সাকিবের আবেগঘন খোলা চিঠি

shakib al hasan fb page

গতকাল ৭ জুলাই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৬ মাসের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সাকিবের এই শাস্তির পক্ষে-বিপক্ষে অনেকেই অনেক কথা বলছেন। কিন্তু সাকিব সরাসরি কোনও মন্তব্য না করলেও আজ নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে একটি লেখার মাধ্যমে নিজের আবেগ-অনুভূতি ব্যক্ত করেছেন। এই খোলা চিঠিতে ভক্তদের উদ্দেশ্যে বেশ কিছু কথা লিখেছেন তিনি। ইংরেজিতে লেখা ঐ স্ট্যাটাসে সাকিব প্রথমেই সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেছেন-

“অতীতে, এমনকি এখন পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তাতে আমি ভীষণ অভিভূত। এই মুহূর্তে আমি যদি আমার হূদয়ের অন্তস্থল আপনাদের দেখাতে পারতাম, তাহলে বুঝতে পারতেন আজকের এই আমি কেবল আপনাদের ভালোবাসা, সমর্থন আর আমাদের (বাংলাদেশের) পতাকার জন্যই।

—– এই ভালোবাসা, এই আবেগ আমি প্রতিমুহূর্তে ধরে রাখার চেষ্টা করি। দেশ আমার কাছে সবকিছুরই ঊর্ধ্বে। দেশ ও দেশের মানুষের জন্য আমি যেকোনো সময় লড়াইয়ে নামতে বদ্ধপরিকর। আশা করি, আপনারা সবসময়ই আমাকে আপনাদের হৃদয়ে ঠাঁই দেবেন, আমার জন্য প্রার্থনা করবেন, যা আমি আপনাদের জন্য সবসময়ই করি…

আমি আপনাদের সবাইকে ভালোবাসি, – সাকিব”

shakib al hasan fb letter

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *