HMD নিয়ে এলো বার্বি ফোন – নতুন ডিজাইনে ফোল্ডিং বাটন ফোন

এইচএমডি গ্লোবাল কোম্পানিটিকে অনেকেই চেনেন নকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন ও নকিয়া বাটন ফোন নির্মাতা হিসেবে। নকিয়া নিজে যেহেতু বর্তমানে কোনো ফোন তৈরি করছেনা তাই ফিনল্যান্ডের কোম্পানি HMD নকিয়ার কাছ থেকে ব্র্যান্ড লাইসেন্স কিনে বিভিন্ন মডেলের নকিয়া মোবাইল ফোন তৈরি করছে। 

তবে গত কয়েক মাস ধরেই জানা যাচ্ছে নকিয়া ব্র্যান্ডের বাইরেও নিজস্ব নামে ফোন বাজারে আনছে এইচএমডি। এরই মধ্যে আমেরিকার বিখ্যাত বার্বি পুতুল (যার ওপর ভিত্তি করে বার্বি মুভিও হয়েছে) সেই বার্বি ব্র্যান্ড ও ডিজাইনে নতুন একটি ফোন বাজারে এনেছে HMD গ্লোবাল।

বার্বি ব্র্যান্ডের উক্ত ফোনটি প্রথম ঘোষণা করা হয়েছিল চলতি বছরের শুরুর দিকে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে। অবশেষে অক্টোবরের ১ তারিখ থেকে বিক্রি শুরু হবে বার্বি ফোনের। শিরোনামে যেমনটি বলেছি, বার্বি ফোন মূলত একটি ফিচার ফোন। ডিভাইসটি ব্যবহারকারীদের সোশ্যাল মিডিয়া এবং অনলাইন আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্যই তৈরি করা হয়েছে।

বার্বি একটি ফ্লিপ ফোন। অনেকেই যাকে ফোল্ডিং মোবাইল বলে চিনে থাকেন সেরকম আরকি। ফোনটির মূলত দুইটি ভ্যারিয়েন্ট থাকবে। একটি হচ্ছে যুক্তরাষ্ট্র (US) ভ্যারিয়েন্ট, এবং অন্যটি গ্লোবাল (ইন্টারন্যাশনাল) ভ্যারিয়েন্ট। উভয় ভ্যারিয়েন্টের মধ্যে রয়েছে স্পেসিফিকেশনে পার্থক্য। তবে বাহ্যিক ডিজাইন হবে সেই একই বার্বি স্টাইলের।

ডিভাইসটিতে থাকছে ২.৮ ইঞ্চি মূল ডিসপ্লে। এছাড়া ফোল্ডিং ফোনটির বাইরের দিকে থাকছে ১.৭৭ ইঞ্চি সেকেন্ডারি স্ক্রিন। ইউএস ভার্সনে পাচ্ছেন ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। তবে ইন্টারন্যাশনাল ভার্সনে ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে বার্বি ফোন। যদিও ফ্ল্যাশ থাকছে উভয় ভার্সনেই।

hmd barbie phone

ফোনটিতে দেয়া হয়েছে ১৪৫০ এমএএইচ ব্যাটারি। এতে থাকছে ৪জি সাপোর্ট। টকটাইম পাবেন সর্বোচ্চ ৭ থেকে ৯ ঘণ্টা। ইউএস ভার্সনে বক্সের মধ্যেই চার্জার দেয়া থাকবে, তবে গ্লোবাল ভার্সনে শুধু ইউএসবি এ-টু-সি চার্জিং ক্যাবল পাবেন। গ্লোবাল ভার্সনে থাকবে ৬৪ এমবি র‍্যাম, ১২৮ এমবি স্টোরেজ। ইউএস ভার্সনে পাবেন ৫১২ এমবি র‍্যাম ও ৪ জিবি স্টোরেজ। উভয় ভার্সনেই মেমোরি কার্ড দিয়ে ৩২ জিবি স্টোরেজ যোগ করা যাবে।

বার্বি ফ্লিপ ফোনের ইউএস ভার্সন চলবে Qualcomm® 215 Mobile প্রসেসর দ্বারা, যেখানে গ্লোবাল ভার্সনে পাবেন Unisoc T107 সিপিইউ। ইউএস ভার্সনে কাইওএস ব্যবহার করা হয়েছে, আর গ্লোবাল ভ্যারিয়েন্টে এস৩০+ অপারেটিং সিস্টেম পাওয়া যাবে। ফোনটিতে একদম বেসিক কিছু ইন্টারনেট সেবা এবং বিখ্যাত স্নেক গেম উপভোগ করা যাবে। এছাড়া এর সাথে বার্বি স্টাইলের স্টিকার ও ব্যাক কভার দেয়া হবে। বার্বি থিম থাকবে সফটওয়্যার ও ডিজাইন সাইডেও।

বার্বি ফ্লিপ ফোনের দাম ১২৯ ডলার, অথবা ১২৯ ইউরো, অথবা ৯৯ ব্রিটিশ পাউন্ড। আপনি কি এটি কিনতে চান? (সূত্র , )

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *