এবার ০১৯১১ সিরিজের ক্ল্যাসিক নম্বর বিক্রি করছে বাংলালিংক

classic_number_series

পুরনো দিনের নম্বর যাদের পছন্দ তারা অনেকদিন ধরেই ৩০ হাজার টাকা পর্যন্ত দাম দিয়ে গ্রামীণফোনের ০১৭১১ সিরিজের মোবাইল নম্বর কিনে আসছেন। এবার বাংলালিংকও পুরনো সিরিয়ালের “ক্ল্যাসিক” মোবাইল নম্বর বিক্রি শুরু করেছে। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এই মোবাইল অপারেটরটি মাত্র ২০০ টাকায় ০১৯১১ নম্বর সিরিজের মোবাইল সংযোগ বিক্রি করছে।

অফারের বিস্তারিত

  • ক্ল্যাসিক নাম্বার পেতে আপনার নিকটস্থ দোকান, বাংলালিংক পয়েন্ট অথবা কাস্টমার কেয়ার সেন্টারের সাথে যোগাযোগ করুন।
  • ক্ল্যাসিক নাম্বার কেনার পর জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজ ছবি এবং সঠিকভাবে পূরণকৃত SAF ফর্ম দিয়ে স্বাভাবিক উপায়েই সংযোগটি চালু করতে হবে।
  • বর্তমান নতুন প্রিপেইড সংযোগের কলরেট, ফিচার এবং সুবিধাসমূহ এই ক্ল্যাসিক নাম্বারগুলোতেও প্রযোজ্য হবে।
  • অফারটি স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য।

আপনি কি ০১৯১১ সিরিজের বাংলালিংক মোবাইল সংযোগ কিনতে ইচ্ছুক?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *