দ্রুত নেট ব্রাউজিংয়ের জন্য বাংলালিংকের বিশেষ অপেরা মিনি!

banglalink 3gবাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর বাংলালিংক তাদের গ্রাহকদের জন্য নিয়ে এলো বিশেষ অপেরা মিনি ব্রাউজার।

এক বিজ্ঞপ্তিতে অপারেটরটি জানিয়েছে, বাংলালিংকের সঙ্গে অপেরা মিনির বিশেষ কো-ব্র্যান্ডেড ব্রাউজার গ্রাহকদের দ্রুততর মোবাইল ওয়েব ব্রাউজিং সুবিধা দেবে। এটি কমদামের ফোনের সাথেও মানানসই হবে। অ্যাপটিতে বাংলালিংক গ্রাহকরা কাস্টোমাইজড ব্রাউজিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। কাস্টমাইজড সংস্করণের সঙ্গে, ব্যবহারকারীরা অপেরার স্পোর্টস ওয়েবসাইট (http://wcc.sports.opera.com/) বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

বাংলালিংকের বিপণন পরিচালক সোলায়মান আলম জানিয়েছেন, ‘গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা দিতে কাজ করি। অপেরার মতো বিশ্বমানের প্রযুক্তি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। ফুটবল বিশ্বকাপে গ্রাহকদের জন্য অপেরা মিনির বিশেষ সংস্করণ নতুন মাত্রা যোগ করবে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ইন্টারনেট সার্ভিস গ্রহণ করতে পারবেন। অপেরা মিনি গ্রাহকদের জন্য এমনই একটি প্ল্যাটফর্ম উপহার দিচ্ছে।’

অপেরা সফটওয়্যারের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট সুনীল কামাথ বলেন, ‘পৃথিবীজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীদের আগ্রহী করে তোলার চেষ্টা করছে অপেরা। বাংলাদেশ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। বাংলালিংক গ্রাহকরা অপেরা লিখে ৯০৯০ নম্বরে বিনা মূল্যে বার্তা পাঠিয়ে বা অপেরার মোবাইল ওয়েবসাইট ভিজিট করে অপেরা মিনির কাস্টোমাইজ সংস্করণটি ডাউনলোড করতে পারবেন।’

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *