শাওমি আনল কম দামের রেডমি ৬এ এবং রেডমি ৬ স্মার্টফোন

শাওমি রেডমি ৬

সপ্তাহখানেক আগেই আপনি হয়ত সোশ্যাল মিডিয়ায় শাওমির ‘দেশের স্মার্টফোন’ বাজারে আনার টিজার ইমেজ ও পোস্ট লক্ষ্য করেছেন। অবশেষে আজ শাওমি বাংলাদেশের বাজারে ঘোষণা করল রেডমি ৬এ এবং রেডমি ৬ মডেলের নতুন দুটি এন্ড্রয়েড স্মার্টফোন।

অনেকেই ভেবেছিলেন শাওমি হয়ত এর মাধ্যমে তাদের ব্যাপক আলোচিত পকো এফ১ বাংলাদেশের বাজারে লঞ্চ করতে যাচ্ছে। যদিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে শাওমি ‘দেশের স্মার্টফোন’ টিজারে কোথাও পকোফোনের কোনো চিহ্ন দেখায়নি। বরং সেখানে লেখা ছিল ‘6’, তাই আমি ধরে নিয়েছিলাম সম্ভবত রেডমি ৬ বা অন্য কোনো সিরিজের ‘৬’ যুক্ত মডেলের ফোন আনবে এই চীনা ইলেকট্রনিক্স নির্মাতা। শেষ পর্যন্ত তাই হল।

কী নিয়ে আসছে শাওমি রেডমি ৬এ এবং শাওমি রেডমি ৬ ফোনদুটি? চলুন জেনে নেয়া যাক।

শাওমি রেডমি ৬এ

  • এই ডিভাইসটিকেই ‘দেশের স্মার্টফোন’ নামে পরিচিত করছে শাওমি
  • ৫.৪৫ ইঞ্চি ১৮:৯ ডিসপ্লে (২৯৫ পিপিআই, ১৪৪০x৭২০পি রেস্যুলেশন)
  • ২.০ গিগাহার্টজ কোয়াড-কোর হেলিও এ২২ প্রসেসর
  • ২জিবি র‍্যাম, ১৬জিবি স্টোরেজ (২৫৬জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট)
  • ১৩ মেগাপিক্সেল মূল ক্যামেরা
  • ৫ মেগাপিক্সেল এআই সেলফি ক্যামেরা
  • ৩০০০ এমএএইচ ব্যাটারি
  • ডুয়াল সিম, ডুয়াল ৪জি
  • আলাদা মাইক্রোএসডি কার্ড স্লট
  • এআই ফেইস আনলক
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই

শাওমি রেডমি ৬

  • ৫.৪৫ ইঞ্চি ১৮:৯ ডিসপ্লে (২৯৫ পিপিআই, ১৪৪০x৭২০পি রেস্যুলেশন)
  • ২.০ গিগাহার্টজ অক্টাকোর হেলিও পি২২ প্রসেসর
  • ৩/৪জিবি র‍্যাম, ৩২/৬৪জিবি স্টোরেজ (২৫৬জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট)
  • ১২+৫ মেগাপিক্সেল মূল ক্যামেরা
  • ৫ মেগাপিক্সেল এআই সেলফি ক্যামেরা
  • ৩০০০ এমএএইচ ব্যাটারি
  • ডুয়াল সিম, ডুয়াল ৪জি
  • আলাদা মাইক্রোএসডি কার্ড স্লট
  • এআই ফেইস আনলক
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

বাংলাদেশের বাজারে শাওমি রেডমি ৬এ এবং রেডমি ৬ ফোনদুটি বিক্রি শুরু হবে ১৯ সেপ্টেম্বর ২০১৮ থেকে। নীল, সোনালি, ও কালো রঙে রেডমি ৬এ স্মার্টফোনটির দাম শুরু হবে ৯,৯৯৯ টাকা থেকে। একই রকম কালার ভ্যারিয়েশনে রেডমি ৬ এর দাম শুরু হবে ১২,৯৯৯ টাকায়।

কোথায় পাবেন আসল শাওমি স্মার্টফোন?

বাংলাদেশে এখন শাওমি অফিসিয়াল স্টোর এবং অনুমোদিত বিক্রয়কেন্দ্র ও ডিলারদের দোকান আছে। এই অফিসিয়াল পেজ থেকে অনলাইন ও সরাসরি দোকানে গিয়ে শাওমি ডিভাইস কেনার জন্য দরকারী সব তথ্য জেনে নিতে পারেন।

তো, আপনি কোনটি কিনছেন? শাওমি রেডমি ৬এ নাকি শাওমি রেডমি ৬?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *