২৫ টাকা বোনাস উপায় একাউন্টে – দ্রুত নিন

প্রতি উইকেন্ডে ২৫টাকা ক্যাশ রিওয়ার্ড পাওয়ার সুযোগ প্রদান করছে উপায়। উপায় একাউন্টে নির্দিষ্ট ব্যাংক থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা এড মানি করলে পেয়ে যাবেন ২৫টাকা বোনাস। চলুন জেনে নেওয়া যাক কিভাবে উপায় ২৫ টাকা বোনাস পাবেন সে সম্পর্কে বিস্তারিত।

উপায় ২৫ টাকা বোনাস

উপায় একাউন্টের সুবিধা রয়েছে অনেক। এদের মধ্যে ব্যাংক থেকে অ্যাড মানি অন্যতম। আর তাতে যদি পান বোনাস, তাহলে কেমন হয়? প্রতি উইকেন্ডে উপায় একাউন্টে ব্যাংক থেকে এড মানি করে পাওয়া যাবে ২৫টাকা বোনাস। ২৫টাকা বোনাস পেতে ইউসিবি ব্যাংক একাউন্ট, ব্র‍্যাক ব্যাংক এর আস্থা ইন্টারনেট ব্যাংকিং ও এনপিএসবি চ্যানেল এর মাধ্যমে উপায় একাউন্টে ২৫০০ টাকা এড মানি করতে হবে। উপায় অ্যাপ বা অনলাইন ব্যাংকিং একাউন্ট থেকে এড মানি করলে এই ২৫টাকা বোনাস অফার পাওয়া যাবে।

এই ক্যাম্পেইন চলবে প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার, অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনগুলোতে। ২৫টাকা উপায় বোনাস ক্যাম্পেইন এর তারিখগুলো আমাদের পোস্ট থেকে জেনে নিতে পারবেন।

  • উইকেন্ড ১ঃ আগস্ট ৫-৬
  • উইকেন্ড ২ঃ আগস্ট ১২-১৩
  • উইকেন্ড ৩ঃ আগস্ট ১৯-২০
  • উইকেন্ড ৪ঃ আগস্ট ২৬-২৭

উপায় একাউন্টে ২৫টাকা বোনাস পেতে নির্দিষ্ট ব্যাংক থেকে এড মানি করতে হবে। যেসব ব্যাংক থেকে এড মানি করে বোনাস পাওয়া যাবে, সেসব ব্যাংকের তালিকা নিচে দেওয়া হলোঃ

  • ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি)
  • ব্র‍্যাক ব্যাংক লিমিটেড
  • স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক লিমিটেড
  • দ্যা সিটি ব্যাংক লিমিটেড
  • এবি ব্যাংক লিমিটেড
  • ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
  • ট্রাস্ট ব্যাংক লিমিটেড
  • ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড
  • আইএফআইসি ব্যাংক লিমিটেড
  • ওয়ান ব্যাংক লিমিটেড
  • সাউথইস্ট ব্যাংক লিমিটেড
  • ঢাকা ব্যাংক লিমিটেড
  • মিডল্যান্ড ব্যাংক লিমিটেড
  • প্রাইম ব্যাংক লিমিটেড

শুধ্যমাত্র উল্লেখিত ব্যাংকসমূহের একাউন্ট থেকে উপায় একাউন্টে এড মানি করলে তবেই ২৫টাকা উপায় বোনাস পাওয়া যাবে। উপায় ২৫টাকা বোনাস এর নিয়ম ও শর্তাবলী নিম্নরুপঃ

উপায় একাউন্টে ২৫ টাকা বোনাস নিন

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

  • ইউসিবি ব্যাংক একাউন্ট, ব্র‍্যাক ব্যাংক এর আস্থা ইন্টারনেট ব্যাংকিং ও এনপিএসবি চ্যানেল এর মাধ্যমে ২৫০০টাকা এড মানি করার মাধ্যমে সকল উপায় গ্রাহক এই বোনাস পাবেন
  • উপায় অ্যাপ এবং ইউএসএসডি কোড উভয় প্রকার ব্যবহারকারীই ব্যাংক থেকে এড মানি করে বোনাস নিতে পারবেন
  • একজন কাস্টমার ক্যাম্পেইন চলাকালে প্রতি সপ্তাহে সর্বোচ্চ একবার এই বোনাস নিতে পারবেন। অর্থাৎ চার সপ্তাহে চারবার এই বোনাস পাবেন সকল উপায় গ্রাহক
  • কাস্টমারগণ তাদের উপায় অ্যাপ থেকে Cash Reward অপশনের মাধ্যমে বোনাস চেক করতে পারবেন, এছাড়া USSD কোড ব্যবহার করে My upay অপশন থেকেও বোনাস চেক করা যাবে
  • ক্যাম্পেইনের যেকোনো নিয়ম ও শর্তসহ যেকোনো ব্যবহারকারীর অফার পাওয়ার ক্ষমতা নিয়ন্ত্রণের অধিকার রাখে উপায় কতৃপক্ষ
  • বোনাস হিসেবে পাওয়া রিওয়ার্ড ব্যবহার করে একজন গ্রাহক পে বিল, মার্চেন্ট পেমেন্ট ও মোবাইল রিচার্জ করতে পারবেন। তবে এই রিওয়ার্ড বোনাস ক্যাশ আউট, সেন্ড মানি বা ফান্ড ট্রান্সফার এর কাজে ব্যবহার করা যাবেনা।

আপনি কি উপায় ব্যবহার করেন? কেমন লাগে উপায় এর সেবা? আপনি কি উক্ত অফারটি নিয়েছেন? কমেন্টে জানান!

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *