গ্যালাক্সি এস৬ এজ+ এবং গ্যালাক্সি নোট ৫ লঞ্চ করল স্যামসাং

galaxy s6 plus galaxy note 5

গ্যালাক্সি সিরিজের চমৎকার দুটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। একটি হচ্ছে গ্যালাক্সি এস৬ এজ প্লাস এবং অপরটি গ্যালাক্সি নোট ৫। ফোনদুটি চলবে এন্ড্রয়েড ৫.১ অপারেটিং সিস্টেমে।

গ্যালাক্সি এস৬ এজ+ ফোনে থাকছে ৫.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড (২৫৬০ x ১৪৪০) কার্ভড ডিসপ্লে, এক্সাইনস ৭৪২০ অক্টাকোর ৬৪ বিট প্রসেসর, ৩২/৬৪ জিবি স্টোরেজ, ৪ জিবি র‍্যাম, ১৬ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩০০০ এমএএইচ ব্যাটারি, ফিঙ্গার প্রিন্ট সেন্সর, এনএফসি, মোবাইল পেমেন্ট প্রভৃতি। সেটটি বাজারে আসবে ২১ আগস্ট থেকে। এর ৩২ জিবি ভার্সনের দাম ৭৯২ ডলার এবং ৬৪ জিবি ভার্সনের দাম ৮৮৮ ডলার।

অপরদিকে গ্যালাক্সি নোট ৫ ফোনে আছে ৫.৭ ইঞ্চি কোয়াড এইচডি সুপার অ্যামোলেড স্ক্রিন, ৩২/৬৪ জিবি স্টোরেজ, এক্সাইনস ৭৪২০ প্রসেসর, ৪ জিবি র‍্যাম, ১৬ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩০০০ এমএএইচ ব্যাটারি, ফিঙ্গার প্রিন্ট সেন্সর, এনএফসি, মোবাইল পেমেন্ট, এস পেন স্টাইলাস সাপোর্ট প্রভৃতি। এর দাম গ্যালাক্সি এস৬ এজ প্লাসের চেয়ে কিছুটা কম হবে। সেটটি বাজারে আসবে ২১ আগস্ট থেকে। ৩২ জিবি ভার্সনের দাম হবে ৭২০ ডলার ও ৬৪ জিবি ভার্সনের দাম ৮১৬ ডলার।

সময়ের সাথে ও বিক্রেতা অনুযায়ী এই মূল্যে কিছুটা পরিবর্তন আসবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *