এন্ড্রয়েড জেলি বিন ৪.২.২ ও ৪” স্ক্রিন নিয়ে আসছে ওয়ালটন প্রিমো এফ২

walton primo f2দেখতে দেখতে আরেকটি এন্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিল ওয়ালটন। চলতি মাসের শেষ নাগাদ বাজারে আসতে যাওয়া এই সেটটির মডেল নাম হবে “প্রিমো এফ২” যা এন্ড্রয়েড জেলি বিন ৪.২.২ অপারেটিং সিস্টেমে চলবে।

ডিভাইসটির সম্ভাব্য মূল্য এখনও জানা যায়নি। চলুন দেখি কী কী স্পেসিফিকেশন নিয়ে আসছে ওয়ালটন প্রিমো এফ২।

  • > এন্ড্রয়েড ৪.২.২ জেলি বিন ওএস
  • > ১.২ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর
  • > ম্যালি ৪০০ জিপিইউ
  • > ৫১২ মেগাবাইট র‍্যাম, ৪জিবি ইন্টারনাল স্টোরেজ
  • > ৩২জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট
  • > ডুয়াল সিম, ডুয়াল স্ট্যান্ডবাই
  • > ৪ ইঞ্চি ডাব্লিউভিজিএ ডিসপ্লে (৪৮০*৮০০ পি)
  • > ৩.২ মেগাপিক্সেল রেয়ার ফেসিং ও ভিজিএ ফ্রন্ট ফেসিং ক্যামেরা; ফ্ল্যাশ
  • > থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, ম্যাগনেটিক কম্পাস, মোশন-লাইট সেন্সর
  • > ১৭০০ এমএএইচ ব্যাটারি

ওয়ালটন প্রিমো এফ২ এর আয়তন ১২৬ x ৬৪.৪ x ১১.১ মিলিমিটার এবং ব্যাটারি সহ এর ওজন হবে ১৩৮ গ্রাম। আরেকটি কথা, ওয়ালটন প্রিমো এফ২ আর চীনের GIONEE GN137 স্মার্টফোন দেখতে একই রকম।

এই লিংকটি ভিজিট করে আপনিও বলে উঠতে পারেন, ওয়ালটন প্রিমো এফ২ স্মার্টফোনটি আসলে GIONEE জিএন ১৩৭ এর রিব্র্যান্ডেড ভার্সন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *