বিশ্বের সবচেয়ে বেশি রেস্যুলেশনের স্মার্টফোন ডিসপ্লে উন্মোচন করল এলজি!

lg highest res displayদক্ষিণ কোরীয় ইলেকট্রনিকস পণ্য নির্মাতা এলজি বিশ্বের সবচেয়ে বেশি রেস্যুলেশন সমৃদ্ধ স্মার্ট ডিভাইস স্ক্রিন প্রকাশ করেছে। এই বছর জানুয়ারিতেই কোম্পানিটি চমৎকার ৫.৫ ইঞ্চি আকারের ১৯২০ x ১০৮০ পিক্সেল প্যানেল দেখিয়েছিল। কিন্তু এই প্রযুক্তিতে আরও উন্নয়ন এনে এবার এলজি প্রায় দ্বিগুণ পিক্সেলের (২৫৬০ x ১৪৪০পি) স্ক্রিন উন্মোচন করল

নতুন ডিসপ্লে প্যানেলটির সাইজ আগের সেই ৫.৫ ইঞ্চি। এর পুরুত্ব হচ্ছে ১.২১ মিলিমিটার। এলজি দাবী করছে, এটি কেবলমাত্র এখন পর্যন্ত সবচেয়ে ঘন পিক্সেল সমৃদ্ধ স্ক্রিনই নয়, বরং সবার চেয়ে পাতলাও বটে। এর পিক্সেল ডেনসিটি হবে ৫৩৮ পিপিআই এবং ডিসপ্লেটিতে ৪৩০ নিট ব্রাইটনেস পাওয়া যাবে।

এলজির এই নতুন মনিটর কোয়াড এইচডি মানের। অর্থাৎ, এতে এইচডি ৭২০পি ডিসপ্লের চেয়ে ৪ গুণ বেশি পিক্সেল রয়ছে। (অবশ্য, ১০৮০পি ডিসপ্লের সাথে এই নির্দিষ্ট তুলনাটি গ্রহণযোগ্য নয়); আর ফোরকে আল্ট্রা এইচডির চেয়েও এলজির সর্বশেষ ফোন ডিসপ্লের রেস্যুলেশন কম।

অসাধারণ গ্রাফিক্স প্রদর্শনে সক্ষম এই ডিসপ্লে কবে নাগাদ স্মার্টফোনের সঙ্গী হয়ে ব্যবহারকারীর হাতে আসবে সে সম্পর্কে কোন তথ্য জানায়নি এলজি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *