হোয়াটসঅ্যাপে নতুন ৩ সুবিধা আসছে

হোয়াটসঅ্যাপে চলে এলো আরো বেশ কিছু নতুন প্রাইভেসি ফিচার। হোয়াটসঅ্যাপকে প্রাইভেট ও নিরাপদ করতে বদ্ধ পরিকর মেটা সিইও মার্ক জাকারবার্গ, যার ফলস্বরুপ হোয়াটসঅ্যাপে নিয়মিত বিভিন্ন নতুন প্রাইভেসি ফিচার যোগ হচ্ছে।

নতুন “online presence control” ফিচার দ্বারা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস অফলাইন থাকা অবস্থায় মেসেজ পাঠানো যাবে। এর মাধ্যমে আপনার “last seen” স্ট্যাটাস নির্দিষ্ট কনটাক্ট থেকে একটিভ স্ট্যাটাস গোপন রাখার ফিচারটি পরের ধাপে প্রবেশ করেছে।

এছাড়া কোনো মেসেজ একবার সিন করার পর তা যাতে স্ক্রিনশট নেওয়া না যায় ও ডিসঅ্যাপিয়ার হয়ে যায় এমন একটি ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার গতবছর হোয়াটসঅ্যাপে যুক্ত হয়, তবে উক্ত মেসেজ স্ক্রিনশট এর সুযোগ থেকেই যায়। এই নতুন ফিচার এর মাধ্যমে এই ধরনের স্ক্রিনশট ব্লক করা হবে। ফিচারটি বর্তমানে পরীক্ষাধীন রয়েছে ও খুব শীঘ্রই সকল ব্যবহারকারী পেয়ে যাবেন। 

ওহ হ্যাঁ, সবচেয়ে কাজের ও গুরুত্বপূর্ণ নতুন ফিচার এর কথা তো বলাই হলোনা!

হোয়াটসঅ্যাপে এতোদিন কেউ গ্রুপ চ্যাট থেকে লিভ নিলে তা সবার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যেতো। এই ধরনের বিব্রতকর পরিস্থিতি এড়ানোর ব্যাপারটি সহজ করতে নতুন আপডেটে কেউ গ্রুপ লিভ নিলে তার নোটিফিকেশন সবার কাছে যাবেনা।

অর্থাৎ কোনো ধরনের বিব্রতিকর পরিস্থিতি ছাড়া গ্রুপ থেকে লিভ নেওয়া যাবে। উল্লেখ্য যে গ্রুপের এডমিন কিন্তু ঠিকই আপনার লিভ নেওয়ার বিষয়ে নোটিফিকেশন পাবেন।

আশা করি আগামী দিনগুলোতে সকল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী আপডেটের মাধ্যমে ফিচারগুলো পেয়ে যাবেন। এ ব্যাপারে আপনি কী ভাবছেন? কমেন্টে জানান!

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

3 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *