শাওমি রেডমি নোট ৪ আসছে নতুন ডিজাইন ও দারুণ স্পেসিফিকেশন নিয়ে

xiaomi redmi note 4

চীনা ইলেকট্রনিকস কোম্পানি শাওমি সম্প্রতি নতুন একটি এন্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। শাওমি রেডমি নোট ৪ মডেলের এই ফোনটিতে থাকছে নতুন ডিজাইনের ছোঁয়া এবং রেডমি নোট ৩ এর চেয়ে উন্নততর স্পেসিফিকেশন। চলুন দেখে নিই কী কী নিয়ে আসছে শাওমি রেডমি নোট ৪।

  • ৫.৫ ইঞ্চি (১০৮০ x ১৯২০পি, ৪০১ পিপিআই) স্ক্রিন
  • এন্ড্রয়েড ৬ মার্সম্যালো অপারেটিং সিস্টেম, এমআইইউআই ৮
  • মিডিয়াটেক ১০ কোর হেলিও এক্স২০ প্রসেসর
  • ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ডুয়াল ফ্ল্যাশ, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ১৬জিবি স্টোরেজ ভার্সনে ২জিবি র‍্যাম, ৬৪জিবি স্টোরেজ ভার্সনে ৩জিবি র‍্যাম
  • ডুয়াল সিম, পেছনের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কম্পাস, ফোরজি, জিপিএস, ইউএসবি অন দি গো ও অন্যান্য স্মার্ট ফিচার
  • সেকেন্ড সিমের স্লটে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে একটিমাত্র সিম ব্যবহার করতে পারবেন
  • ৪১০০ এমএএইচ ব্যাটারি, কুইক চার্জ

১৬জিবি ভার্সনের দাম ১৩৫ ডলার, ৬৪জিবি ভার্সনের দাম ১৮০ ডলার। ফোনটি চীনের বাজারে শীঘ্রই আসবে, আর সেপ্টেম্বরে এটি বাংলাদেশ, ভারতসহ এশিয়ার অন্যান্য দেশেও আসবে বলে আশা করা যায়।

বাংলাদেশের বাজারে শাওমি রেডমি নোট ৪ এলে এর সর্বনিম্ন দাম মূল দামের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা আছে।

আপনি কি শাওমি রেডমি নোট ৪ স্মার্টফোনটি কিনবেন?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *