেল দুটি ফ্রন্ট ক্যামেরা (এআই ফেইস আনলক, এআই বিউটিফাই)।
- ব্যাটারিঃ ৪০০০ এমএএইচ (২ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে, ৬ ঘণ্টা পর্যন্ত গেমিং, ৮.৫ ঘন্টা ফুল এইচডি ভিডিও প্লেব্যাক, ১৯ ঘন্টা পর্যন্ত কথা বলা যাবে)।
- ওএসঃ এন্ড্রয়েড ৮.১ ওরিও, এমআইইউআই ১০ স্কিন।
- সিমঃ ডুয়াল সিম, ফোরজি এলটিই।
- লক-আনলকঃ পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এআই ফেইস আনলক।
- অন্যান্যঃ এফএম রেডিও নেই। ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ব্লুটুথ ৫, মাইক্রো ইউএসবি ২.০।
- ওজনঃ ১৮০ গ্রামের মত, পুরুত্ব ৮.২ মিলিমিটার।
রেডমি নোট ৬ প্রো হচ্ছে শাওমির প্রথম চার ক্যামেরাযুক্ত ফোন।
কালো, নীল, লাল ও রোজ গোল্ড মোট চারটি রঙে শাওমি রেডমি নোট ৬ প্রো ফোনটি বাজারে আসবে এই অক্টোবরেই। এর দাম ১৮ থেকে ১৯ হাজার টাকার মত হবে (থাই মুদ্রায় ৬,৯৯০ বাথ)।
আরও পড়ুন
শুরুতে থাইল্যান্ডে এবং পরে অন্যান্য দেশে বিক্রি হবে ডিভাইসটি। বাংলাদেশে কবে আসবে বা তখন এর দাম কেমন হবে তা জানতে আমাদের সাথেই থাকুন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।