দৈনিক ৩ ঘন্টার বেশি টিভি দেখলে অকালমৃত্যু?

দিনে তিন ঘন্টা বা আরও বেশি সময় ধরে টিভি দেখলে অকাল মৃত্যু হওয়ার ঝুঁকি বেড়ে যায় বলে জানিয়েছেন ‘আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’ এর গবেষকরা। সংস্থাটির বিশেষজ্ঞরা বলছেন, দৈনিক তিন ঘন্টার কম সময় ধরে যারা টিভি দেখেন, তাদের চেয়ে তিন ঘন্টার বেশি সময় টিভি দেখা লোকজনের অকাল মৃত্যুর আশঙ্কা দ্বিগুণ বেশি।

স্প্যানিশ বিশ্ববিদ্যালয়ের ১৩ হাজার প্রাক্তন ছাত্রছাত্রীর ওপর ঐ গবেষণা চালানো হয়। তাদের গড় বয়স ৩৭ বছর, যাদের মধ্যে ৬০ শতাংশই মহিলা। প্রায় ৮ বছর সময় ধরে তাদের ওপর পর্যবেক্ষণ চালানো হয়। এসময় এদের মধ্য থেকে মোট ৯৭ জনের মৃত্যু ঘটে। এর মধ্যে ৪৬ জনের ছিল ক্যান্সার এবং ১৯ জনের কারডিওভাসকুলার সমস্যা।

তবে কম্পিউটারের সামনে সময় দেয়া কিংবা গাড়ি চালানোর সঙ্গে অকালে মারা যাওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক দেখতে পাননি গবেষকরা।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,534 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *