এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এইচটিসি ওয়ান এম৮ স্মার্টফোন দারুণ জনপ্রিয়তা পাওয়ার পর এবার ডিভাইসটির উইন্ডোজ ফোন ভার্সন বাজারে আনার ঘোষণা দিল এইচটিসি। মোবাইল অপারেটরের সাথে চুক্তিতে উইন্ডোজ ফোন ওএস চালিত এই হ্যান্ডসেটটির মূল্য হবে সেটটির এন্ড্রয়েড ভার্সনের প্রায় অর্ধেক।
নতুন এইচটিসি ওয়ান এম৮ স্মার্টফোনে থাকবে ৫ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন, ২.৩ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৮০১ প্রসেসর, ‘বুমসাউন্ড’ স্পিকার, ২জিবি র্যাম, মাইক্রোএসডি কার্ড স্লট, ২৬০০ এমএএইচ ব্যাটারি প্রভৃতি।
এইচটিসি ওয়ান এম৮’এ আলট্রাপিক্সেল প্রযুক্তির ৪ মেগাপিক্সেল ক্যামেরা দেয়া হয়েছে। স্মার্টফোনটিতে নতুন ‘ডুয়ো ক্যামেরা’ সিস্টেমের সূচনা করেছে এর নির্মাতা। এর ব্যাক ক্যামেরার উপরের দিকে রয়েছে আরও একটি লেন্সের মত সেন্সর যা ছবি তোলার সময় বাড়তি কিছু ডিটেইলস সংগ্রহ করবে যেগুলো ব্যবহার করে ছবিতে ত্রিমাত্রিক বৈশিষ্ট্য ও বিভিন্ন ইফেক্ট যোগ করা যাবে।
এইচটিসি ওয়ান এম৮ ফোনে ইনফ্রারেড পোর্ট দেয়া আছে, যা ডিভাইসটির পাওয়ার বাটনের মধ্যেই বিল্ট-ইন, ফলে আপনি একে রিমোট কন্ট্রোলার হিসেবেও ব্যবহার করতে পারবেন।
যুক্তরাষ্ট্রের মোবাইল অপারেটর কোম্পানি ভেরিজন মাত্র ৯৯ ডলার মূল্যে দুই বছরের চুক্তিতে বিক্রি করবে উইন্ডোজ চালিত এইচটিসি ওয়ান এম৮; এছাড়া এটিএন্ডটি’ও সেটটি বিক্রির পরিকল্পনা জানিয়েছে। চলতি বছরের মধ্যেই যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক বাজারে আসবে এইচটিসি ওয়ান এম এইট।
আনলকড অবস্থায় এইচটিসি ওয়ান এম৮ এর এন্ড্রয়েড ভার্সনের দাম ৬৪৯ ডলার। আশা করা যায় ফোনটির আনলকড উইন্ডোজ ভার্সনের দাম আরও কম হবে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।