ফোন থেকে টাকা চুরি ঠেকাতে ডিলিট করুন এই অ্যাপগুলো

আপনি যদি অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারী হয়ে থাকেন, তবে এই পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। Trend Micro এর সিকিউরিটি গবেষকদের রিপোর্ট অনুসারে ব্যবহারকারীদের ব্যক্তিগত ব্যাংকিং তথ্য চুরির লক্ষ্যে তৈরী করা ম্যালওয়্যারযুক্ত অ্যাপের সংখ্যা বেড়েই চলেছে। এসব অ্যাপ মানুষের ব্যাংকিং ডিটেইলস, পিন, পাসওয়ার্ড, ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে।

এই ম্যালওয়্যার ফোনের টেক্সট মেসেজও পড়তে পারে ও ফোনের অন্যান্য অংশ আক্রমণ করতে পারে। মেসেজে আড়ি পাতা অনেক ব্যক্তির কাছে গুরুত্বপূর্ণ কিছু মনে না হলেও ব্যাংক থেকে টাকা গায়েব হয়ে যাওয়ার বিষয়টি কিন্তু সবার টনক নড়িয়ে দেওয়ার মত।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ব্যাংকিং অ্যাপ থেকে অর্থ চুরি করার ক্ষমতা রাখে এমন ম্যালওয়্যার ছড়াচ্ছে এইসব “ড্রপার” অ্যাপসমূহ। যেসব অ্যাপ গুগল প্লে স্টোরের সিকিউরিটি ভেদ করে ম্যালওয়্যার ক্যারি করতে সক্ষম হয়, সেগুলোকে ড্রপার অ্যাপ বলা হয়। এই ধরনের অ্যাপের প্রকোপ সম্প্রতি বেড়েই চলেছে। 

Trend Micro তাদের প্রতিবেদনে জানায় যে গুগল প্লে স্টোরে থাকা ড্রপার অ্যাপস এর মাধ্যমে সম্প্রতি ম্যালওয়্যার ছড়ানোর হার বেড়েই চলেছে। এসব অ্যাপ ব্যাংকিং ট্রজান ব্যবহার করেও গুগল প্লে স্টোরের নিরাপত্তা প্রোটোকলকে এড়িয়ে গিয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

অ্যাপগুলোর মধ্যে অনেকগুলোকে ইতিমধ্যে প্লে স্টোর থেকে ব্যান করা হয়েছে। তবে এসব অ্যাপ থেকে যেতে পারে আপনার ফোনে যার মাধ্যমে আপনার ব্যাংক একাউন্ট থেকে অর্থ চুরি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই খুব দ্রুত এসব অ্যাপ আপনার ফোনে আছে কিনা তা চেক করুন ও থাকলে জলদি ডিলিট করুন।

মোবাইল ম্যালওয়্যার ডিস্ট্রিবিউট এর প্রকোপ দিনদিন বেড়েই চলেছে। সাইবার ক্রিমিনালরা এসব অ্যাপের সহায়তায় বিভিন্ন অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। Trend Micro এর রিপোর্ট অনুসারে DawDropper নামে একটি নতুন ভ্যারিয়ান্ট সম্প্রতি খুঁজে পাওয়া গিয়েছে। এই ম্যালওয়্যার যেসব অ্যাপে রয়েছে, সেগুলো তালিকা নিচে দেওয়া হলোঃ

  • Call Recorder APK (com.caduta.aisevsk)
  • Call recorder pro+ (com.chestudio.callrecorder)
  • Extra Cleaner (com.casualplay.leadbro)
  • Crypto Utils (com.utilsmycrypto.mainer)
  • FixCleaner (com.cleaner.fixgate)
  • Just In: Video Motion (com.olivia.openpuremind)
  • com.myunique.sequencestore
  • com.flowmysequto.yamer
  • com.qaz.universalsaver
  • Lucky Cleaner (com.luckyg.cleaner)
  • Rooster VPN (com.vpntool.androidweb)
  • Super Cleaner- hyper & smart (com.j2ca.callrecorder)
  • Document Scanner – PDF Creator (com.codeword.docscann)
  • Universal Saver Pro (com.virtualapps.universalsaver)
  • Eagle photo editor (com.techmediapro.photoediting)
  • Simpli Cleaner (com.scando.qukscanner)
  • Unicc QR Scanner (com.qrdscannerratedx)

এর মধ্যে অধিকাংশ অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে, তবে আগে ইন্সটল করা হলে আপনার ফোনে এসব অ্যাপ থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দ্রুত এসব অ্যাপ আপনার ফোনে আছে কিনা চেক করুন ও থাকলে তা ডিলিট করে দিন।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

DawDropper এর ম্যালিসিয়াস পে’লোড অক্টো (Octo) ম্যালওয়্যার ফ্যামিলির বলে জানায় Trend Micro। এটি একটি মডিউলার ও মাল্টিস্টেজ ম্যালওয়্যার যা ব্যাংকিং ডাটা চুরি, ফোনের মেসেজে আড়ি পাতা, ডিভাইস হাইজ্যাক এর মত কাজ করতে পারে।

Octo বা Coper নামের এই ম্যালওয়্যার মূলত অনলাইন ব্যাংকিং অ্যাপগুলোকে টার্গেট করে। এখানে মোবাইল ব্যাংকিং অ্যাপ বিকাশ, নগদ, ইত্যাদি থেকে শুরু করে আপনার ব্যাংকের ব্যাংকিং অ্যাপ পর্যন্ত, সব অ্যাপ এই ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হতে পারে উল্লেখিত অ্যাপসমূহ ফোনে ইন্সটল করা থাকলে।

এছাড়া গুগল প্লে স্টোরে থাকা কপিক্যাট অ্যাপগুলোকে ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। এছাড়া গুগল সাপোর্ট পেজে নতুন পলিসি যোগ করা হয়েছে। এই পলিসি অনুসারে ডেভলপারগণ আর তাদের অ্যাপে ১৫সেকেন্ডের আগে বন্ধ করা যায়না এমন ফুল পেজ এড দেখাতে পারবেন না।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *