২০২৫ সালের ১৮ জুলাই বাংলাদেশের সব মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য এসেছে এক আনন্দের খবর! এই দিনে দেশের প্রধান চারটি মোবাইল অপারেটরঃ গ্রামীণফোন (জিপি), রবি, বাংলালিংক এবং টেলিটক তাদের গ্রাহকদের দিচ্ছে ১ জিবি ফ্রি ইন্টারনেট ডাটা, যার মেয়াদ থাকবে পুরো ৫ দিন। সবচেয়ে ভালো ব্যাপার হলো, এই অফারটি পেতে আপনাকে কোনো টাকা খরচ কিংবা রিচার্জ করতে হবে না। শুধু নির্দিষ্ট কোড ডায়াল করলেই একটিভ হয়ে যাবে এই অফার।
এ ব্যাপারে সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটক তাদের ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেঃ ১৮ই জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে টেলিটক গ্রাহকরা পাচ্ছেন ১ জিবি ডাটা, একদম ফ্রি। মেয়াদ-৫ দিন। অফার পেতে ডায়াল করুন *১১১*১৮০৭#
এই অফার কাদের জন্য প্রযোজ্য?
এই ফ্রি ১ জিবি ইন্টারনেট অফারটি দেশের সব মোবাইল অপারেটরের গ্রাহকদের জন্য প্রযোজ্য। তবে একেক অপারেটরের ক্ষেত্রে কোড ভিন্ন হতে পারে, তাই নিচে আলাদা করে উল্লেখ করা হলো।
১ জিবি ইন্টারনেট ফ্রি ডাটা অফার একটিভ করার পদ্ধতি
📶 গ্রামীণফোন (GP) ব্যবহারকারীরা:
- ডায়াল করুন: *121*1807#
📶 রবি (Robi) ও এয়ারটেল (Airtel) ব্যবহারকারীরা:
- ডায়াল করুন: *4*1807#
📶 বাংলালিংক (Banglalink) ব্যবহারকারীরা:
- ডায়াল করুন: *121*1807#
📶 টেলিটক (Teletalk) ব্যবহারকারীরা:
- ডায়াল করুন: *111*1807#
কোড ডায়াল করার পর কনফার্মেশন মেসেজ আসার অপক্ষা করুন।
অফারের শর্তাবলী (Terms & Conditions)
অফারটির রয়েছে কিছু শর্ত।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
- অফারটি শুধুমাত্র ১৮ জুলাই ২০২৫ তারিখেই একটিভ করা যাবে।
- একবার সফলভাবে একটিভ হলে ১ জিবি ডাটা ৫ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।
- প্রতি গ্রাহক শুধুমাত্র একবারই এই অফারটি নিতে পারবেন।
- ফ্রি ডাটার মেয়াদ শেষ হয়ে গেলে গ্রাহকের মূল ব্যালেন্স থেকে ডাটার জন্য চার্জ প্রযোজ্য হতে পারে।
- অফারটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সীমাবদ্ধ এবং মোবাইল অপারেটরের অনুমতি সাপেক্ষে পরিবর্তিত হতে পারে।
বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, হোক সেটা অনলাইন ক্লাস, অফিসের কাজ, সোশ্যাল মিডিয়া বা বিনোদনের জন্য ভিডিও দেখা। তাই ফ্রি ১ জিবি ডাটা মানেই বাড়তি সুবিধা। যারা সাধারণত সীমিত ডাটার মধ্যে ইন্টারনেট ব্যবহার করেন, তাদের জন্য এটি বিশেষ উপকারে আসবে।
খেয়াল রাখবেন
- অফারটি একটিভ করার পর মোবাইলের ডাটা ব্যালেন্স চেক করে নিন, যেন নিশ্চিত হতে পারেন।
- কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন।
- এই অফার সম্পর্কে পরিবার ও বন্ধুদের জানিয়ে দিন, যেন তারাও এই সুযোগটা কাজে লাগাতে পারেন।
এই ধরনের ফ্রি ইন্টারনেট অফার দেশের কোটি কোটি মোবাইল ব্যবহারকারীর জন্য এক আনন্দঘন চমক। একদিকে যেমন ডাটা খরচ কমবে, অন্যদিকে কাজেও গতি আসবে। আপনি যদি এখনো এই অফারটি গ্রহণ না করে থাকেন, তবে দেরি না করে আজই কোডটি ডায়াল করে ফ্রি ইন্টারনেট উপভোগ করুন!
মনে রাখবেন, অফারটি কেবলমাত্র ১৮ জুলাইয়ের জন্য প্রযোজ্য। তাই সময় থাকতে থাকতেই কোড ডায়াল করে নিয়ে নিন আপনার ১ জিবি ফ্রি ইন্টারনেট!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।