বিকাশ ৩০ টাকা বোনাস নিন সুপার অফার থেকে!

বিকাশ নিয়ে এলো এড মানিতে ক্যাশব্যাক বোনাস। সকল বিকাশ গ্রাহক কার্ড থেকে বিকাশে এড মানি করে পেয়ে যাবেন বোনাস। চলুন জেনে নেওয়া যাক বিকাশের এই লেটেস্ট অফার সম্পর্কে বিস্তারিত।

“Add Money” ফিচার এর মাধ্যমে কার্ড থেকে বিকাশে ৩,০০০টাকা এড মানি করলে পাওয়া যাবে ৩০টাকা ক্যাশব্যাক। এই অফার চলবে ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত।

বিকাশে ৩০টাকা ক্যাশব্যাক বোনাস পেতে কার্ড থেকে ৩,০০০টাকা এড মানি করতে হবে। এড মানি বোনাস পেতে হলে অবশ্যই কার্ড টু বিকাশ অপশনের মাধ্যমে এড মানি করতে হবে।

চলুন জেনে নেওয়া যাক বিকাশ ৩০টাকা ক্যাশব্যাক অফার এর শর্ত ও নিয়ম সমূহ সম্পর্কেঃ

  • শুধুমাত্র ১আগস্ট থেকে ৩০আগস্ট এর মধ্যে এই অফার পাওয়া যাবে
  • অফার পেতে অবশ্যই কার্ড থেকে বিকাশে ৩,০০০টাকা এড মানি করতে হবে
  • ক্যাম্পেইন চলাকালীন সময়ে ক্যাশব্যাক পেয়ে যাবেন গ্রাহক
  • শর্ত পূরণের পর ১ কর্মদিবসের মধ্যে গ্রাহকগণ তাদের বোনাস পেয়ে যাবেন
  • সর্বোচ্চ ৩০টাকা ক্যাশব্যাক বোনাস প্রদান করা হবে
বিকাশ ৩০টাকা বোনাস নিন সুপার অফার থেকে!

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

  • উল্লেখিত নির্দিষ্ট উপায়ে নির্দিষ্ট এমাউন্টের লেনদেন করলে তবেই বোনাস পাওয়া যাবে
  • অফার পেতে হলে কাস্টমারের একাউন্ট অবশ্যই একটিভ থাকতে হবে
  • কোনো কারণে অফার প্রদান করা না গেলে পরবর্তী ৭দিনের মধ্যে বোনাস প্রদান করার পুনরায় চেষ্টা করবে বিকাশ। এরপরও বোনাস দেওয়া না গেলে উক্ত গ্রাহক অফার বোনাস পাবেন না
  • উল্লেখিত ক্যাম্পেইনের মেয়াদ, শর্ত, ইত্যাদি পরিবর্তন এর ক্ষমতা রাখে বিকাশ, তাই যেকোনো নোটিশ ছাড়া ক্যাম্পেইন এর যেকোনো বিষয় পরিবর্তন করা  হতে পারে
  • সফলভাবে উল্লেখিত লেনদেন সম্পন্ন করলে ক্যাশব্যাক এসএমএস পেয়ে যাবেন গ্রাহক

কেমন লাগল এই অফারটি? কমেন্টে জানান!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *