বিগ ডেটা (Big Data)

বিগ ডেটা (বিগ ডাটা বা Big Data) হচ্ছে প্রচুর পরিমাণ তথ্য/উপাত্ত/ডেটা যা বড় বড় কোম্পানি কর্তৃক ব্যবহৃত ও সংরক্ষিত হয়ে থাকে। ঠিক কী পরিমাণ তথ্য বা উপাত্ত হলে তা ‘বিগ ডেটা’ বলে সংজ্ঞায়িত করা যাবে, তার কোনো মাপদণ্ড নেই। তবে, বিগ ডেটা হল এমন এক ডেটাসেট যা সচরাচর ব্যবহারকারীদের জন্য নির্মিত ডেটাবেইজ সফটওয়্যারের মাধ্যমে প্রক্রিয়াজাত বা সংরক্ষণ করা যায়না।

উদাহরণস্বরূপ, গুগলের সার্চ ইনডেক্স, ফেসবুক ইউজারদের প্রোফাইল, অ্যামাজনের প্রোডাক্ট লিস্ট প্রভৃতি তথ্য একসঙ্গে আকারে এর বড় যে এগুলো কোনো একক কম্পিউটারে বা স্টোরেজে সঙ্কুলান করানো সম্ভব হয়না। তাই এদেরকে বড় বড় ডেটা সেন্টারের সার্ভারে রাখা হয়।

কয়েকটি বিগ ডেটা ম্যানেজমেন্ট সফটওয়্যার হচ্ছে আইবিএম এর বিগ ডেটা প্ল্যাটফর্ম, ওরাকল নোএসকিউএল ডেটাবেজ, মাইক্রোসফট এইচডি ইনসাইট প্রভৃতি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *