
আর ওয়ালটনও একের পর এক নতুন নতুন মডেল বাজারে এনে চলছে। প্রিমো সিরিজের আরেকটি স্মার্টফোন বিক্রি শুরু হবে পহেলা আগস্ট থেকে। (ঠিক একই দিনে গুগল-মটোরোলার মটো এক্স ফোনও উন্মোচন করা হবে :P)
ওয়ালটন প্রিমো আর২ বিক্রি হবে মাত্র ১৬,১৯০ টাকায়।
প্রথম দুই দিন দেশব্যাপী সকল ওয়ালটন প্লাজায় সেটটির মূল্যের ওপর ৩% ডিসকাউন্ট পাওয়া যাবে। তো, চলুন দেখি প্রিমো আর২ এর মূল স্পেসিফিকেশনগুলো।
- > এন্ড্রয়েড ৪.২.১ জেলি বিন অপারেটিং সিস্টেম
- > ৪.৭ ইঞ্চি এইচডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন (১২৮০*৭২০পি)
- > গরিলা গ্লাস ২য় প্রজন্ম, আইপিএস ডিসপ্লে
- > ২৮ ন্যানোমিটার ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর
- > পাওয়ার ভিআর এসজিএক্স ৫৪৪ জিপিইউ
- > ৮ মেগাপিক্সেল রেয়ার (১০৮০পি ভিডিও রেকর্ড করতে সক্ষম), ৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- > ১জিবি র্যাম
- > ৪জিবি স্টোরেজ (৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে)
- > ডুয়াল সিম, ডুয়াল স্ট্যান্ডবাই, থ্রিজি, ওয়াইফাই, জিপিএস
- > ব্লুটুথ ৪, ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং, ২০০০ এমএএইচ ব্যাটারি
- > ওজন ১৬০ গ্রাম, আকার ১৩৮*৭১*৯.৯ মিলিমিটার।
জেনে রাখা ভাল, প্রিমো আর২ হচ্ছে চীনা কোম্পানি কনকার তৈরি “Konka W976” হ্যান্ডসেটের রিব্র্যান্ডেড ভার্সন। ভারতের বাজারে সেটটির মূল্য ১১,৯৯৯ রুপি।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।

আমাদের যেকোনো প্রশ্ন করুন!