দক্ষিণ কোরীয় স্মার্টফোন জায়ান্ট স্যামসাংয়ের ফ্ল্যাগশীপ এন্ড্রয়েড মোবাইল গ্যালাক্সি এস ৪ শিপমেন্ট ২০ মিলিয়ন অতিক্রম করেছে। ডিভাইসটি লঞ্চের মাত্র ৬৮ দিনের মধ্যে এটি তাদের পূর্বেকার স্মার্টফোন রেকর্ড ভাঙল।
বেশ কয়েকটি কোরিয়ান সংবাদ সংস্থা স্যামসাং মোবাইল ডিভিশনের হেড জে.কে. শিনের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।
গ্যালাক্সি এস ৪ বাজারে এসেছিল এবছর এপ্রিলের শেষ দিকে। এটি জিএস থ্রি’র চেয়ে ২০ গুণ বেশি দ্রুত সময়ে ১০ মিলিয়ন শিপমেন্ট সংখ্যা স্পর্শ করে। গ্যালাক্সি এস থ্রি ১০ মিলিয়ন ইউনিট বিক্রির জন্য ২ মাস সময় নিয়েছিল। উপরে দেয়া আইফোন বনাম গ্যালাক্সি স্মার্টফোনের তুলনামূলক ইনফোগ্রাফটি দেখে এদের মধ্যকার প্রতিযোগিতা সম্পর্কে আরও ভাল ধারণা নিতে পারেন।
মনে রাখা ভাল, “শিপমেন্ট” এবং “সেলস বা বিক্রি” টার্ম দুটি এক নয়। শিপমেন্ট দ্বারা সাধারণত পাইকারি বা খুচরা বিক্রেতা পর্যন্ত পৌঁছানো বোঝায়।
কিন্তু সেলস বা বিক্রয় দ্বারা পণ্যটির কতটি ইউনিট ভোক্তার কাছে বিক্রি হল তা হিসেব করা হয়। অর্থাৎ, শিপমেন্ট নাম্বারের সাথে প্রকৃত ভোক্তা বাজারের পরিসংখ্যান ১০০% নাও মিলতে পারে। তবে যাইহোক, জিএস ৪ এর ব্যাপক চাহিদা আছে বলেই শিপমেন্টেও এর প্রতিফলন দেখা যাচ্ছে যা স্যামসাংয়ের জন্য একটি বিশাল অর্জন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।