এন্ড্রয়েড চালিত নকিয়া এক্স ফোন উৎপাদন বন্ধ করছে মাইক্রোসফট

Nokia-X2-Dual-SIM-appsটেক জায়ান্ট মাইক্রোসফট এন্ড্রয়েড চালিত নকিয়া এক্স সিরিজের স্মার্টফোন উৎপাদন বন্ধ করতে যাচ্ছে। বর্তমানে উপলভ্য বা প্রক্রিয়াজাত পর্যায়ে থাকা এক্স সিরিজের এন্ড্রয়েড ডিভাইসগুলো ব্যতীত আর কোনো নতুন এন্ড্রয়েড ফোন তৈরি করবেনা মাইক্রোসফট। কোম্পানিটির মোবাইল বিভাগের দায়িত্বে থাকা স্টিফেন ইলোপের এক ইমেল এমনটিই বলছে।

এছাড়া মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ঘোষণা করেছেন, তারা আগামী ১২ মাসের মধ্যে ১৮ হাজার কর্মী ছাঁটাই করবেন। এদের মধ্যে অধিগ্রহণকৃত নকিয়ার কর্মী সংখ্যাই হবে প্রায় ১২,৫০০ জন।

নকিয়া এক্স সিরিজের সুলভ এন্ড্রয়েড স্মার্টফোনগুলো জনপ্রিয়তা পেলেও মাইক্রোসফট এখন একই দামের মধ্যে উইন্ডোজ ফোন ওএস চালিত লুমিয়া স্মার্টফোন বিক্রির পরিকল্পনা করছে।

যাইহোক, নতুন করে আর কোনো এন্ড্রয়েড হ্যান্ডসেট বাজারে না আনলেও বর্তমানে বাজারে চলমান এক্স সিরিজের স্মার্টফোনগুলোর জন্য বিভিন্ন কারিগরি সহযোগিতা প্রদান করে যাবে মাইক্রোসফট। আর এই সময়ের মধ্যে এক্স সিরিজের স্থানে চলে আসবে স্বল্প দামের লুমিয়া ফোন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *