প্রতি সেকেন্ডে ইন্টারনেটে যা ঘটছে…

অনলাইন জগতে প্রতি মুহুর্তেই অগণিত ক্রিয়া-প্রতিক্রিয়া ঘটছে।

কিন্তু এর বিশালতা সম্পর্কে আমাদের কতটুকু ধারণা আছে? প্রত্যেক সেকেন্ডে ফেসবুক, গুগল, ইউটিউব, স্কাইপ – সব মিলিয়ে পুরো ইন্টারনেটে যা যা হচ্ছে তার রিয়েল টাইম পরিসংখ্যান দেখতে কেমন লাগবে?

নিশ্চয়ই বেশ অবাক করার মত একটি ব্যাপার হবে। “ওয়ান সেকেন্ড অন দ্যা ইন্টারনেট” ওয়েবসাইটটি এমনই একটি সুযোগ এনে দিয়েছে। এই ওয়েবসাইটটিতে আপনি দেখতে পাবেন সেকেন্ডে কতটি ফেসবুক লাইক হচ্ছে, কতগুলো টুইট পোস্ট হচ্ছে, ইউটিউবে কী পরিমাণ ভিডিও দেখা হচ্ছে প্রভৃতি…

তো চলুন নিচে এম্বেডকৃত “ওয়ান সেকেন্ড অন দ্যা ইন্টারনেট” সাইটের ফ্রেমে দেখে নিই এই মুহুর্তে অনলাইন দুনিয়ায় কী চলছে। ফেসবুক, টুইটার, ইউটিউব, ড্রপবক্স, প্রভৃতি আলাদা আলাদা সাইটের জন্য প্রতি সেকেন্ডের রিয়েল টাইম আপডেট পেতে নিচে বৃত্তাকার হলুদাভ নিম্নমুখী তীর সংবলিত বাটনে ক্লিক করুন।

[iframe src=”http://onesecond.designly.com/” width=”650″ height=”500″]

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *