টেক জায়ান্ট মাইক্রোসফট এন্ড্রয়েড চালিত নকিয়া এক্স সিরিজের স্মার্টফোন উৎপাদন বন্ধ করতে যাচ্ছে। বর্তমানে উপলভ্য বা প্রক্রিয়াজাত পর্যায়ে থাকা এক্স সিরিজের এন্ড্রয়েড ডিভাইসগুলো ব্যতীত আর কোনো নতুন এন্ড্রয়েড ফোন তৈরি করবেনা মাইক্রোসফট। কোম্পানিটির মোবাইল বিভাগের দায়িত্বে থাকা স্টিফেন ইলোপের এক ইমেল এমনটিই বলছে।
এছাড়া মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ঘোষণা করেছেন, তারা আগামী ১২ মাসের মধ্যে ১৮ হাজার কর্মী ছাঁটাই করবেন। এদের মধ্যে অধিগ্রহণকৃত নকিয়ার কর্মী সংখ্যাই হবে প্রায় ১২,৫০০ জন।
নকিয়া এক্স সিরিজের সুলভ এন্ড্রয়েড স্মার্টফোনগুলো জনপ্রিয়তা পেলেও মাইক্রোসফট এখন একই দামের মধ্যে উইন্ডোজ ফোন ওএস চালিত লুমিয়া স্মার্টফোন বিক্রির পরিকল্পনা করছে।
যাইহোক, নতুন করে আর কোনো এন্ড্রয়েড হ্যান্ডসেট বাজারে না আনলেও বর্তমানে বাজারে চলমান এক্স সিরিজের স্মার্টফোনগুলোর জন্য বিভিন্ন কারিগরি সহযোগিতা প্রদান করে যাবে মাইক্রোসফট। আর এই সময়ের মধ্যে এক্স সিরিজের স্থানে চলে আসবে স্বল্প দামের লুমিয়া ফোন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।