রিয়েলমি ৬ স্মার্টফোন এলো ৯০হার্জ ডিসপ্লে ও ৮জিবি র‍্যাম নিয়ে

৯০হার্জ ডিসপ্লে ও ৮জিবি র‍্যাম নিয়ে রিয়েলমি ৬ স্মার্টফোন এলো বাংলাদেশে

অনেক জল্পনা কল্পনার পর অবশেষে দেশের বাজারে অফিসিয়ালি চলে এলো রিয়েলমি এর রিয়েলমি ৬ ফোনটি। এছাড়াও একই সাথে এন্ট্রি লেভেল প্রাইস সেগমেন্টের ফোন, রিয়েলমি সি১১ লঞ্চ করা হয়। এক অনলাইন ইভেন্টে ২২ জুলাই দুপুরে এই ফোনদুটি লঞ্চ করা হয়।

চলুন একনজরে জেনে নেয়া যাক রিয়েলমি ৬ ফোনটির স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

রিয়েলমি ৬ ডিসপ্লে

৬.৫ ইঞ্চির পাঞ্চহোলযুক্ত ডিসপ্লে থাকছে রিয়েলমি ৬ ফোনটিতে। উল্লেখ্য যে, রিয়েলমি ৬ এর ডিসপ্লে ৯০হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে, যা গেমারদের জন্য সুবিধাজনক হবে বলে আশা করা যায়।

হার্ডওয়্যার

রিয়েলমি ৬ ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এর হেলিও জি৯০টি প্রসেসর। ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর। দেশের বাজারে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এর একটি মাত্র অফিসিয়াল ভ্যারিয়েন্টে পাওয়া যাবে রিয়েলমি ৬ ফোনটি।

ক্যামেরা

রিয়েলমি ৬ এর ব্যাকে থাকছে কোয়াড ক্যামেরা সেটাপ। ৬৪ মেগাপিক্সেলের মেইন শ্যুটার এর সাথে যুক্ত হয়েছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর।

এছাড়াও ফোনটির সামনে পাঞ্চহোলে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা।

সফটওয়্যার

রিয়েলমির অন্যান্য ফোনগুলোর মত রিয়েলমি ৬ ফোনটিতেও থাকছে তাদের এন্ড্রয়েড ১০ ভিত্তিক কাস্টম রম, রিয়েলমি ইউআই।

ব্যাটারি

রিয়েলমি ৬ এ থাকছে ৪৩০০ মিলিএম্প এর ব্যাটারি। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনের বক্সেই দেয়া থাকবে ৩০ ওয়াটের ফাস্ট চার্জার।

রিয়েলমি ৬ ফোনের দাম

বাংলাদেশের বাজারে রিয়েলমি ৬ ফোনটির দাম ধরা হয়েছে ২২,৯৯০ টাকা। আপনার কাছে কেমন লেগেছে রিয়েলমি ৬ ফোনটি? কমেন্টে জানান আমাদেরকে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,545 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *