আসছে ৪.৭” এইচডি স্ক্রিনের ওয়ালটন প্রিমো আর২ মাত্র ১৬,১৯০ টাকায়!

walton primo r2দেশের বাজারে ওয়ালটন প্রিমো সিরিজের এন্ড্রয়েড স্মার্টফোনের দারুণ জনপ্রিয়তা। মোটামুটি কম দামে ভাল কনফিগারেশন পেতে এসব হ্যান্ডসেটের জন্য গ্রাহকরা অপেক্ষা করে থাকেন।

আর ওয়ালটনও একের পর এক নতুন নতুন মডেল বাজারে এনে চলছে। প্রিমো সিরিজের আরেকটি স্মার্টফোন বিক্রি শুরু হবে পহেলা আগস্ট থেকে। (ঠিক একই দিনে গুগল-মটোরোলার মটো এক্স ফোনও উন্মোচন করা হবে :P)

ওয়ালটন প্রিমো আর২ বিক্রি হবে মাত্র ১৬,১৯০ টাকায়।

প্রথম দুই দিন দেশব্যাপী সকল ওয়ালটন প্লাজায় সেটটির মূল্যের ওপর ৩% ডিসকাউন্ট পাওয়া যাবে। তো, চলুন দেখি প্রিমো আর২ এর মূল স্পেসিফিকেশনগুলো।

  • > এন্ড্রয়েড ৪.২.১ জেলি বিন অপারেটিং সিস্টেম
  • > ৪.৭ ইঞ্চি এইচডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন (১২৮০*৭২০পি)
  • > গরিলা গ্লাস ২য় প্রজন্ম, আইপিএস ডিসপ্লে
  • > ২৮ ন্যানোমিটার ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর
  • > পাওয়ার ভিআর এসজিএক্স ৫৪৪ জিপিইউ
  • > ৮ মেগাপিক্সেল রেয়ার (১০৮০পি ভিডিও রেকর্ড করতে সক্ষম), ৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • > ১জিবি র‍্যাম
  • > ৪জিবি স্টোরেজ (৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে)
  • > ডুয়াল সিম, ডুয়াল স্ট্যান্ডবাই, থ্রিজি, ওয়াইফাই, জিপিএস
  • > ব্লুটুথ ৪, ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং, ২০০০ এমএএইচ ব্যাটারি
  • > ওজন ১৬০ গ্রাম, আকার ১৩৮*৭১*৯.৯ মিলিমিটার।

জেনে রাখা ভাল, প্রিমো আর২ হচ্ছে চীনা কোম্পানি কনকার তৈরি “Konka W976” হ্যান্ডসেটের রিব্র্যান্ডেড ভার্সন। ভারতের বাজারে সেটটির মূল্য ১১,৯৯৯ রুপি

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *