গ্রামীণফোন সেন্টারে স্যামসাং স্মার্টফোনে দারুণ মূল্যহ্রাস!

gp samsung galaxy discount

দেশজুড়ে গ্রামীণফোন সেন্টারসমূহে নির্দিষ্ট মডেলের স্যামসাং স্মার্টফোনে চলছে মূল্যহ্রাস। এই অফারের আওতায় গ্রাহকগণ ডিসকাউন্টে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এস ডুয়োস থ্রি, গ্যালাক্সি ই৫, গ্যালাক্সি এ৭ ও গ্যালাক্সি এ৫ এন্ড্রয়েড স্মার্টফোন।

গ্যালাক্সি এস ডুয়োস থ্রি’র পূর্বমূল্য ছিল ৯,৯০০ টাকা যা জিপি বিক্রি করছে ৮,৯০০ টাকায়। গ্যালাক্সি ই৫ এর দাম ছিল ২৪,৯০০ টাকা যা জিপি সেন্টারে ২১,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে।

গ্রামীণফোনের এই অফারের আওতায় স্যামসাং গ্যালাক্সি এ৭ (পূর্বমূল্য ৩৯,৯০০) এর বর্তমান দাম ৩৬,৭০০ টাকা ও স্যামসাং গ্যালাক্সি এ৫ (পূর্বমূল্য ৩০,৯০০) এর বর্তমান দাম ২৮,৭৫০ টাকা।

সাথে থাকছে ২জিবি ডেটা ফ্রি। আর সেই সাথে বিনামূল্যে পাবেন জিপি ০১৭১১ সিরিজের সিম। এছাড়া থাকছে ৬ মাসের ইএমআই (কিস্তিতে কেনার) সুবিধা। স্টক থাকা পর্যন্ত এই অফার চলবে। আরও জানতে আপনার গ্রামীণফোন মোবাইল থেকে ১২১ নম্বরে কল করুন অথবা জিপির ওয়েবসাইট ভিজিট করুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *