গ্রামীণফোনের থ্রিজি স্মার্ট প্ল্যানের ‘আনস্মার্ট’ দিক!

বাংলাদেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন কয়েকদিন ধরেই ‘থ্রিজি স্মার্ট প্ল্যান’ এর বিজ্ঞাপন প্রচার করে যাচ্ছে, যেখানে ‘সারা মাস আনলিমিটেড থ্রিজি’ সেবা দেয়ার কথা বলা হচ্ছে। কিন্তু এসব প্যাকেজ চালু করার আগে এদের শর্তগুলো জেনে নেয়া খুবই জরুরী। কেননা, জিপি ‘স্মার্ট’ প্ল্যানের শর্তগুলো ইন্টারনেট গ্রাহকদের দিক থেকে অতটা স্মার্ট নাও মনে হতে পারে।

থ্রিজি ডেটা প্যাকেজ নেয়ার উদ্দেশ্য হচ্ছে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করা। কিন্তু সেখানে আপনি যদি ১২৮ কেবিপিএস (কিলোবিট/সেকেন্ড) স্পিড (অর্থাৎ ১৬ কিলোবাইট/সেকেন্ড) পান, তাহলে কি একে স্মার্ট বলা যাবে?

জিপির স্মার্ট প্ল্যানগুলোতে ২৯৯ টাকার প্যাকেজে ৫০০ MB, ৪৯৯ টাকার প্যাকেজে ১ GB এবং ৬৯৯ টাকার প্যাকেজে ২ GB ইউজ হওয়ার পর থেকেই ফেয়ার ইউসেজ পলিসি (বা FUP প্রযোজ্য); অর্থাৎ, উল্লিখিত মেয়াদের মধ্যে এই FUP সীমা পর্যন্ত ডাটা ব্যবহারের পর গ্রাহক 128 Kbps এ আনলিমিটেড ইন্টারনেট উপভোগ করতে থাকবেন।

কিন্তু থ্রিজিতে FUP এর সীমা অতিক্রম করতে খুব বেশিদিন সময় লাগবেনা। এরপর মাত্র ১৬ কিলোবাইট/সেকেন্ড স্পিড পাবেন। তাহলে জিপি যে বলল, ‘সারামাস আনলিমিটেড থ্রিজি’, সেই কথার মানে কী দাঁড়াল? টু’জি নেটওয়ার্কেও তো ১৬ কিলোবাইট/সেকেন্ড এর চেয়ে বেশি স্পিড পাওয়া যায়। তবে কি গ্রাহকদের টু’জি’র চেয়েও কম স্পিড দিয়ে থ্রিজি সেবা উপভোগ করতে বলছে গ্রামীণফোন?

যাইহোক, চলুন স্মার্ট প্ল্যানের অন্যান্য শর্তগুলোও জেনে নিইঃ

স্মার্ট প্যাক ২৯৯ (৫১২ কেবিপিএস)

  • পরিমাণ : অবিরাম ইন্টারনেট (500MB’র পর FUP), ২০০ মিনিট ভয়েস কল (যেকোন লোকাল নম্বরে), ২০০ এসএমএস (জিপি-জিপি), ২০০ এমএমএস
  • মেয়াদ: ৩০ দিন
  • সক্রিয় করতে : ডায়াল করুন *500*299# বা SP299 লিখে এসএমএস করুন 5000 নম্বরে
  • ব্যবহার চেক করতে : অবশিষ্ট মিনিট, এমএমএস, এসএমএস এর পরিমাণ জানতে *500*60# ও ব্যবহৃত ডাটার পরিমাণ জানতে *500*61# ডায়াল করুন
  • ফেয়ার ইউসেজ পলিসি : ৫০০ এমবি ব্যবহারের পর প্রযোজ্য

স্মার্ট প্যাক ৪৯৯ (৫১২ কেবিপিএস)

  • পরিমাণ : অবিরাম ইন্টারনেট (1GB’র পর FUP) , ৪০০ মিনিট ভয়েস কল (যেকোন লোকাল নম্বরে), ৪০০ এসএমএস (জিপি-জিপি), ৪০০ এমএমএস
  • মেয়াদ : ৩০ দিন
  • সক্রিয় করতে : ডায়াল করুন *500*499# বা SP499 লিখে এসএমএস করুন 5000 নম্বরে
  • ব্যবহার চেক করতে : অবশিষ্ট মিনিট, এমএমএস, এসএমএস এর পরিমাণ জানতে *500*60# ও ব্যবহৃত ডাটার পরিমাণ জানতে *500*61# ডায়াল করুন
  • ফেয়ার ইউসেজ পলিসি : ১ জিবি ব্যবহারের পর প্রযোজ্য

স্মার্ট প্যাক ৬৯৯ (১ এমবিপিএস)

  • পরিমাণ : অবিরাম ইন্টারনেট (2GB’র পর FUP) , ৬০০ মিনিট ভয়েস কল (যেকোন লোকাল নম্বরে), ৬০০ এসএমএস (জিপি-জিপি), ৬০০ এমএমএস
  • মেয়াদ : ৩০ দিন
  • সক্রিয় করতে : ডায়াল করুন *500*699# বা SP699 লিখে এসএমএস করুন 5000 নম্বরে
  • ব্যবহার চেক করতে : অবশিষ্ট মিনিট, এমএমএস, এসএমএস এর পরিমাণ জানতে *500*60# ও ব্যবহৃত ডাটার পরিমাণ জানতে *500*61# ডায়াল করুন
  • ফেয়ার ইউসেজ পলিসি : ২ জিবি ব্যবহারের পর প্রযোজ্য

প্রিপেইড, পোস্টপেইড (I-SIM পোস্টপেইড ছাড়া) সব গ্রাহকরা প্যাকেজগুলো নিতে পারবেন। আরও বিস্তারিত শর্ত জানতে এই লিংক এবং এই লিংক দেখুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *