৯ টাকায় ১ জিবি ইন্টারনেট দিচ্ছে রবি

robi 9 taka 1 gb

এই পোস্টটি আপডেট করা হয়েছে (২০-০৯-২০১৫)

এই অফারটি কেবলমাত্র রবির বন্ধ প্রিপেইড সংযোগ গ্রাহকদের জন্য প্রযোজ্য। ২৮ অগাস্ট, ২০১৫ থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত অফারটি চলবে। চলুন জেনে নিই এর বিস্তারিত অফিশিয়াল তথ্য।

১ জিবি ইন্টারনেট শুধুমাত্র ৯ টাকায়

– এই বিশেষ ইন্টারনেট প্যাকটি শুধুমাত্র এই অফারের উপযুক্ত গ্রাহকদের জন্য।

– এই প্যাকের মেয়াদ ক্রয়ের তারিখ হতে ১০ দিন।

– ক্যাম্পেইন চলাকালে, গ্রাহকরা ১০ দিনে এই প্যাকটি শুধুমাত্র একবার ক্রয় করতে পারবেন।

– মেয়াদ থাকাকালীন গ্রাহকরা এই প্যাকটি প্রতিদিন রাত ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

– এই প্যাকটি ক্রয় করতে গ্রাহকদের *৮৬৬৬*০৯# নাম্বারে ডায়াল করতে হবে।

– প্যাকের মূল্য ৯ টাকা + (সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ ট্যারিফের উপর ভ্যাট)।

– ডাটা ব্যালেন্স চেক করতে গ্রাহকদের *৮৪৪৪*৮৮# নম্বরে ডায়াল করতে হবে।

 

৯ টাকা রিচার্জে আধা পয়সা প্রতি সেকেন্ড কল রেট রবি নম্বরে এবং এক পয়সা প্রতি সেকেন্ড কল রেট অন্য অপারেটরের নম্বরে

– এই বিশেষ ট্যারিফ লাভ করতে গ্রাহকদের শুধুমাত্র ৯ টাকা রিচার্জ করতে হবে।

– ক্যাম্পেইন চলাকালে গ্রাহকরা যত খুশি ততবার এই বিশেষ ট্যারিফ লাভ করতে পারবেন।

– ৯ টাকা রিচার্জের পর মেয়াদ ১০ দিন।

– যে কোন রবি নম্বরে ০.৫ পয়সা/সেকেন্ড।

– অন্য অপারেটরের নম্বরে ১ পয়সা/সেকেন্ড।

– যদি কোন গ্রাহক ৯ টাকা রিচার্জ না করে থাকে, সেই ক্ষেত্রে সে যেকোনো লোকাল অপারেটারে ১৬ পয়সা/১০ সেকেন্ড ভয়েস ট্যারিফ এবং ৫০ পয়সা প্রতি এসএমএস রেট উপভোগ করবেন।

– যদি কোন গ্রাহক অন্য যেকোনো ট্যারিফ প্ল্যানে মাইগ্রেট করেন, তবে তিনি আর এই অফারের বিশেষ ট্যারিফ প্ল্যানের যোগ্য বলে বিবেচিত হবেন না।

অন্যান্য শর্ত

– গ্রাহকরা তাঁদের বন্ধ থাকা রবি প্রিপেইড নম্বর (এসএমই, উদ্যোক্তা এবং ইজিলোড ব্যতীত) চালু করার ৭২ ঘণ্টার মধ্যে বিশেষ কল ট্যারিফ পাবেন।

– বন্ধ সংযোগের গ্রাহকরা তাঁদের বন্ধ সিম দিয়ে যেকোনো আউটগোয়িং কল, এসএমএস অথবা অন্য যে কোন রাজস্ব জেনারেট করার কার্যকলাপের মাধ্যমে রিঅ্যাক্টিভ হতে পারবেন।
–  গ্রাহকরা যেকোনো রবি নম্বর থেকে A লিখে স্পেস দিয়ে নিজের বন্ধ থাকা রবি নম্বরটি লিখে ৮০৫০ নম্বরে এসএমএস করলে জানতে পারবেন যে তিনি এই অফারটি পাবেন কিনা। উদাহরণ:

     A 018XXXXXXXX লিখে ৮০৫০ নম্বরে পাঠিয়ে দিন।

– সকল মূল্যের উপর সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ ট্যারিফের উপর ভ্যাট প্রযোজ্য।
– এই অফারটি পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত চলবে।

আরও জানতে রবি মোবাইল থেকে ১২৩ হেল্পলাইনে ফোন করুন অথবা রবি’র ওয়েবসাইট ভিজিট করুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *