৪.৫ ইঞ্চি স্ক্রিন নিয়ে গুগলের মটো এক্স স্মার্টফোন আসছে পহেলা আগস্ট!

image003-23সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে “মটো এক্স” স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে গুগল। আগস্টের ১ তারিখে নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিতব্য এক ইভেন্টে সেটটি উন্মোচন করা হবে। অনুষ্ঠানটির নিমন্ত্রণপত্রে গুগল লিখেছে “নতুন মটোরোলার অভিজ্ঞতা নিতে আসুন”;

আমাদের আগের পোস্টগুলো পড়ে থাকলে নিশ্চয়ই জানেন, মটো এক্স হবে গুগলের তত্বাবধানে তৈরি মটোরোলার প্রথম স্মার্টফোন। এটি যুক্তরাষ্ট্রেই ম্যানুফ্যাকচার করা হবে এবং গ্রাহকরা এর সাজসজ্জা কাস্টোমাইজ করেই প্রি-অর্ডার দিতে পারবেন।

অ্যামেরিকার টেক্সাসে প্রথম কিস্তির মটো এক্স ফোন উৎপাদন হচ্ছে বলে জানা গিয়েছে। এটি ১৯৯ ডলারের মত প্রাইস ট্যাগ নিয়ে আসবে বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ আছে।

প্রযুক্তি সাইট এন্ড্রয়েড অথোরিটি জানাচ্ছে, মটোরোলার নতুন এই স্মার্টফোনে থাকবে ৪.৫ ইঞ্চি মনিটর, ১.৭ গিগাহার্টজ ডুয়াল কোর স্ন্যাপড্রাগন প্রসেসর, ২ জিবি র‍্যাম, রিমুভেবল কেভলার রেয়ার শেল প্রভৃতি।

স্মার্টফোনটি এন্ড্রয়েড ৪.৩ বা ৪.২.২ অপারেটিং সিস্টেমে চালিত হবে। এতে “অলওয়েজ অন” লিসেনিং মুড নামক ফিচার দেয়া হবে যা আপনার ভয়েস কমান্ড পালন করার জন্য সব সময় প্রস্তুত। এজন্য প্রথমে “ওকে গুগল নাউ” বাক্যটি বলে নিতে হবে। মটো এক্স আপনার কণ্ঠস্বর শুনে শুনে কথা বলার ভঙ্গী বুঝে নিয়ে আরও নির্ভুল ভাবে কাজ করতে পারবে (কিছুটা সেলফ লার্নিং এর মত);

ডিভাইসটির সাহায্যে ছবি তুলতে চাইলে সেটটি হাতে নিয়ে ঝাঁকি দিলে ক্যামেরা এপ অন হবে এবং তখন স্ক্রিনের যেকোন স্থানে স্পর্শ করেই স্ন্যাপ নেয়া যাবে। ডিইভাইসটিতে “অটো এইচডিআর” নামেও আরেকটি অপশন পাওয়া যাবে, যদিও এর তেমন কোন বর্ণনা এখনও জানা যায়নি। মটো এক্সে বিভিন্ন নোটিফিকেশন সামারি আকারে স্ক্রিনে ভেসে থাকবে।

আপাতত গুগল-মটোরোলার নতুন স্মার্টফোন সম্পর্কে এটুকুই জানা যাচ্ছে। আরও খবর পেলে আপডেট দেয়ার আশা রইল। ধন্যবাদ।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *