গ্রামীণফোন এর একাধিক মেয়াদহীন ইন্টারনেট প্যাক রয়েছে। নামে মেয়াদহীন বলা হলেও এসব প্যাকের নির্দিষ্ট মেয়াদ রয়েছে। ২০৩৩ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে এসব প্যাকের মেয়াদ।
২৫ জিবি, ৫০ জিবি ও ৭৫ জিবি ভলিউমের এই ডাটা প্যাক তিনটি কিনতে পারবেন যেকোনো গ্রামীণফোন সিম ব্যবহারকারী। ২০৩৩ সাল পর্যন্ত যেহেতু প্যাকগুলো মেয়াদ থাকবে, তাই এগুলোকে এক ধরনের আনলিমিটেড মেয়াদ এর ইন্টারনেট প্যাক বলা চলে।
গ্রামীণফোন মেয়াদহীন ইন্টারনেট প্যাক এর শর্তসমূহ
আনলিমিটেড মেয়াদের গ্রামীণফোন ইন্টারনেট প্যাক সম্পর্কে জানার আগে আমরা জেনে নিবো প্যাকগুলোর শর্তসমূহ সম্পর্কে।
গ্রামীণফোন আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাকের মেয়াদ ১৮ ফেব্রুয়ারি ২০৩৩ পর্যন্ত। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত উক্ত প্যাকগুলো কিনতে পারবেন ব্যবহারকারীগণ। সকল গ্রামীণফোন গ্রাহক প্যাকগুলো কিনতে পারবেন, তবে স্কিটো সিম ব্যবহারকারীগণ প্যাকগুলো কিনতে পারবেন না। এসব প্যাকের ক্ষেত্রে কোনো ধরএর অটো রিনিউয়াল ফিচার নেই।
গ্রামীণফোন আনলিমিটেড মেয়াদ ইন্টারনেট প্যাক ব্যালেন্স চেক করা যাবে *121*1*4# নাম্বারে ডায়াল করে। আনলিমিটেড ইন্টারনেট প্যাক কিনতে চাইলে অবশ্যই মেইন একাউন্টের মেয়াদ থাকতে হবে ও নিয়মিত রিচার্জ করে একাউন্টের ভ্যালিডিটি বজায় রাখতে হবে।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
আনলিমিটেড মেয়াদ এর ইন্টারনেট প্যাক এর মেয়াদ শেষ হওয়ার পর PayGo চার্জ প্রযোজ্য হবে ৬.৬৬২৫ টাকা।
প্যাক কেনার সময় কোনো ধরনের সাবস্ক্রিপশন বা ইমারজেন্সি ব্যালেন্স আগে থেকে একটিভ থাকলে সেগুলো কেটে নেওয়া হবে, সেক্ষেত্রে প্যাক একটিভেট না হতে পারে।
ইন্টারনেট প্যাক বা অফার নেওয়ার ক্ষেত্রে কার্ড বা বিকাশ দ্বারা রিচার্জ এর ক্ষেত্রে কেনার লিমিট প্রিপেইড কাস্টমারের জন্য ২০ টাকা – ১০০০ টাকা ও পোস্টপেইড কাস্টমারের জন্য ২০ টাকা – ৫০০০০ টাকা পর্যন্ত।
সাধারণ ইন্টারনেট প্যাক এর সকল নিয়ম উল্লেখিত প্যাকগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অব্যবহৃত ডাটা কোনো ধরনের “ক্যারি ফরওয়ার্ড” সুবিধা পাওয়া যাবেনা।
গ্রামীণফোন মেয়াদহীন ইন্টারনেট প্যাক কোড
গ্রামীণফোনের মেয়াদহীন ইন্টারনেট প্যাক এর শর্তসমূহ তো জানলেন। এবার চলুন জেনে নেওয়া যাক গ্রামীণফোন এর আনলিমিটেড মেয়াদ এর ইন্টারনেট প্যাক এর কোড সম্পর্কে।
২৫ জিবি জিপি আনলিমিটেড মেয়াদ ইন্টারনেট প্যাক
২৫ জিবি আনলিমিটেড মেয়াদ এর গ্রামীণফোন ইন্টারনেট প্যাক এর ৮৪৯ টাকা।
প্যাকটি কেনার কোড *121*3017# ডায়াল করে কেনা যাবে। ব্যালেন্স জানা যাবে *121*1*4# নাম্বারে ডায়াল করে।
৫০ জিবি জিপি আনলিমিটেড মেয়াদ ইন্টারনেট প্যাক
৫০ জিবি আনলিমিটেড মেয়াদ এর গ্রামীণফোন ইন্টারনেট প্যাক এর ১৩৪৯ টাকা।
প্যাকটি কেনার কোড *121*3318# ডায়াল করে কেনা যাবে। ব্যালেন্স জানা যাবে *121*1*4# নাম্বারে ডায়াল করে।
৭৫ জিবি জিপি আনলিমিটেড মেয়াদ ইন্টারনেট প্যাক
৭৫ জিবি আনলিমিটেড মেয়াদ এর গ্রামীণফোন ইন্টারনেট প্যাক এর ১৭৪৯ টাকা।
প্যাকটি কেনার কোড *121*3319# ডায়াল করে কেনা যাবে। ব্যালেন্স জানা যাবে *121*1*4# নাম্বারে ডায়াল করে।
উল্লেখিত তিনটি প্যাকই কেনা যাবে মোবাইল রিচার্জ করে কোড ডায়াল করে বা মাইজিপি অ্যাপ ব্যবহার করে।
সম্প্রতি টেলিটক ঘোষণা করেছিলো দুইটি আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক। উক্ত প্যাক দুইটি কিনলে ব্যবহার করা যাবে আপনার ইচ্ছামত যেকোনো সময়ে। 👉 টেলিটক মেয়াদহীন ইন্টারনেট প্যাক কেনার নিয়ম জানুন।
👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
Good