মার্কিন টেলিকম সেবাদাতার বিরুদ্ধে মামলা করল আল জাজিরা

aljazeera-logoকাতার ভিত্তিক মিডিয়া ও টেলিভিশন জায়ান্ট আল জাজিরা যুক্তরাষ্ট্রে তাদের ইংরেজি ক্যাবল নিউজ চ্যানেল সম্প্রচার কার্যক্রম শুরুর পর পরই মার্কিন ফোন সেবাদাতা এটিএন্ডটি’র সাথে বিবাদে জড়িয়ে পড়েছে। গত মঙ্গলবার এজেএ বা আল জাজিরা অ্যামেরিকা নামে সংবাদ চ্যানেলটি অন-এয়ারে যাওয়ার কয়েক ঘন্টা আগেই ক্যারিয়ারটি তাদের “ইউ-ভার্স” সার্ভিস থেকে স্টেশনটি মুছে দেয়। ফলে এটিএন্ডটি’র ৫ মিলিয়ন গ্রাহক আল জাজিরা অ্যামেরিকা’র অনুষ্ঠান এক্সেসে অসমর্থ হয়। এই ঘটনায় এখন এটিএন্ডটি’র বিরুদ্ধে কোর্টে যাচ্ছে আল জাজিরা।

টিভি চ্যানেলটি বলছে, উল্লেখযোগ্য পরিমাণ ইউ-ভার্স গ্রাহক সমৃদ্ধ টেক্সাস সহ যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি রক্ষণশীল অঙ্গরাজ্যে আল জাজিরা এক্সেস বন্ধ করেছে এটিএন্ডটি।

ইরাক যুদ্ধের সময় আল জাজিরায় প্রকাশিত সংবাদ ও বিভিন্ন ভিডিও/অডিও টেপের কারণে কারো কারো মনে চ্যানেলটি সম্পর্কে কিছুটা “অ্যামেরিকা-বিরোধী” ধারণা জন্ম নিয়েছে।

তবে এটিএন্ডটি’র সাথে চ্যানেল সম্প্রচার জনিত আল জাজিরার যে চুক্তি ছিল টিভি নেটওয়ার্কটির বেশ কিছু শর্ত লঙ্ঘনের কারণে সেটি আর চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছেনা বলে দাবী করছে ফোন কোম্পানিটি।

পে টিভি হিসেবে যুক্তরাষ্ট্রে প্রায় ৪০ মিলিয়ন বাসাবাড়িতে আল জাজিরা অ্যামেরিকা দেখা যাবে বলে জানিয়েছে চ্যানেলটি।

যুক্তরাষ্ট্রের প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট আল গোরের “কারেন্ট টিভি” নেটওয়ার্ক কিনে নিয়ে গত জানুয়ারিতে অ্যামেরিকান ভার্সন প্রচারের উদ্যোগ নেয় আল জাজিরা। কারেন্ট টিভি কিনতে ৫০০ মিলিয়ন ডলার খরচ করেছিল কাতারের সরকারী মালিকানাধীন এই মিডিয়া গ্রুপ।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,423 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *