ট্যাপ একাউন্ট খোলার নিয়ম

ট্রাস্ট অজিয়াটা পে - ট্যাপ একাউন্ট খোলার নিয়ম

বাংলাদেশে শুরু হলো ট্রাস্ট অজিয়াটা পে (সংক্ষেপে ট্যাপ বা TAP) এর যাত্রা। চলুন জেনে নেয়া যাক, ট্যাপ কি, ট্যাপ একাউন্ট কি, ট্যাপ একাউন্টের সুবিধাসমুহ ও ট্যাপ একাউন্ট খোলার নিয়ম।

ট্যাপ কি? – What is TAP

ট্যাপ হলো ট্রাস্ট ব্যাংক ও অজিয়াটা গ্রুপ এর মিলিত প্রচেষ্টায় গড়ে উঠা নতুন মোবাইল ব্যাংকিং সেবা। অন্যসব মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ এর মতো ট্যাপ ব্যবহার করা যাবে ফোন থেকেই।

রেজিস্ট্রেশনের পর ব্যবহারকারীর ফোন নাম্বারকে ওয়ালেট নাম্বার হিসেবে ব্যবহার করা যাবে। মোবাইলের ডায়াল মেন্যু এবং অ্যাপ, দুইভাবেই ব্যবহার করা যাবে TAP বা ট্যাপ।

ট্যাপ একাউন্ট এর সুবিধাসমুহ

ট্যাপ একাউন্ট এর সুবিধাসমুহ অন্যসব মোবাইল ব্যাংকিং অ্যাপ এর মতোই। ট্যাপ একাউন্ট এর ফিচার অর্থাৎ সুবিধাসমুহ হলোঃ

  • মানি ট্রান্সফার
  • ক্যাশ আউট
  • মোবাইল রিচার্জ
  • এড মানি
  • এনআইডি ফি
  • ইউটিলিটি বিল পেমেন্ট
  • টিউশন ফি পেমেন্ট
  • ইনস্যুরেন্স বিল পেমেন্ট
  • পাসপোর্ট ফি পেমেন্ট
  • মার্চেন্ট পেমেন্ট

আরো জানুনঃ বিকাশ একাউন্ট খোলার নিয়ম (বোনাস সহ)

ট্রাস্ট অজিয়াটা পে ট্যাপ অ্যাপ ডাউনলোড

ট্রাস্ট অজিয়াটা পে বা ট্যাপ অ্যাপ ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড ও আইওএস – উভয় প্ল্যাটফর্মেই। এন্ড্রয়েড চালিত ফোনের জন্য ট্যাপ অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। আইফোন এর জন্য ট্যাপ আইওএস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ট্যাপ একাউন্ট খুলতে কি কি লাগে

ট্যাপ একাউন্ট খুলতে কিছু বিষয় নিশ্চিত করা প্রয়োজন। এছাড়া আরো কিছু জরুরী জিনিস দরকার। ট্যাপ একাউন্ট খুলতে যা যা লাগবেঃ

  • জাতীয়তা বাংলাদেশী হতে হবে
  • ব্যবহারকারীর বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে
  • ভ্যালিড জাতীয় পরিচয়পত্র থাকতে হবে
  • রবি, গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক ও এয়ারটেল সিম থাকতে হবে

ট্যাপ একাউন্ট খোলার নিয়ম – How to open a TAP account

ট্যাপ একাউন্ট খোলা অনেক সহজ। ট্যাপ একাউন্ট খুলতে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড ও একটি সিম এর প্রয়োজন পড়বে। ট্যাপ একাউন্ট খোলার নিয়ম হলো –

  • প্রথমে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে TAP অ্যাপ ইনস্টল করুন
  • ইন্সটল এর পর অ্যাপটি ওপেন করুন
  • Get Started চাপুন
  • আপনার ফোন নাম্বার লিখুন ও সিম অপারেটর সিলেক্ট করুন
  • এরপর উল্লেখিত ফোন নাম্বারে আসা মেসেজ থেকে ওটিপি কোডটি প্রদান করুন
  • নিচের দিকে স্ক্রল করে Agree চাপুন
  • এরপর আপনার নাম, লিংগ ও পেশা সিলেক্ট করে Confirm চাপুন
  • এরপর আপনার ট্যাপ ওয়ালেটের ৪ ডিজিটের পিন প্রদান করে Proceed চাপুন
  • Let’s Continue চাপুন
  • এরপর আপনার এনআইডি কার্ড এর সামনের অংশের ছবি তুলুন ও Confirm চাপুন
  • এরপর এনআইডি কার্ড এর অন্য অংশের ছবি তুলুন ও Confirm চাপুন
  • এরপর প্রদত্ত সকল তথ্য প্রদর্শিত হবে
  • সব তথ্য ঠিক থাকলে Confirm চাপুন
  • এরপর আপনার নিজের স্লেফি নিতে বলা হবে
  • সেলফি তোলা হয়ে গেলে Confirm চাপুন
  • এরপর কয়েক সেকেন্ডের জন্য আপনার প্রদত্ত তথ্যগুলো ভেরিফাই হবে
  • সঠিকভাবে সকল তথ্য প্রদান করলে লগিন পেজ দেখতে পাবেন
  • লগিন পেজে আপনার ট্যাপ একাউন্ট এর নাম্বার ও পিন কোড দিয়ে লগিন করুন

আরো জানুনঃ নগদ একাউন্ট খোলার নিয়ম

ট্যাপ মোবাইল মেন্যু কোড কত?

সম্প্রতি পরিবর্তন করা হচ্ছে ট্যাপ এর মোবাইল মেন্যু কোড। বর্তমানে *733# ডায়াল করে ট্যাপ মোবাইল মেন্যু অ্যাকসেস করা যাবে।

ট্যাপ একাউন্ট কয় ধরণের?

ট্যাপ একাউন্ট তিন ধরনের – সাধারণ একাউন্ট, স্টুডেন্ট একাউন্ট ও স্যালারি একাউন্ট। প্রতিটি একাউন্টের ক্ষেত্রে ভিন্ন ক্যাশ ইন ও ক্যাশ আউট চার্জ প্রযোজ্য।

ট্যাপ ক্যাশ ইন চার্জ – TAP Cash In Charge

সাধারণ ট্যাপ একাউন্টে এজেন্টের কাছ থেকে ক্যাশ ইন করা যাবে বিনামূল্যে। আবার বেতন বা করপোরেট ক্যাশ ইন এর ক্ষেত্রে ০.৯০ শতাংশ ক্যাশ ইন চার্জ গৃহিত হবে। স্টুডেন্ট একাউন্ট এর ক্ষেত্রে ট্যাপ এর ক্যাশ ইন চার্জ ০.৬০ শতাংশ। তবে ট্যাপ এর শাখা থেকে চার্জ ছাড়াই ক্যাশ ইন করা যাবে। (এই ফি যেকোনো সময় পরিবর্তন হতে পারে।)

ট্যাপ ক্যাশ আউট চার্জ – TAP Cash Out Charge

মোবাইল মেন্যু ব্যবহার করে এজেন্ট এর কাছ থেকে ট্যাপ ক্যাশ আউট করলে ১.৮০ শতাংশ চার্জ প্রযোজ্য হবে। অ্যাপ ব্যবহার করে ক্যাশ আউট চার্জ ১.৫০ শতাংশ। ট্যাপ এর শাখা থেকে ক্যাশ আউট করলে ট্যাপ ক্যাশ আউট চার্জ ১ শতাংশ মাত্র। (এই ফি যেকোনো সময় পরিবর্তন হতে পারে।)

আরো জানুনঃ উপায় একাউন্ট খোলার নিয়ম (৫০টাকা বোনাস!)

ট্যাপ মোবাইল ব্যাংকিং মেন্যু কোড – TAP USSD Menu Code

প্রত্যেক মোবাইল ব্যাংকিং সেবার মত ট্যাপের ও মোবাইল ব্যাংকিং মেন্যু রয়েছে। ট্যাপ মোবাইল ব্যাংকিং এর মেন্যু কোড হলো *733# অর্থাৎ Tap Mobile Banking Menu Code *733# যা ডায়াল করে ট্যাপ মোবাইল ব্যাংকিং এর সকল সুবিধা উপভোগ করা যাবে।

ট্যাপ এজেন্ট লিস্ট

আপনার নিকটস্থ ট্যাপ এজেন্ট এর ঠিকানা বের করতে পারবেন খুব সহজে। নিকটস্থ ট্যাপ এজেন্ট এর ঠিকানা খুঁজে বের করা যাবে ট্যাপ এর ওয়েবসাইটে থাকা এজেন্ট লোকেটর টুলস দ্বারা। এজেন্ট লিস্ট টুল ব্যবহার করতে এখানে ক্লিক করুন।

ট্যাপ মোবাইল ব্যাংকিং হেল্পলাইন

ট্যাপ ব্যবহারে কোনো সমস্যায় পড়লে ইমেইল করা যাবে [email protected] ঠিকানায়। এছাড়াও ট্যাপ এর ওয়েবসাইটে হেল্পলাইন নাম্বার হিসেবে নিচের ফোন নাম্বারগুলো দেওয়া আছেঃ

  • টি এন্ড টি নাম্বার +88 02 48812261
  • ফ্যাক্স নাম্বার +88 02 48812262
  • হেল্পলাইন নাম্বার 09612201201

এছাড়া সরাসরি ট্যাপ অফিসে গিয়েও যোগাযোগ করতে পারেন। ট্যাপ এর অফিস এর ঠিকানা হলোঃ

ট্রাস্ট অজিয়াটা ডিজিটাল লিমিটেড

৫৭ ও ৫৭/এ, উদয় টাওয়ার (১৭ তলা)

গুলশান এভিনিউ, গুলশান – ১

ঢাকা – ১২১২

আপনি কি ট্যাপ একাউন্ট খুলেছেন বা খুলবেন? আমাদের জানান কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

3 comments

  1. sultan Reply

    উপায়,‌বিকাশ,নগদ এর মত ট্যাপ একাউ‌নেট ল‌গিন কর‌লে কি বোনাস আ‌ছে?

    • আরাফাত বিন সুলতান Reply

      আপডেট মার্চ ২০২২ঃ এখন নিউ একাউন্ট বোনাস আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *