এবার এন্ড্রয়েড চালিত ৭ ইঞ্চি ট্যাবলেট আনছে ওয়ালটন!

walton primo walpad 7বাংলাদেশের বাজারে ওয়ালটন একটি সুপরিচিত নাম। এর নিত্যনতুন স্মার্টফোন এবং অন্যান্য হোম এপ্লিকেশনের কারণে সবাই কোম্পানিটিকে এক নামেই চেনে। ওয়ালটন এবার আনছে ট্যাবলেট কম্পিউটার।

প্রিমো ওয়ালপ্যাড ৭” নামের এই এন্ড্রয়েড ডিভাইসটিতে থাকবে অ্যালুমিনিয়াম বডি, ১.২ গিগাহার্টজ কোয়াড কোর সিপিইউ, ৭ ইঞ্চি আইপিএস ডিসপ্লে ইত্যাদি। তো চলুন জেনে নিই ওয়ালপ্যাড ৭ ট্যাবলেটের বিস্তারিত স্পেসিফিকেশন।

  • > এন্ড্রয়েড ৪.২ জেলি বিন অপারেটিং সিস্টেম
  • > ২৮ ন্যানোমিটার কোয়াড কোর ১.২ গিগাহার্টজ প্রসেসর
  • > পাওয়ারভিআর এসজিএক্স ৫৪৪ জিপিইউ
  • > ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
  • > ৭ ইঞ্চি (১২৮০ * ৮০০পি) আইপিএস ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
  • > থ্রিজি, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং, মাইক্রোএসডি কার্ড সাপোর্ট
  • > ৫ মেগাপিক্সেল রেয়ার- ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
  • > অল ইন ওয়ান মোশন সেন্সর (এলই প্রযুক্তি), লাইট সেন্সর, জিপিএস
  • > ৪০০০ এমএএইচ ব্যাটারি, ৩৫০ গ্রাম ওজন এবং ১৮৯ x ১১৫.৫ x ৮.৬ মিলিমিটার আয়তন।

ওয়ালটন জানাচ্ছেন ট্যাবলেটটি বাজারে আসবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে।

অফিসিয়ালি গেজেটটির কোন সম্ভাব্য মূল্য জানা যায়নি। আরও বিস্তারিত তথ্য ও সম্ভাব্য মূল্য জানতে ওয়ালটন হেল্পলাইনঃ 09612316267 নাম্বারে যেকোন অপারেটর থেকে এবং 16267 নম্বরে শুধুমাত্র এয়ারটেল থেকে (সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত) ফোন করতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *